নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
তরকারীতে লবণ কম পানসে
খেতে বসে পাকনা চুল পান সে
খুঁজে পেলে মাকড়ি
ছুড়ে ফেলে চাকরি
বউয়ের কামায় ঠ্যাং তুলে খান সে।
২.
মশা বলে মাছিরে
আয় চল নাচিরে
শূণ্য হাড়ি
ঢোলে বাড়ি
চাচা কিলায় চাচিরে।
৩.
এরশাদের জোয়ালে
রওশনের চোয়ালে
কর চাষ
হবে নাশ
গণতন্ত্র ছোয়ালে।
৪.
লবণের দগ বাড়ে যত বলে কম দে
বউ আর শ্বাশুড়ি লেগে থাকে দ্বন্দে
দিন যায় রাত যায়
শুরু আছে শেষ নাই
সমাজটা পঁচে যায় সিরিয়াল গন্ধে।
৫.
পড়ালেখায় সবার সেরা নাম তার জয়
মা বলে এমন ছেলের তুলনা কি হয়?
অংকের খাতাটা
উল্টিয়ে পাতাটা
তিন থেকে দুই গিয়ে রইল বাকী ছয়।
৬.
রাজনীতিতে রওশন কী করে?
প্রশ্নটা করেছিলাম ভুল করে
তেড়ে আসে এরশাদ
নেই আর সেই স্বাদ
হেচকা টানে বুড়ির চুল ধরে।
৭.
ফুটবল গোল তায় যত মারো লাথি
ঘুরেঘুরে যায় দূরে নেই মাতামাতি
বল ভেবে কিপারে
বুকে টানে নিপারে
কুমড়ার চাপে পড়ে পিপড়ার প্রাণঘাতি।
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫২
বাকপ্রবাস বলেছেন: প্রতিদিন একটা করে পোষ্ট করি, অপিষে কাজের ফাঁকে যা মন চায় লিখি কিন্তু ব্লগে একটার বেশী দিইনা। ফেইসবুকে একাধিকও দিই
২| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৪
বিজন রয় বলেছেন: লিখতে লিখতে আপনার অভ্যাস হয়ে গিয়েছে।
খুব ভাল।
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২০
বাকপ্রবাস বলেছেন: মজার ব্যাপার হল আমার লেখালেখির সূত্রপাত ব্লগে কমেন্ট করতে গিয়ে, ছন্দ মিলিয়ে অন্যের লেখায় কমেন্ট করতাম, পরে দেখি কমেন্টটাই ছড়া হয়ে গেছে, সেই কমেন্ট আবার নিজেই পোষ্ট করতাম ছড়া হিসেবে, সেভাবে সূত্রপাত। লেখার মান ভাল না, তবে প্রচুর লেখি এবং সব মজা করে লেখা।
৩| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন লিরিক হয়েছে।
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২১
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন মোঃ মাইদুল সরকার ভাই
আপনার কাছে অনেক ছাতা
আমারও দু'টো চাই
৪| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৫
এ.এস বাশার বলেছেন: লিমেরিক দারুন লেগেছে........
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৬
বাকপ্রবাস বলেছেন: এক সাগর ধন্যবাদ
যদি আরো চাই
যতো আছে দিয়ে দেব
প্রিয় বাশার ভাই
৫| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৭
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই
ধন্যবাদ অফুরান
ছবি তুলুন রাত দিন
যত চায় মনপ্রাণ
৬| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! বেশ রিদম নিয়ে গাওয়া যাচ্ছেে লিমেরিক।
শুভকামনা জানবেন ।
০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৭
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন পদাতিক চৌধুরি ভাই
৭| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩
শাহারিয়ার ইমন বলেছেন: রম্য কবিতা ,বেশ তো
১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন শাহারিয়ার ইমন ভাই
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫০
বিজন রয় বলেছেন: আপনি এত্তা লেখেন ক্যান??