নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরু বলে খাসিরে চল যাই বাজারে
খা তাজা বাসিরে হও মোটা তাজারে
তাতে কাম
বাড়ে দাম
লাখে যাবো আমি তুই যাবি হাজারে।
খাসি বলে গরু ভাই খেয়ে আর কাজ নাই
কোরবানী কাছে এলে তবে খুব দাম পাই
বছর যায়
খবর নাই
খুদকুড়ো জোটেনা লতাপাতা ঘাস খাই।
গরু বলে তাইতো আগেতো ভাবিনাই
মাখে তেল শরীরে আগেতো মাখিনাই
চল রেগে
যাই ভেগে
চলনারে দূজনে একসাথে ভাগি যাই।
কীকরে যাই ভাই বাঁধা আছি খুঁটিতে
গোটাবাড়ী সরগম কোরবানীর ছুটিতে
দু'দিন পর
হবে ঝড়
দু'জনার ঠাঁই হবে তুলতুলে রুটিতে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৯
বাকপ্রবাস বলেছেন: গরু খাসীর পর এখন হরিণও পাওয়া গেল দেখছি, খুবই ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫০
ছায়াহরিণ বলেছেন: চমৎকার একটি পোস্ট! ভালো লাগা জানিয়ে গেলাম।