নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ফিরে এসো

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৫


কোমলমতি খোকা ও খুকিরা ফিরে এসো। কেন ফিরে আসবে সেটা ব্যাখ্যা করছি।

ক. স্বাধীনতা যুদ্ধে আমরা গেরিলা যুদ্ধ করেছি। কেন? কারন আমাদের কাছে পর্যা্প্ত পরিমাণ অস্ত্র ও প্রশিক্ষণ ছিলনা, তায় ঝটিকা আক্রমণ করে যুদ্ধ করেছি। তোমরা তায় ফিরে আসবে কারন, তোমাদের এই যুদ্ধ দীর্ঘ মেয়াদে চালানোর কোন সরঞ্জাম নেই তোমাদের কাছে, যদি থাকতো তাহলে আরেকটা যুদ্ধ অবশ্যম্ভাবি ছিল।

খ. তোমরা গোটা জাতিকে নাড়া দিয়েছো, তোমরা জাতিকে এবং বড়দের দেখিয়ে দিয়েছ তাদের অনেক কিছু করার ছিল এবং আছে কিন্তু তারা সেটা করতে পারছেনা বা করছেনা, সেখানে ধাক্কা লেগেছে। এবার তাদের প্রতিক্রিয়া দেখার জন্য সময় দেবার প্রয়োজন আছে।

গ. তোমরা একটা ফ্যাসিষ্ট এর দিকে ধাবমান রাষ্ট্রকে ধাক্কা দিয়েছ, শাসক শ্রেণীও নড়েচড়ে বসেছে। তাদের কাছে এই বার্তা পৌঁছে গেছে যে ছাত্র সমাজকে ঘুমপাড়ানি উন্নয়নের অষুধ দিয়ে ঘুমিয়ে রাখা যাবেনা। শাসক শ্রেণী কাজে করে না দেখালেও তোমাদের বার্তাগুলোকে মৌখিক স্বীকৃতি দিয়েছে। এবার তাদের সময় দাও, বলটা তাদের কাছে থাকতেই ফিরে এসো। তারা কমিটম্যান্ট রাখে কিনা সেটা দেখ। না রাখলেও সবার কাছে তাদের চেহারা উন্মোক্ত হবে, তারা কথা দিয়ে কথা রাখেনা, সেটা পরবর্তী আন্দোলনের পথকে স্বাগতম জানানো হবে।

ঙ. শাষক, ও শোষণ শ্রেণীর মাথা নত হয়ে গেছে, তার লজ্বায় আছে তায় তাদের সেই অবস্থানে রেখে ঘরে ফিরে আসতে হবে। এর চাইতে বেশী চাপ প্রয়োগ হলে তারা নির্লজ্ব হয়ে পড়বে এবং উল্টো আক্রমণ করে বসবে, দেয়ালে পিঠি ঠেকে গেলে তারা খুব জঘন্য হয়ে যাবে এবং সেই আক্রমণ ঠেকানো কঠিন হবে তায় রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানোর জন্য ফিরে আসতে হবে।

চ. প্রশ্ন আসতে পারে অন্যায় এর কাছে কী মাথা নত হবে? না হবেনা। এটাই যুদ্ধের নিয়ম। যুদ্ধের মাঝেও বিরতি রাখা হয়, একটু জিরিয়ে আবার লড়াই হবে। তাই তোমাদের এখন বিশ্রাম নিতে হবে। পরবর্তী আন্দোলনে তোমাদের আজকের অবদান প্রেরণা হয়ে থাকবে।

ছ. লাগাতার আন্দোলন হলে শোষক শ্রেণী সময় পেয়ে যাবে তাদের প্রস্তুতির। তাদের সেই সময়টা দেয়া উচিত নয়। সেটা কিভাবে? সেটা হল তোমাদের উচিত হবে কিছুদিন পরপর রাস্তায় নেমে আসা, এক একটা ইস্যু নিয়ে, আমাদের অনিয়ম আর দূর্নীতির মাত্রা এতোটাই বেড়েছে যে আরো অনেক কিছু নিয়ে আন্দোলন করতে হবে। তাই পরবর্তীতেও আবার নামতে হবে, সেটাও দু'চারদিন চলতে থাকবে, শোষক শ্রেণী প্রস্তুতি নিতে নিতে আবার তোমরা ঘরে ফিরে আসবে, এটা ঠিক গেরিলা যুদ্ধের মতো।

জ. প্রশ্ন হলো এভাবে কতদিন চলবে? ততদিন চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত পূর্ণ শক্তি অর্জন হয়। এভাবে অন্যায় অনিয়ম নির্যাতন বাড়তে থাকলে সকল শ্রেণী রাস্তায় নেমে পড়বে তখন চুড়ান্ত আন্দোল হবে।

ঝ. তোমাদের খেয়াল রাখতে হবে তোমাদের অর্জন যেন অন্য কোন সুবিধাবাদী পক্ষ চুরী না করে, মিসগাইড হবার আগেই ফিরে আসতে হবে, ইতিমধ্যে কিছু নোংরা ভাষার পোষ্টার দেখা যাচ্ছে, হয়তো সেগুলো এডিট করা হতে পারে, তায় এগুলোর জবাব দিতে হবে, কোন নোংরা পরিবেশ যাতে তোমাদের সাথে না জড়ায়।

ঞ. অবশেষে বলা যায়, ফিরে এসো। এবার রাষ্ট্রকে সুযোগ দাও। তাদের প্রতিকৃয়া দেখার সময় এবার। তারা কী বার্তা পেল এবং তার প্রতিক্রিয়া দেখার সময় এবার।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


দেশে প্রতিবাদ হচ্ছে, নাকি বিপ্লব হচ্ছে?

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

বাকপ্রবাস বলেছেন: বিপ্লবের গোড়াপত্তন হচ্ছে। এসব খন্ড খন্ড প্রতিবাদ বিপ্লবকে স্বাগতম জানাবে

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। এবার ঘরে ফেরাটাই ভালো হবে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

বাকপ্রবাস বলেছেন: কারণ এই সরকার কোন কিছু কেয়ার করেনা, তাদের উপর অত্যাচার লেলিয়ে দিলে জান মালের ক্ষয় ক্ষতি হবে।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

শ্বেত ছায়া বলেছেন: ঝিগা তলায় প্রচুর গ্যাঞ্জাম হয়েছে। আমার নিজের চোখের দেখা। সবাই হ্যালমেট পরে ছাত্র ছাত্রীদের ওপর আক্রমণ চালাচ্ছে। একটি ছেলের চোখ তুলে ফেলেছে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:০৬

বাকপ্রবাস বলেছেন: কোটা আন্দোলনের মতোই কঠোর এর দিকে যাবে। তাই পরিস্থিতি খারাপ হবার আগেই ফিরে আসতে হবে।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

ভাল বলেছেন। কারণ অলরেডি তারা অসহিষ্ণুতার চূড়ান্ত দেখাতে শুরু করেছে!
ঝিগাতলা , মিরপুর সহ আরো আরো এলাকায়

ছাত্রদের কেন্দ্রীয় কোন নেতৃত্ব নেই মনে হয়। তাদের সাথে সরকারেও উচিত আলোচনায় বসে আশ্বস্ত করা।
ছাত্রদেরও উচিত সময় দেয়া। আপনার যুক্তিগুলো ভাবনার মতোই।

যারা আক্রমন করেছে তাদেরও চিহ্নিত করে শাস্তি দেয়া উচিত।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:০৭

বাকপ্রবাস বলেছেন: সরকার তো চিহ্নিত করবেইনা উল্টো যাদের উপর হামলা করেছে তাদেরকে এবং তাদের পরিবারকে হেনস্তা করবে, খুব বেশী অতীতে যেতে হবেনা, কোটা আন্দোলন তার স্বাক্ষী। তায় ফিরে আসতে হবে।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:২৪

আপেক্ষিক মানুষ বলেছেন:

এগুলো নিশ্চয়ই ছাত্রলীগের কেউ না :P :P

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

বাকপ্রবাস বলেছেন: হায়েনা লীগ শাখা সময়ের দাবী

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

বংশী নদীর পাড়ে বলেছেন: ভালো পরামর্শ। তোমরা এবার ক্লাসে ফিরে যাও। সরকারকে সময় দাও। কি করে তা দেখো। তোমরা দেখিয়ে দিয়ে আঙ্গুল তুলে। বিশ্ব দেখেছে। যারা আইনের লোক তারাই আইনকে ভঙ্গ করছে, মন্ত্রী, ম্যাজিস্টার, পুলিশ এবং ভিআইপিদের গাড়ির চালকদের কাছে আপডেটেড কাগজপত্র থাকে না এটা তোমরা দেখিয়ে দিয়েছো বিশ্বকে। সবাই দেখেছে। তোমরা যে শিক্ষা যে বার্তা দিয়েছো তা পৌছে গেছে উর্ধ্বতন পর্যায়ে, তোমরা সময় দাও, দেখো কি হয়। সুতরাং তোমরা রাস্তা ছেড়ে ঘরে ফিরো, অপেক্ষা করো। তোমরাই পারবে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩

বাকপ্রবাস বলেছেন: এই আন্দোলন থেকে অনেক কিছু শিখার আছে এবং অনেক নতুন কিছু উঠে এসেছে যেটা আগে আমরা জানতামনা, খুবই ফলপ্রসু একটা আন্দোলন। ভয় কেবল জানের, ওদের হিংস্রতা কেমন আমরা সবাই জানি, তায় সেটাকে এড়িয়ে চলার জন্য ঘরে ফেরা জরুরী।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:২৫

ঢাবিয়ান বলেছেন: বড় ভাল লাগল পোস্টটা পড়ে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

বাকপ্রবাস বলেছেন: ভয়াবহ অবস্থায় যাবার আগে ফিরে আসতে হবে, ইতিমধ্যে রেপ হবার খবরও শোনা যাচ্ছে।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:০৮

দোদূল্যমান বলেছেন: রেইপের খবরটি সঠিক নয়।
http://www.rtnn.net/bangla/newsdetail/detail/1/3/199724

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:১১

বাকপ্রবাস বলেছেন: হুম না জেনে না বুঝে এসব প্রচার করা উচিত হবেনা, এটা যদি সত্য না হয়ে থাকে যারা মিথ্যা বলে ভিডিও আপলোড করেছে তাদের আইনের আওতায় আনা প্রয়োজন, সরকার অবশ্য ছাড় দিবেনা যদি মিথ্যা তথ্য হয়।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:২৫

জগতারন বলেছেন: ভালো পরামর্শ। তোমরা এবার ক্লাসে ফিরে যাও। সরকারকে সময় দাও। কি করে তা দেখো। তোমরা দেখিয়ে দিয়ে আঙ্গুল তুলে। বিশ্ব দেখেছে। যারা আইনের লোক তারাই আইনকে ভঙ্গ করছে, মন্ত্রী, ম্যাজিস্টার, পুলিশ এবং ভিআইপিদের গাড়ির চালকদের কাছে আপডেটেড কাগজপত্র থাকে না এটা তোমরা দেখিয়ে দিয়েছো বিশ্বকে। সবাই দেখেছে। তোমরা যে শিক্ষা যে বার্তা দিয়েছো তা পৌছে গেছে উর্ধ্বতন পর্যায়ে, তোমরা সময় দাও, দেখো কি হয়। সুতরাং তোমরা রাস্তা ছেড়ে ঘরে ফিরো, অপেক্ষা করো। তোমরাই পারবে

- সহমত !

শাজাহান খান এখন দুর্গন্ধময় ডাইপার (diapers) ছাড়া আর কিছুই না।
এই কু**র বাচ্ছা শুধুই দুর্গন্ধ আর দুর্গন্ধ।
এই হারামী কে সরানো এখন সময়ের ব্যাপার মাত্র।
শেখ হাছিনা যদি মনে করেন; শাজাহান খাঁনের শ্রমিক বাহিনী
তার ভোটের বাক্স ভরে দেবে;
তা শুধুই অলিক ও স্বপ্ন।

আচমত খাঁ মোক্তারের ছাওয়াল
দানব শাজাহান খাঁ এবার লও ঠেলা।
ধমক আর অপমান কত প্রকার ও কি কি ?

খালুর বসত বাড়ী জবর দখল করেছো !
খালাতো ভাই বোনেরা আজ বাস্তুহারা !!
১৯৭৯ সালে তরুন মেধাবী ছাত্র নেতা
হেলালুল ইসলাম (রাংগু)-কে
সর্বহারার গুন্ডা দিয়া গুলি করে মেরে
পথের কাঁটা সরাইয়ে নেতা হয়েছিলে !!!

খালুর দখল করা বাড়ীর সামনে নিজের এক দৈত্তাকৃতি
ছবি টাংগাইয়াছে এই শাজাহান খাঁন
যেন বলতে চান;
"অত্র এলাকায় আমিই বড় দানম,
আমার সামনে আসবিতো এক্কেবারে চাঁবাইয়া খামু"


ওর বাপে মোক্তারি করতো মাদারীপুর কোর্টে।
ওর মা'র মাথায় ছিল 'সিট'।
ওর বাবার মক্কেল-এর সাথে মতের অমিল হইলেই
ওর মা মাছ কোটার ছুড়ি নিয়া সেই মক্কেলকে ধাওয়া করতো।
ওর বাবার নুন আনতে পানতা ফুরাতো।

এখন এই কু**র বাচ্ছার হাজার কুটী টাকা সুইস ব্যাঙ্কে জমা।
এ সব টাকাই বাংলাদেশ ও বাংলাদেশের জনগনের টাকা।

এবার সেই সব স্বেচ্ছাচারির মুখে চপেটাঘাত !!!!

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৪

বাকপ্রবাস বলেছেন: যার ইশারায় ছত্রছায়ায় শাহজাহান খানরা এমন দানব হয়ে উঠৈ আমরা ভয়ে তার নাম উচ্চারণ করিনা, ইনিয়ে বিনিয়ে এড়িয়ে চলি।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
গতকাল থেকেই ব্যাপক গুজব শোনা যাচ্ছিল, আজ কিছু একটা ঘটবে, বা ঘটানো হবে।
এই দুইদিনে নিউমার্কেট, গাউছিয়া সহ সব মার্কেটের স্কুল ইউনিফর্ম (সাদা সার্ট) সব বিক্রি হয়ে গেছে। এমনকি কোন সাদা শার্টের দাম ৩ গুন হয়ে গেছে।

তবে আশার কথা বাংলার মানুষ সবাইতো আর বেকুব না।

৩০০০ টাকার ফোন, ৯টাকার ১ জিবি থাকলে ঘন্টায় ঘন্টায় গুজব বানানো যায়। যে পায় সে কোন যাচাই বাছাই ছাড়াই আরো৫০০ জনকে শেয়ার করে .. ৫০০ আমিন আমিন বলা আবালের মাধ্যমে এরপর আরো ৫ লাখের কাছে পৌছে যায় তারপর সারা দেশে .. সারা বিশ্বে।
সেই মিথ্যা গুজবই প্রতিষ্ঠিত সত্যে পরিনত হয়।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৫

বাকপ্রবাস বলেছেন: আমরা সবই বুুঝি কিন্তু আস্থা রাখব কোথায় সেটারও দারুণ সংকট

১১| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৫

অর্থনীতিবিদ বলেছেন: ছাত্রদের বৃহস্পতিবারই উচিত ছিলো ফিরে আসা। শুক্রবার থেকেই শোনা যাচ্ছিল শনিবার তাদের উপর হামলা হবে। আর হলোও তাই। এখন পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকেই যাবে। তাই ছাত্রদের যদি শুভবুদ্ধি থাকে তবে উচিত হবে আরো ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই ঘরে ফিরে আসা।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৬

বাকপ্রবাস বলেছেন: হুম এখনই সময় সরে আসার, এর পরে আর সামলানো যাবেনা

১২| ০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৫৫

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ভালো বলেছেন ভাই। আসলে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৮

বাকপ্রবাস বলেছেন: ৪৭ বছরের দূর্নীতি আর অনিয়ম একদিনতো ঠিক হবেনা, ছোটরা জাগছে এভাবে জাগতে জাগতে পরিবর্তন হবে, ছাত্ররা ফিরে না আসলে জল ঘোলা হবে, ইতিমধ্যে হতে শুরু করেছে, তাতে সবারই ক্ষতি

১৩| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: থমথমে স্তব্ধতায় আচ্ছন্ন নাগরিক দেয়াল। রাষ্ট্র তুমি ঘুমোও। আমরাই বরং জেগে আছি পাহারায়।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮

বাকপ্রবাস বলেছেন: থমথমে স্তব্ধতায় আচ্ছন্ন নাগরিক দেয়াল
রাষ্ট্র তুমি ঘুমোও
আমরাই বরং জেগে আছি পাহারায়।
হবেনা তোমার ক্ষত
হতে দেবনা নত
ছয় দফা, বায়ান্ন, একাত্তর এর মতো
তোমাকে আগলে রাখব আমরাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.