নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো
মুটিয়ে গেছো নেই সেই আগের মতো চার্মিং
তবুও কাঠ পুড়ে কয়লা, থেকে থেকে বার্নিং
নয়তো
রয়ে গেছো ঠিক তেমনি ছিমছাম জিরোতে
রেলিংয়ে হাত, মোড়ে জমে গেছে হিরোতে
এইতো
যাচ্ছে চলে একে এক দিনগুলো কিভাবে
আগুণ কী জ্বালাবে আরো নাকি এবার নিভাবে
সেইতো
দিনগুলো থেকে থেকে ঘুরে এসে জট পাকায়
বাড়ে জট যতো তাকে মুছে ফেলি জোর ঝাকায়।
২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৮
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন ঠ্যঠা মফিজ ভাই
২| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালোই তো লিখছিলেন। থামলেন কেন?
২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৯
বাকপ্রবাস বলেছেন: আরো চালাবো? বড় লেখা বোরিং বয়ে আনবে ভেবে বাড়ালামনা, ধন্যবাদ রইল সম্রাট সাহেব
৩| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৮
ভ্রমরের ডানা বলেছেন:
ঝাক্কাস....
২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৩
বাকপ্রবাস বলেছেন: ভ্রমরের ডানাতে
যদি পারি মানাতে
উড়ে যাবো সাথে তার
ফুলের সাথে
দিনে রাতে
কথা ছিল অবলার
৪| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
কি কথা আমার সনে...
২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩
বাকপ্রবাস বলেছেন: কী জাদু করেছ ফুলের পরসে
মধু সে ঢেলে দেয় মনের হরসে
আমারও মন চায় জানতে
ফুলকে মনের কাছে টানতে
৫| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৮
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৩
বাকপ্রবাস বলেছেন: জিপিএ মার্ক কতো দিলেন হা হা হা
৬| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:২২
ভ্রমরের ডানা বলেছেন:
আহ! মন্তব্যে একি সুধা...
মিটে গেল সব মনের ক্ষুধা...
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৫
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল লেখাটা ।