নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু আমার মতের সাথী বন্ধু ভিন্নমতের
বন্ধু আমার পথের সাথী বন্ধু বিজয় রথের।
বন্ধু আমার মাখামাখীর এক থালাতে ভাত
বন্ধু আমার শেষ ভরসা খালি যখন হাত।
বন্ধু আমার সুখের সাথী বন্ধু আবার দুঃখের
বন্ধু আমার সুরের পাখী বন্ধু মনি চোখের।
বন্ধু ছাড়া যায়কি ভাবা সাতসাগর পাড়ি
বন্ধু মানে ঝগড়াঝাটি বন্ধু মানে আড়ি।
বন্ধু আমার পথের কাঁটায় আগলে ধরে ছাতা
বন্ধু আমার আঁকাঝোকায় রঙ্গীন খাতার পাতা।
বন্ধু আমার বোধের সাথী চাকের মধু খাটি
বন্ধু মানে হাতাহাতির ভাঙ্গা দুধের বাটি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭
বাকপ্রবাস বলেছেন: অনেক আগে এক ভাই রিকোয়েষ্ট করেছিল এমন একটা কবিতা লিখতে, এটা তাকে লিখে দিয়েছিলাম........ এতোদিন পড়েছিল, আজ ছেড়ে দিলাম
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪২
কালপুরুষ কালপুরুষ বলেছেন: অনবদ্য
বন্ধুত্বের কবিতা বেশ ভালো লাগলো।