| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ছাদে এসো ছুঁবোনা হাত কথা দিলাম
সন্ধ্যায় এসো হবেনা রাত কথা দিলাম
এক আকাশ গল্প জমাট দিয়েছে কপাট
ভাবনাগুলো হরহামেশায় হচ্ছে নিলাম। 
এক আকাশ তারার মেলা ছড়ায়ে আলো
রাত্রি হলে ডাকে আমায় লাগে ভালো 
হাওয়া এসে দোল দিয়ে যায়, চমকে হঠাৎ
লোডশেডিঙ্গে বদলায় শহর নিকষ কালো। 
সেইসব গল্প শুনবে শুধু কথা দিলাম
অজুহাতে ছুঁবোনা চুল কথা দিলাম 
হাত দুই ব্যাবধানে দ্বিধা রেখো তফাৎ
একটা পাখী সঙ্গী পাক অপেক্ষায় ছিলাম।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৫
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন
২| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:৩৬
অগ্নি সারথি বলেছেন: সুন্দর!
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:৩৬
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৭
কালপুরুষ কালপুরুষ বলেছেন: সুন্দর। মুগ্ধতা নিয়ে গেলাম।