| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 তোকে আমি 
বাসিনা ভালো মোটে
স্বস্তা জামাজুতো যতো 
তোর কপালেই জুটে।
সবার বাবা অপিষ শেষে 
ফিরে আসে ঘরে
তোর বাবাটা আসেনাতো
আসবো আসবো করে। 
তোর বাবাটা 
মিথ্যে কথা বলে
রাখেনা খবর কেমন করে
ঘরসংসার চলে।
এক আকাশ দুঃখযে তোর
অভিমান আছে আরো
ক্ষোভটাও বাড়ছে দিনে
বিদেশ এবার ছাড়ো।
মানঅভিমান থাকনা আজ
হবে অন্যদিন
আজ তেরই সেপ্টেম্বর
শুভ জন্মদিন।
 
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:১৭
বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন ভাইযান
২| 
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ৮:৫৫
সুমন কর বলেছেন: সোনা বাবুটির জন্মদিনের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।  
 
+। লেখাও ভালো লাগল।
 
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:১৮
বাকপ্রবাস বলেছেন: খুুবই ধন্যবাদ জানবেন
৩| 
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ৯:১০
জাহিদ হাসান মিঠু বলেছেন: শুভ জন্মদিন আম্মু। 
বাবার আনন্দ অশ্রু। 
ধন্যবাদ।
 
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:১৮
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন মিঠু ভাই
৪| 
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ৯:৫১
এ কে এম রেজাউল করিম বলেছেন: 
অনেক অভিমানের ছড়াটিতে ভালো লাগা রহিল।
কবির প্রতি সুভেচ্ছা।
 
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:১৯
বাকপ্রবাস বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা
৫| 
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:০২
আহমেদ জী এস বলেছেন: বাকপ্রবাস  , 
দারুন একটি মিষ্টি মেয়ের জন্মদিনের এমন শুভেচ্ছা অভিনব । 
আপনার মতো আমরাও দূর থেকে এই মিষ্টি মেয়েটির জন্মদিনে শুভকামনা করছি । 
ভালো থাকুক আপনার সোনা মা ...।
 
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:১৯
বাকপ্রবাস বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা
৬| 
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:২১
ডঃ এম এ আলী বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ৮:৫৩
ডঃ এম এ আলী বলেছেন: অনেক অভিমান ঝড়ে পরেছে , ভাল লাগল কবিতা
ধন্যবাদ।
ঈদ শুভেচ্ছা রইল