নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাতুড়ে ডাক্তার পা ভাঙ্গা কাজ তার
হাড়গুড় সব দেয় গুড়িয়ে
ইয়াবা গোটা তিন লিখে দেয় সাত দিন
খেতে হবে সিগারেটে মুড়িয়ে।
ধরে যদি পুলিশে খুলে নেবে খুলি সে
ধড় থেকে তুলে নেবে মাথাটা
উপরের তলাতে মনটা গলাতে
মন্ত্রীর মাথায় ধরে ছাতাটা।
সমাজের অলি গলি চলে সে পায়ে দলি
ভাবটা যেন এক গুন্ডা
মানুষের পিঠে, পায়ে তুলে দেয় এক ঘায়ে
দু'চাকার চলন্ত হুন্ডা।
হাতুড়ে ডাক্তার মা বোন নাই তার
নাম্বার ওয়ান ছিচড়ে নষ্ট
কতো নারী পাড়া ছাড়ি চলে যায় গ্রামের বাড়ী
পেয়ে তার ইভ টিজের কষ্ট।
কোনদিন জনতা এনে দেবে সমতা
হাড়গুড় ভেঙ্গে দেবে ঘুষিতে
ছিলে তার চামড়া যদু, মধু, শামরা
নুন মরিচ মাখাবে খুশিতে।
০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩
বাকপ্রবাস বলেছেন: হাতুড়ে ব্লগার
সামাজের অনাচার
লিখেন তিনি কলমের আগাতে
নেই তার ডর ভয়
কখন কিযে হয়
দুষ্টু লোকেরা যায় ভাগাতে।
২| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫
তারেক ফাহিম বলেছেন: হাতুড়ে পাঠক
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২১
বাকপ্রবাস বলেছেন: হাতুড়ে পাঠকে
খুঁজেফেরে চাতকে
কোথায় রয়ে গেছে খুঁতটা
পেলে তবে মারে ঘা
সারে গামা পা
ঝলমলে হয়ে উঠে মুখটা
৩| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সমাজের বিভিন্ন অসংগতি উঠে আসে আপনার কবিতায়।
++++
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৬
বাকপ্রবাস বলেছেন: সমাজের চিত্র
জীবনেরই মিত্র
উঠে আসে তা যদি লেখাতে
জানুক সক্কলে
নিদারুন ধক্কলে
সব্বাইকে হতে তা দেখাতে
৪| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজার প্যারোডি।
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৭
বাকপ্রবাস বলেছেন: সারাদিন কাজে আর
ব্যস্ততার নাই ছাড়
তবুও কিছুটা যাকনা মজাতে
দু'চার ছড়াতে
পারি যদি পড়াতে
কাজে দেবে আরো দুটো গজাতে
৫| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: অমানুষ না হলে এমন কাজ মানুষ করতে পারে না।
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪১
বাকপ্রবাস বলেছেন: মানুষতো দেখিনা
যদিও মানুষেরই মতো
সংখ্যায় এক নয়
লাখ হয়েছে গত
৬| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২২
রাকু হাসান বলেছেন: ছবি টা যতবার দেখি তত বার মন টা খারাপ হয়ে যায় । একটি মানুষ কত টা অমানুষ হলে এভাবে হামলা করতে পারে ! ওরা কি মানুষ না ।
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪২
বাকপ্রবাস বলেছেন: আরো তার বুক ফাটে গর্বে
না জানি কোন মা
কোন চিজ ধরেছিল গর্ভে
৭| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৮
আরণ্যক রাখাল বলেছেন: অসাধার!!
সুকুমার রায়ের কবিতা পড়ার অনুভূতি হচ্ছে। খুব ভাল লাগল
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯
বাকপ্রবাস বলেছেন: জি, প্যারডি ষ্টাইলে লেখা, ছন্দপুরোটাই সুকুমার
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৮
বিজন রয় বলেছেন: আমি হাতুড়ে ব্লগার!!