নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যত নামি নিচুতে নাই তল কিছুতে
অতলে তল খুঁজে মরছি
উপরে তাকালে দৃষ্টিটা হাঁকালে
শূণ্যতার ধাঁধাতেই পড়ছি।
কোনদিকে পাব ঠাঁই বামে নাকি ডানে যাই
আছে নাকি দিক আরো খুঁজতেই
ভাল এবং মন্দে লেগে থাকে দ্বন্দে
সময় আর অসময় বুঝতেই।
বুঝিনাতো কিছুতে উপরে না নিচুতে
কোথায় সব স্থান, কাল, পাত্র
ধরা কী দেবে আর জীবনটা হলে পার
আজীবন থেকে যাওয়া ছাত্র।
২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৫
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেনা জয়নুলের কাক
২| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৫
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল রাজীব নুর ভাই
৩| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪৯
চঞ্চল হরিণী বলেছেন: শূন্যতার অনুভব কষ্টের। কিন্তু খুব সুন্দর ছন্দে লিখেছেন। 'ধরা কি দেবে আর জীবনটা হলে পার / আজীবন থেকে যাওয়া ছাত্র ' আমারও এমন ভয় হয়।
২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৫
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন চঞ্চল হরিণী
৪| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: অনেক দিন পর বাকপ্রকাশ। সুন্দর কবিতা।+
২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৬
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেনা সেলিম আনোয়ার ভাই, দুই বছর এর মতো ছিলামনটা ব্লগে
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৪
জয়নুলের কাক বলেছেন: বাহ্! বাহ্!