নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখিরা ফিরে আসুক নীড়ে
পাখায় দিনের ক্লান্তি
বুকে, পালকে রোদের ঘ্রাণ
আরেকটা ভোরের প্রত্যাশা নিয়ে
পাখিরা ফিরে আসুক।
রাতের নিরবতা, জোৎস্নার জোয়ার
মৃদু হাওয়া, রূপসি চাঁদ, ভালবাসার ওমে
কেটে যাক আরেকটি রাত।
ভোরে মেতে উঠুক নতুন গানে
সুরে জেগে উঠুক প্রাণ
ধুয়ে যাক, মুছে যাক, নুইয়ে পড়ুক
যত অনিয়ম, কালো কুৎসিত।
পাখিরা ফিরে আসুক নীড়ে
স্বপ্নটা বুকে নিয়ে আগামীর।
-
উৎসর্গ : নিরাপদ সড়ক চাই এর ক্ষুদে আন্দোলনকারীদের প্রতি
০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৯
বাকপ্রবাস বলেছেন: আপনাকে খুবই ধন্যবাদ প্রিয়
২| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল রাজীব নুর ভাই
৩| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩২
রাকু হাসান বলেছেন: ফিরে অাসছে না ,কাব্য ভাল লাগলো ।
০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮
বাকপ্রবাস বলেছেন: বড়রা যোগ হলে এগিয়ে চলুক, বড়রা না আসলে চলে আসুক
৪| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রইল রাজীব নুর ভাই
ভালো থাকুন।
০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
বাকপ্রবাস বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন কাব্য কবি!
ভাল লাগা রইল
+++