নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রানী মা ভাল তবে ক্ষেপে গেলে মন্দ
ছিড়ে চুল রেগে গেলে মনে মনে দ্বন্দ।
রাজা নেই রাজ্যে রানী মা'র দুনিয়া
সকালে ভাঙ্গে ঘুম গায় পাখী মুনিয়া।
দুপুরে লাঞ্চ করে তুলে পা সোফাতে
তেল মন্ত্রী দরজায় দাঁড়িয়ে সু হাতে।
দেখেও দেখেনা মুরগীর রান টা
চিবিয়ে খাড়া করে মগজের কানটা।
চোখ রাখে টিভিতে খবরের শিরোনাম
দিল্লী ঘুরে এসে ফুরফুরে হিরোখান।
গুম আর ক্রসফায়ার হল নাকি বন্ধ
ভল্টের সোনা গুলো ছড়ালোযে গন্ধ।
খাবারটা শেষ হলে ঢেকুর আসে পয়লা
কে আবার লুটে নিল পুকুরিয়ার কয়লা।
রেগেমেগে হনহন প্রেসারটাও বাড়ল
ভেবেছিল ঘুরতে যাবে ঘুমে চোখ কাড়ল।
লাল নীল স্বপ্নে ভাঙ্গে ঘুম রাত্রে
চিনচিন ব্যাথা এক যেন সারা গাত্রে।
তেল মন্ত্রী কোথা গেল রানী মা ডাকছে
কাজের বুয়া রওশন থেকে থেকে হাঁকছে।
তেল মাখে হাতে পায়ে মাথা আর চুলে
ম্যাসেজে রানীমার বুদ্ধিটাও খুলে।
রাতটা পার হলেই শুনবে কাল সকালে
আহা গণতন্ত্র মরে গেল অকালে।
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৪
বাকপ্রবাস বলেছেন: হুম ঠিক তায়
কোথা যাই, কোথা যাই
২| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: গনতন্ত্র খুব দামী জিনিশ।
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০০
বাকপ্রবাস বলেছেন: উন্নত বিশ্ব নিজ দেশের জন্য গণতন্ত্র ধরে রাখে এবং পররাষ্ট্রনীতিতে সেটা আর লালন করেনা। রাষ্ট্রের অভ্যন্তরীন শান্তির জন্য গণতন্ত্রই সেরা
৩| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:০১
সোহানী বলেছেন: চুপ চুপ চুপ!!!!!!!!!!!
২৬ শে জুলাই, ২০১৮ রাত ২:২২
বাকপ্রবাস বলেছেন: অনামিকা চুক, কথা বলেনা
গণতন্ত্র নাই হয়ে যাচ্ছে কেউ জানেনা
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩০
চঞ্চল হরিণী বলেছেন: ব্যাঙ্গাত্মক ছড়া খুব ভালো লিখেছেন। গণতন্ত্রের এই অকাল মরণে, প্রজারা যে কোথায় যাবে শরণে ।