| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কচিকচি পাতাগুলো শিশির মাখা রোদে
মেখেমেখে শরীর জুড়ে কোমল কোমল মনে
ফুলের সাথে পাখীর সাথে নিঝুম নিবিড় বনে
বেড়েছে অর্বাচীন লতা লাজুক আঁখি মোদে।
থেকেথেকে মনের বাকে জাগে প্রেম বোধে
সূর্যের ডাকে সাড়া দিয়ে আকাশ ভালবেসে
জোৎস্না রাতে দোলেদোলে উষ্ণ হাসি হেসে
তখনো ভাবেনি জীবন তল পাবেনা শোধে।
লেগেছে ক্ষরা, দাবানল ঘুরে গেছে হাওয়া
পুড়েপুড়ে ছায় বন আর মন কেবলি হাহাকার
লেগে আছে শরীর জুড়ে উষ্ণ পরশ ঘ্রাণ
আসেনাকো ঘুরে অতীত তবু ফিরে চাওয়া
আসি বলে চলে যাওয়া অপেক্ষা লাগাতার
মৃত বৃক্ষে জল দিই তবু যদি বা আসে প্রাণ।
 
৩০ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:১৯
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন প্রিয়
২| 
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:৪৬
আকিব হাসান জাভেদ বলেছেন: অপেক্ষা সাড়া না পেলে মনের বিরহ বাড়তে থাকে । তখন জীবিত প্রাণ মৃত মনে হয়। সুন্দর কবিতা।
 
৩০ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:১৯
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন আকিব হাসান জাভেদ ভাই
৩| 
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:৫৩
জগতারন বলেছেন: 
অসাধারন কবিতা !
খুউব ভালো লাগিল।
কবির প্রতি সুভেচ্ছা ও অভিন্দন জ্ঞাপন করি।
 
৩০ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২০
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন জগতারন প্রিয়
৪| 
৩০ শে জুলাই, ২০১৮  বিকাল ৩:৪৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
 
৩০ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২০
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন প্রিয় রাজীব নুর ভাই
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৪১
মো: নিজাম গাজী বলেছেন: দারুণ লেখনি প্রিয় কবি। শুভ কামনা শতত।