নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
চেয়েছিলাম কোটা কমুক
কমে গেছে সোনা
ফাঁদে পড়ে নুরুদের
বন্ধ পড়াশোনা।
২.
সোনারওতো মন আছে
জিরো ফিগার হবে
বাইশ থেকে আঠারতে
নেমে আসল তবে।
৩.
সোনার দেশ, সোনার দল
সোনার ছেলেপুলে
হাতুড়ি পেলে চায়না কিছুই
পিটায় মন খুলে।
৪.
তোমরা এতো মন্দ কেন
ছি
সোনার মতো ইস্যু দিলাম
পথে নামনি।
৫.
এমন সোনার দেশটি
কোথাও খুঁজে পাবেনাতো তুমি
হরিলুটে আছে তবু
পায়ে পায়ে চুমি।
৬.
ঘরেঘরে চাকরী দেব
দশ টাকার চাল
সোনাটুকু লুটে নিলে
বন্ধ রেখ গাল।
৭.
একটু সোনা কমতেই পারে
এমনকী আর কান্ড
সোনার বদল মিশ্র ধাতু
রাখব পুরে ভান্ড।
৮.
সোনা দেখ
উন্নয়ন দেখনা?
থাপড়াইয়া দাত ফালাইয়া দিমু
লাভলি মেখনা।
০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১২
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ এ.এস বাশার ভাই
প্লাসের বন্যা পেলাম তায়
২| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাকরুদ্ধ (দাড়ি কমা ইমো নাই)
০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই
বাকরুদ্ধের দাড়ি কমা ইমো নাই
৩| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪
ফেনা বলেছেন: দারুন হয়েছে।
ভাল লাগা।
০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৭
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ফেনা ভাই
শুয়ে আছেন নদীর তীরে
ঠান্ডা লেগে যাবে ধীরে
উঠে আসা চায়
৪| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ছড়া গুচ্ছ।
০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৯
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন ভাই
গু্চ্ছ ছড়া তুচ্ছ তবে
লিখেতে হয় চেতনার দায়
৫| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: অসাম ।+
০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২০
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই
অসাম প্লাস কোথায় রাখি?
কৃতজ্ঞতার ভাষা নাই
৬| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৯
রাকু হাসান বলেছেন: সহজপাঠ্য ছড়া
০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২১
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রাকু হাসান ভাই
সহজপাঠ্য ছড়া তবে
সরকার বলে বুঝিনাই
৭| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর ভাব ও প্রকাশ ।
শুভকামনা রইল।
০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২১
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ পদাতিক চৌধুরি ভাই
আপনাকেও
শুভকামনার অন্ত নাই
৮| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: বেশ মজার।
০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই
আপনার কমেন্টগুলো খেয়াল করি
মার্জিত ও গঠনমূলক তায়
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৬
এ.এস বাশার বলেছেন: সাবলিল প্রতিবাদী ভাষা........ ++++