| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তোমাকে চাইনা আমি প্রেমটা কেবল ভোগায়
তোমাকে পাইনা আমি প্রেমটা দুঃখ জোগায় 
সুখ যদি পাও তবে সুখী হয়েই থেকো
দুঃখগুলো যতন করে বাকসে তুলে রেখো
আমি নাহয় আড়াল হলাম স্মৃতির পরশ ছোঁয়ায়।
তোমাকে ছুঁইনা আমি পাপড়ি ফোটার কালে
একটা চুল নদী হয়ে হাসল তোমার গালে
হাত বাড়িয়ে গুটিয়ে নিলাম লাগছিলতো বেশ
তোমার চুলের মায়ার ভারে আমি নিরুদ্দেশ।
তোমাকে দেখিনা আমি সিগারেটের ধোঁয়ায়
তোমাকে খুঁজতে গিয়ে স্মৃতিরাও আজ কোমায়
তোমাকে রাখিনা আমি কাঁপন ধরা বুকে
তোমাকে পাইনা খুঁজে ঝাপসা আলোর চোখে
নেইতো কোথাও, কোথাও আর পাইনা খুুঁজে তোমায়।
 
২৩ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:০২
বাকপ্রবাস বলেছেন: হা হা হা তাইতো ভাবি ক্ষন
২| 
২৩ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:২৭
ফেনা বলেছেন: ভাল হয়েছে তবে শেষ অংশে ছন্দ ছুটে গেল মনে হয়।
 
২৩ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:৩৪
বাকপ্রবাস বলেছেন: 
    দেখি পরে সময় করে যদি আবার হাত লাগানো যায় শেষটাতে
৩| 
২৩ শে জুলাই, ২০১৮  দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
 
২৩ শে জুলাই, ২০১৮  দুপুর ১:৫৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ পুরোদমে
৪| 
২৩ শে জুলাই, ২০১৮  দুপুর ১:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ।
 
২৩ শে জুলাই, ২০১৮  দুপুর ১:৫৪
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৩৮
রোকনুজ্জামান খান বলেছেন: চলে যায় যদি কেউ
বাধন ছিড়্বে কাদিস,,,,
কেনে মন ।