| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
এতটা ছাড় দেবে কেন
মূল্য জীবন তুচ্ছ করে
বিনে দামে কে দিতে চায়
বাজার যখন উচ্চ দরে।
এতটা ভার নেবে কেন
পায়ের নিচে তল ছাড়া
কার এবং কিসের দায়
ভাসবে জীবন বলগা হারা।
এতটা জালে জড়াবে কেন
শেকলে কে জড়াতে চায়
খাচার দুয়ার রইল খোলা
মুক্ত পাখি উড়ে যায়।
 
০২ রা আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫১
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ ভাইযান
২| 
০২ রা আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পড়লুম। কিন্তু বুঝিনি..
 
০২ রা আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫১
বাকপ্রবাস বলেছেন: কবিতা আমিও কম বুঝি তবে এটাতো বুঝার কথা, খুবই সহজ সরল লেখা, অনেকটা পদ্য।
৩| 
০২ রা আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ছন্দ মিলেছে।
ভেতরের বিষয়বস্তু বুঝিনি..![]()
 
০২ রা আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:১২
বাকপ্রবাস বলেছেন: 
  
  
  কান্দন ছাড়া উপায় নাই/কেমনে বুঝায় 
  
  ![]()
৪| 
০৩ রা আগস্ট, ২০১৮  ভোর ৫:২৭
সোহানী বলেছেন: কি নিয়ে বা কেন বলছেন ঠিক বুঝতে পারিনি.............
 
০৩ রা আগস্ট, ২০১৮  বিকাল ৪:২৫
বাকপ্রবাস বলেছেন: ধরে নেয়া যাক কোন এক বিচ্ছেদের গল্প। দু'জনের দুই পথ গেছে বেকে। একজন জানেনা অন্য জনের ঠিকানা। কোন একজনের আক্ষেপ আছে, হতাশা আছে, না পাওয়ার বেদনা আছে আর আছে নিজের অযোগ্যতার হাপিত্যেশ। তায় নিজের আর্থিক অযোগ্যতাকে নিজেই ঠাট্টা করছে, তুমি কেন মেনে নেবে আমার অার্থিক দ্বৈনতার ভার, তুমি কেন অভাবকে মেনে নেবে, তুমি কেন দারিদ্রতাকে ভালবেসে তোমার মূল্যবাদ জীবনটাকে নিঃশেষ করে দেব। তোমাকেতে অনেকেয় চায় যারা অর্থ বিত্তের কোন ঘাটতি নেই, আমারতো সেই যোগ্যতা সেটা আমার দূর্বলতা, সেই দূর্বলতার ভাগ কেন তুমি নেবে, তায় প্রেমের খাঁটা খুলে দেয়া। পাখী উড়ে যাও তোমার প্রাপ্য গন্তব্যে। 
জানিনা বোঝাতে পেরেছি কিনা।
ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।