নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাতের কাছে মনের কাছে ছিলে তুমি যখন
দাওনি ধরা সকাল দুপুর সন্ধ্যা কিংবা রাতে
অন্ধ ছিলাম হয়নি দেখা নিবিড় তোমার সাথে
চোখ ছিলনা মন ছিলনা বোধ ছিলনা তখন।
তোমার ছোঁয়া তোমার পরশ হয়নি রাখা যতন
তুচ্ছ ভেবে ছিলাম দূরে অবজ্ঞারই ভেলা
কী অপরূপ ছিলে তুমি কিযে অবহেলা
তিলেতিলে খাচ্ছি গিলে বিষ পেয়ালা এখন।
সব হারিয়ে আকাশ দেখি আটকে পড়া জালে
জন হারিয়ে মন হারিয়ে সোনার হরিণ ছুটে
দূর প্রবাসে ভাবছি বসে ভাবনার নেই শেষ
কী আপরূপ ছিলে তুমি ষড়ঋতুর কালে
স্বপ্ন দেখি কবে আবার তোমার ধুলো জুটে
ফিরব কবে তোমার বুকে পরানের বাংলাদেশ।
৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন করুণাধারা
২| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫
সামিয়া আক্তার শেহা বলেছেন: চমৎকার কবিতা
৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল কিন্তু
৩| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৯
সামিয়া আক্তার শেহা বলেছেন: আমার প্রথম মন্তব্য আপনার পোষ্টে।
৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৮
বাকপ্রবাস বলেছেন: আপনার পাহাড়ে মন্তব্য করে আসলাম।
৪| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০১
মোঃ শাওন কীপা বলেছেন: কবিতা খুব ভাল লেগেছে!
৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন
৫| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: লাইক ও +++ দিলাম।
৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৮
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন মোঃ মাইদুল সরকার ভাই
৬| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৮
সারমিন আক্তার শেহা বলেছেন: কবিতা ভাল লেগেছ।
৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫২
বাকপ্রবাস বলেছেন: ব্লগে স্বাগতম আপনাকে, দীর্ঘায়ু ও সুন্দর হোক ব্লগ জীবন
৭| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২২
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন রাজীব নুর ভাই
৮| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় প্রেম আছে যার পুরোটা দেশমাতৃকা ঘিরে! ভাল লাগবেই!
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৩:১১
বাকপ্রবাস বলেছেন: প্রবাস থাকি বলে দেশ এর জন্য টানটাও বেশী, ধন্যবাদ আপনাকে কবিতার সুরটা ধরার জন্য
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২২
করুণাধারা বলেছেন: অন্ত্যমিল দিয়ে লেখা চমৎকার কবিতা। ভালো লাগলো।