নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতে এসে ঠকঠক
দরজায় করে নক
ভয়ে বুক কাঁপছে
তুলে নিয়ে যাচ্ছে।
দৌঁড়ে যাই থানাতেই
খবরটা জানাতেই
যদি বলে দেখছি
পদে পদে ঠেকছি।
এ থানা ও থানা
দিনকানা রাতকানা
আলো তায় খুঁজছি
ভেজা চোখ মুছছি।
দিন যায় রাত যায়
আশা আছে পুরোটায়
আঁধার কেটে যাবে শুনছি
স্বপ্নের দিন তায় বুনছি।
০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৭
বাকপ্রবাস বলেছেন: আশা ছাড়া টেকা যাবেনা, সেটা থাকতে হবে, কালোর মাঝে ওইযে গোলাপ, সেটা আপনার জন্য।
২| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আশায় থাকুন।
০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৪
বাকপ্রবাস বলেছেন: কী আর করা...... ধন্যবাদ রইল কিন্তু
৩| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭
মাহমুদুর রহমান বলেছেন: যে অবস্থা!মনে হচ্ছে আধার অত সহজে কাটবার নয়।
০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৫
বাকপ্রবাস বলেছেন: এখনই আঁদার কাটার সময়, পঁচাগলা আর স্বার্থবাজদের রাজনীতি যেখানে শেষ প্রান্তে সেখানে শিশুরা পথে নেমে গেছে, এখানেই আশার আলো।
৪| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছড়ায় ভয়াবহ বাস্তবতা!
আঁধার রাত কেটে যাক
আসুক সোনালী ভোর!
শান্তি স্বস্তি আর নিরাপত্তার
ডাল-ভাতে নিশ্চিন্তে ঘুমোবার
মন খুলে দুটো কথা কাইবার
এর বেশি চেয়েছে কি কেউ আর???
০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮
বাকপ্রবাস বলেছেন: সুন্দর কমেন্ট এর জন্য ধন্যবাদ ভাই
আধাঁর কেটে যাক আমরা সবাই চাই
৫| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৪
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮
বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন বড়ভাই
৬| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৬
স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু
অপেক্ষার প্রহর গুনতে থাকেন। আলো দেখা পাবেন
০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৯
বাকপ্রবাস বলেছেন: আশার আলো জিইয়ে রাখতে হয়, না হলে জীবন অচল হয়ে যায়। ধন্যবাদ জানবেন প্রিয়
৭| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
করুণাধারা বলেছেন: আঁধার কেটে যাবে শুনছি
স্বপ্নের দিন তায় বলছি বুঝছি।
দীর্ঘশ্বাস ফেললাম।
০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩
বাকপ্রবাস বলেছেন: আঁধার কাটার আশায়
স্বপ্নের ভেলা ভাসায়
৮| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৬
বাকপ্রবাস বলেছেন: ধরে নেবেনা আর আশা তা রাখছি
স্বপ্নটা বুকের মাঝে বাঁধছি
৯| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধরে নেবেনা আর আশা তা রাখছি
স্বপ্নটা বুকের মাঝে বাঁধছি
আহা।
০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯
বাকপ্রবাস বলেছেন:
১০| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
থানার চরকি কেটে তারপর আদালত.... ফের।।।।।
১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৮
বাকপ্রবাস বলেছেন: হ, ঘুরানি খাওয়াইতে মজা
১১| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২১
শাহারিয়ার ইমন বলেছেন: থানায় গিয়ে লাভ নাই ,থানা ত নিরাপত্তা দেয়না
১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৮
বাকপ্রবাস বলেছেন: থানা যদি স্বিকারই না করে আদলতে যামু কেমনে
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৫
বিজন রয় বলেছেন: খুবতো আশা দেখালেন!!