নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধ যারা দেখতে পায়না চোখে
বধির যারা শুনতে পায়না মোটে।
-
অন্ধ আছে এমন কিছু লোকে
চোখ বুজে পরের মাল লুটে
বধির আছে এমন কিছু লোকে
ন্যায্য কথা শুনবেনা সে মোটে।
এভাবেইতো লুট শেয়ার বাজার
এভাবেই ভল্ট হয়ে যায় ফাঁকা
এভাবেইতো রাজ্য চলে রাজার
গুমের ভয়ে চুপটি মেরে থাকা।
উন্নয়নের গল্প শোনায় যারা
টকশোতে সুশীল চদ্মবেশ
ভাগের মালে ভাগ পাচ্ছে তারা
খাচ্ছে এবং হচ্ছে মোটা বেশ।
এসব কথা বলব বল কাকে
শুনতে পেলে খড়গ নেমে আসে
অন্ধ এবং বধির ভালই থাকে
চুপিচুপি মনেমনে হাসে।
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন কাইকর
২| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৩
এ.এস বাশার বলেছেন:
সুন্দর বাস্তব চিত্র তুলে ধরেছেন......সত্যি দেশটার বেহাল অবস্থা.....
কবিতার ভাষাও মার্জিত হয়েছে....
আমি ব্লগে নতুন নিমন্ত্রন করলাম বেড়িয়ে আসার..
1. আত্ম কথন
2. আনমনে পিছু ফেরার টান
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৫
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ বাশার ভাই, আপনি নতুন ব্লগার জানতামনা, আমিও অনেকদিন পরে আসলাম ব্লগে, তাছাড়া কারো সাথে জানাশোনা নেই, নিরবে পড়ি, নিরবে লিখি। আপনার লেখাগুলো পড়ে আসলাম, ভাল লাগল।
৩| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮
বিজন রয় বলেছেন: অনেক বেশি সমসাময়িক।
++++
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৫
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন দাদা
৪| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫০
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাস্তবতার আলোকে বেশ ভালো অন্ত্যমিলের কবিতা। ভালো লেগেছে।
"অন্ধ তারা দেখেও দেখে না কিছুই যারা
বধির যারা শুনেও শুনে না কিছুই তারা"
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৬
বাকপ্রবাস বলেছেন: হুম, ইচ্ছাকৃত তারা অন্ধ আর বধির, তারা দেখবেওনা শুনবেওনা, নিজেরটা পেলে হল। খুবই ধন্যবান জানবেন জুনায়েদ বি রাহমান ভাই
৫| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: এদের উপর গণহারে থাপ্পড় থেরাপি এপ্লাই করতে পারলে ভালো হইতো।
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৮
বাকপ্রবাস বলেছেন: হা হা হা থেরাপি মন্দ নয়, তবে বিড়ালে গলায় ঘন্টা বাঁধবে কে?
৬| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: হতাশাজনক। +
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১২
বাকপ্রবাস বলেছেন: জ্বী বড় ভাই। বর্তমনা হাল হকিকত এমনই। ধন্যবাদ জানবেন।
৭| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৬
বাকপ্রবাস বলেছেন: ক্যামরা হাতে দাঁড়াইয়া আছেন, আমারে একটা ছবি তুইল্লা দেবেন? যে ছবিতে সব সহজ সরল, কোন ভকিঝকি নাই
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৬
কাইকর বলেছেন: বাস্তবতা