নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬

কতো কী মনে পড়ে কতোশতো ঘটনা
সাবিহার চাল-চলন মালিহার মতোনা
তবু ছিল মিলটা, রেখে দিত দিলটা
ঘুরেঘুরে কতজনে ছড়াতো যে রটনা।

না, আমি চাইনি, ঘেটে ঘোল খাইনি
আড়ালে লুকে মুখ ফিরে কভূ চাইনি
তবুও পথে রোজ, কি যেন করি খোঁজ
দেখা যদি হয়ে যেতো ক্ষতি কিছু হতোনা।

একদিন রিকশায় হুক তোলে কে যায়?
চেনাচেনা লাগে তবু অচেনা রয়ে যায়
সাবিহার মতো চোখ, মালিহার মতো মুখ
আগে রোজ ভাবতাম এখন ঠিক ততোনা।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় যাই হোক খুজে পেলুম বাসনা!


খুব সুন্দর কবিতা!

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

বাকপ্রবাস বলেছেন: আসলে এই মনটা চিরকাল দু'মনা

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৯

জে.এস. সাব্বির বলেছেন: বাক প্রবাসের ভিমরতি!- শিরোনামটা এরকম হলে ভালোহতো :)

কবিতা খুব ভাল লাগল

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৩

বাকপ্রবাস বলেছেন: :P :P :P :P :P

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩০

জে.এস. সাব্বির বলেছেন: বাক প্রবাসের ভিমরতি!- শিরোনামটা এরকম হলে ভালোহতো :)

কবিতা খুব ভাল লাগল

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৪

সচেতনহ্যাপী বলেছেন: তরুন এবং যৌবনের বাসনারই প্রতিচ্ছবি।।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৯

বাকপ্রবাস বলেছেন: এখন আর এমন লেখা হয়না, হঠাৎ কইরা একটা টুক্কুস কইরা বের হইয়া গেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.