নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

জাবালে নূর

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৯



গরু চিনে, ছাগল চিনে মানুষ চেনা বাকি
মন্ত্রী বলেন মানুষ চেনা ভীষণ কষ্ট নাকি।

চিনবে তাও দুদিন বাদে মারতে মারতে চিনুক
অল্পস্বল্প ঘুষের টাকায় ড্রাইভিং লাইসেন্স কিনুক।

মরছেতো রোজ পিষছে চাকায় মন্ত্রী হেসেই খুন
কোন কথায় কান সয়না এটাই মন্ত্রীর গুণ।

জাবালে নূর, জাবালে নূর যায়না বোঝা মতি
রাস্তা ছেড়ে যাচ্ছো কোথায় কমাও একটু গতি।

কমলনা আর গতি তার মানুষ মারার কল
নাইরে বিচার, নাইরে আচার মন্ত্রী জোগায় বল।

হিসেব করে দেখিয়ে দিলেন মরার হারটা কম
জাবালে নূর চাকার তলায় পিষছে যে হরদম।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: Click This Link

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২০

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ

২| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৯

ফেনা বলেছেন: অসধারণ হয়েছে। বাস্তবতার সুন্দর উপস্থাপন।

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২০

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন প্রিয় ফেনা

৩| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: শাহজাহান খানের নিষ্ঠুর হাসি দেখে একজন বললেন- "এমন মন্ত্রী কি দেশ বা জনগণের জন্য খুব জরুরী?"

উনি জানেন না, মন্ত্রী দেশ বা জনগণের প্রয়োজনে হয় না, মন্ত্রী নিয়োগ দেন প্রধানমন্ত্রী, ওনার প্রয়োজন ।

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২১

বাকপ্রবাস বলেছেন: রাজনীতিটা খুবই নোংরা হয়ে গেল, উন্নতির লক্ষণও দেখা যাচ্ছেনা, ধন্যবাদ জানবেন রাজীব নুর ভাই

৪| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ছন্দে ছন্দে নিঠুর বাস্তবতা। :)

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ রইল সেলিম আনোয়ার ভাই

৫| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫

স্রাঞ্জি সে বলেছেন: বাস্তবিক কবিতা।

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন স্রাঞ্জি সে

৬| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯

ঢাবিয়ান বলেছেন: অশিক্ষিত, দরিদ্র বাস ড্রাইভারের কাছ থেকে আমি সভ্যতা, মানবতা আশা করি না। কারন সেই শিক্ষাই তারা পায়নি।আমাদের আসল জায়গায় আঘাত হানতে হবে। নাইলে সামনে কঠিন দিন অপেক্ষা করছে।

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

বাকপ্রবাস বলেছেন: আশা করতেই হবে, তারা মানুষ, অন্য কিছুনা, তাদেরকে লাগামছাড়া করে উসকে দিয়ে ভোট আদায় করলে হবেনা, রিকশাওয়ালোতে গায়ের উপর রিকশা তুলে দেয়না, তারা কেন গাড়ী নিয়ে প্রতিযোগিতায় নামবে, গরু ছাগল চিনলে কেন লাইসেন্স দিতে হবে!!!

৭| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:



উনি মানুষের পর্যায়ে পড়েন না! এমন হাসি একজন দ্বায়িত্বশীল মানুষের মুখে মানায় না।

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

বাকপ্রবাস বলেছেন: দায়বদ্ধতা তো নেইই তার উপর হারিয়েছে মনুষ্যত্বতা

৮| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৯

সাইন বোর্ড বলেছেন: ছন্দের তালে বাস্তবের প্রকাশ, সুন্দর !

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৬

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন সাইন বোর্ড

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.