নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলমাল করনা টুম্পামনি পড়ছে
মশাদের ঝাঁক এসে গুনগুন করছে
কাজ নেই শুধুশুধু কয়েলটা জ্বলছে
লোডশেডিং রোজ তায় মোমটাও গলছে।
এতসব উৎপাত পড়া যায়?
বিগড়ে গেছে তায় মাথাটায়
পড়বনা আজ আর ঘুম পায়
মা বলে থাক আজ খেতে আয়।
মাথাটা খাবে সে পা'তে দাও
চিবিয়ে খাবে সে কাঁটাটাও
ঝাল যত বেশী হোক ঝোল দাও
খেয়ে এবার কান্নায় হাওকাও।
কান্নাটা থেমে যায় ঘুম এলে
ঘুমটাও যাবেনা ট্যাব পেলে
কার্টুনের সাথে সে রোজ খেলে
ফড়িং হয়ে উড়ে যায় ডানা মেলে।
এভাবেই কেটে যায় রাত দিন
টুম্পামনি শিখে আজ দুই তিন
এভাবেই পড়তে হয় শিখে নিন
হেসেখেলে শিশুটাকে বাড়তে দিন।
(নোট : ১) দীর্ঘ ২বছর পর আসলাম, আইডির পাসওয়ার্ড ভুলে যাওয়া, ব্যক্তিগত সমস্যা ইত্যাদি কারনে আসা হয়নি। অবশেষে আসতে পেরে আনন্দিত।
২) আমার কন্যাদের ভেবে লেখা ছড়াগুলোর শিরোনাম হয় টুম্পামনি। এই ব্লগে একই নামে একটা আইডি আছে, সেটার সাথে এই ছড়াগুলোর কোন যোগসূত্র নেই।)
২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪১
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন
২| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩
চোরাবালি- বলেছেন: আপনারা ব্লগ ছাড়লেও আমি ছাড়ি নাই একেবারে। মাঝে মধ্যে ঢু-মারি।
আশাকরি নিয়মিত হবেন।
২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০
বাকপ্রবাস বলেছেন: আমি অনেক আগে থেকে ট্রাই করছিলাম পাসওয়ার্ড উদ্ধারের কিন্তু পারছিলামনা, আজ আবার সফর হলাম।
৩| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৯
এ.এস বাশার বলেছেন: স্বাগতম আপনাকে সামু ব্লগে...................
২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১
বাকপ্রবাস বলেছেন: আপনাকেও খুব করে ধন্যবাদ
৪| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: টুম্পা ভালো থাকুক। সুস্থ থাকুন।
২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ খুব করে
৫| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১১
কাইকর বলেছেন: টুম্পা আমার খুব কাছের একজন বান্ধুবীর নাম। সুস্থ থাকুক সকল টুম্পা।
২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৫
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন। অবশ্য আমার মেয়ের নাম টুম্পা নয়, এটা ছড়ার জন্য ব্যবহার করি।
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: স্বাগতম আপনাকে সামু ব্লগ পরিবারে।
কবিতা ভালো লাগল।