নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

অণুগল্পের নামে হাবিজাবি

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৯



অণুগল্প গ্রুপ লিংক Anugolpo

অণুগল্প শব্দটা শুনে মনে মনে প্রশ্ন জেগেছিল কাকে বলে অণুগল্প? প্রথমে ভেবেছিলাম আকারে ছোট হলেই অণুগল্প বোধয়। চেষ্টাও করেছিলাম ছোট আকারে দু'চারটা গল্প লেখার। কিন্তু মনের মাঝে খচখছানি যায়নি। ছোট আকারে গল্প লিখে শিরোনামে অণুগল্প লিখে দিলেই কি সেটা অণুগল্প হচ্ছে!!

পরে ঘাটাঘাটি করে যা বুঝলাম আকারে ছোট হলেই সেটা অণুগল্প নয়। অণুগল্প ভিন্ন জিনিস। আবার লেখার চেষ্টা করলাম। অণুগল্প লিখতে গিয়ে দেখলাম কবিতা হয়ে যাচ্ছে, ওটাকে ঠিক অণুগল্প বলা যাবেনা।

আরো খুঁজতে লাগলাম অণুগল্প কী? হুম। খুঁজতে খুঁজতে যা পেলাম সেটা হল :

১) আকারে ছোট হলেই অণুগল্প বলা যাবেনা

২) অণুগল্প লিখতে গিয়ে অনেকে কবিতা লিখে ফেলেন কিন্তু অণুগল্প ঠিক হয়ে উঠেনা

৩) ছোট গল্প অণুগল্প নয়। ছোট গল্পে একটা ধারাবাহিকতা থাকে, অনেক সময় আগেই বুঝা যায় কোন দিকে যাচ্ছে এবং সেভাবেই শেষ হয়। কিন্তু অণুগল্পের শেষটা বেশীরভাগ সময়ে ধারাবাহিকতা রক্ষা করেনা।

৪) একটা স্বার্থক অণুগল্পে দেখা যায় শেষ লাইনটা দিয়েই গল্পের শুরু। যেখানে লাইনটা শেষ হল সেখানেই পাঠকের চিন্তা শুরু। অনেক সময় পাঠক শুরুতে ধরতে পারেনা অণুগল্পকে, শেষ লাইন পড়া শেষ হলেই সে বুঝতে পারে প্রথম লাইনগুলো যেন।

৫) সাদামাটা ভাবে পড়লে অনেক সময় অণুগল্প বুঝা যায়না বা ধরা দেয়না, সেক্ষেত্রে বেশ কবার পড়তে হয়।

বিশেষ কিছু লিখলামনা আর। কথাগুলো তুললাম একারণে যে, অণুগল্পে আমার বিশেষ আগ্রহ আছে এবং এই ব্লগে কিছু কিছু অণুগল্প পোষ্ট হচ্ছে। সেগুলো কেবল শিরোনাম অণুগল্প। ভেতরে গল্পতো নেইই, কোন একটা স্বাভাবকি ঘটনার বর্ণনা মাত্র। এমনকি গল্পেও ফেলা যাবেনা সেসব। সেই লেখক বা লেখার প্রতি আমার কোন রাগ অনুরাগ বিরাগ কিছুই নেই। আমি শুধু অণুগল্পের স্বার্থে এবং যারা অণুগল্প লিখতে আগ্রহী তারা যেন এসব বর্ণনামুলক লেখাকে অণুগল্প ভেবে নিজেরা লিখতে না বসেন।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬

বিজন রয় বলেছেন: আমি কোন দিন অনুগল্প লিখব না।
অনুগল্প বলে কিছু নেই।

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৩

বাকপ্রবাস বলেছেন: আমার খুব প্রিয়, আমি যদি গল্প লিখব ভাবি প্রথমেই অণুগল্প চেষ্টা করি, কিন্তু পারিনা

২| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৪

এ.এস বাশার বলেছেন: সুন্দর ..... যারা অনুগল্প লেখে কিন্তু অনুগল্প কি বুঝে না,,,, তাদের অনেক কাজে দিবে....

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪২

বাকপ্রবাস বলেছেন: আমি দু:খবোধ থেকে এই পোষ্ট দিয়েছি, যারা অণুগল্পের নামে এসব লিখছেন কমেন্ট করেছিলামও, কিন্তু তারা নিজেদের মতে অনড়, যাই লিখুক প্রবলেমন নেই, কিন্তু অণুগল্প শিরোনাম দিয়ে অণুগল্পকেই কলুষিত করা হচ্ছে আমার দু:খবো সেখানেই

৩| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪১

কাওসার চৌধুরী বলেছেন:



ধন্যবাদ, চমৎকার একটি বিষয় নিয়ে লেখেছেন আপনি; আসলে "অনুগল্প" নিয়ে আপনার মতো আমারও অনেক কৌতুহল আছে; কিছু বিষয়ে জানতে ইচ্ছা করে। আসলে অনুগল্পের নামে যা লেখা হয় তার সবগুলোই কী আসলেই অনুগল্প?

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬

বাকপ্রবাস বলেছেন: না, যা লেখা হয় সবগুলো অণুগল্প নয়, আণুগল্প বিষয়টা সাম্প্রতিক, আগেকার বিখ্যাত লেখকরা অণুগল্প লিখেছেন তবে সেটা অণুগল্প হিসেবে লিখেননি, তারা সেটা ছোট গল্প বা গল্প হিসেবে লিখেছেন, তায় তাদের গল্প গুলোতো কোন একটা প্যারা স্বার্থক অণুগল্প পাওয়া কঠিন কিছু নয়, কিন্তু বর্তমান অণুগল্প বিষয়টা আলাদা হিসেবে চিন্তা করা হচ্ছে, এখন লেখক লেখার আগেই সিদ্ধান্ত নিচ্ছে সে কোনটা লিখবে, অণুগল্প নাকি ছো্ট গল্প।

৪| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪

বিজন রয় বলেছেন: আসলে যে লিখতে পারেনা সে কিছু একটা লিখে অনুগল্প হিসেবে চালিয়ে দিয়ে নিজেকে জাহির করে।

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৭

বাকপ্রবাস বলেছেন: সমস্যা আরো জটিল হচ্ছে যখন নিজের ভুলটা স্বীকার না করে অহংকারী হয়ে উঠে, আমার লেখা আমি লিখব আপনার কী আসে যায় টাইপ। কারো কিছু যায় আসেনা, কিন্তু অণুগল্পের যায় আসে, সেটা কলুসিত হচ্ছে।

৫| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫১

ইব্‌রাহীম আই কে বলেছেন: অনুগল্পের ব্যপারে আরো একটু জানলাম। ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য।

৪ নম্বর পয়েন্টটা নিয়ে আর একটু বললে ভালো হত

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৬

বাকপ্রবাস বলেছেন: অণুগল্পের অন্যেতম একটা ( একমাত্র নয়) বৈশিষ্ট্য হল শেল লাইনটা। পুরো গল্পে এক ধাচের থাকে কিন্তু শেষ লাইনে এসে গণেষ উল্টে যায়, আপনি এতক্ষণ যেটা ভেবে এগুচ্ছিলেন শেষ লাইনে এসে দেখলে ব্যাপারটা পুরো উল্টো বা ঘটনা অন্যখানে। এটাকে টুইস্ট বলে, এই টুইস্ট বা মোচড়ানিটা যত সুন্দর ও নিখুঁত হবে অণুগল্প তত সুন্দর হবে। এখানেই অণুগল্পের মজা। ধরুণ আপনি একটা থাপ্পর খেয়ে ভেবাছেকা খাবার মতো অবস্থা, আপনাকে ডেনে, টেনে নিয়ে এসে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়ার মতো অবস্থা। আমি গতকালই গুগলে সার্চ দিয়ে সচলায়তনের এক ব্লগার এর অণুগল্প পেলাম বেশ কিছু, খুবই ভাল মানের, তার থেকে একটা কপি পেষ্ট করলাম আপনার জন্য, আমি চেষ্টা করি কিন্তু পারিনা, আমার শুধুমাত্র একটা ২টা ভাল অণুগল্প আছে, বাকী কিছু চেষ্টা করেছি কিন্তু হয়ে উঠেনা।
-----
প্রতিবিম্ব
লিখেছেন Sohel Lehos
সচলায়তন ব্লগ থেকে
-------
কি অসাধারণ নীল আকাশ! এর মধ্যেই একগুচ্ছ শুভ্র মেঘ ভেসে আছে। দেখতে অবিকল তিন্নির মতন। মুখের কোণে হাসি ফুটে উঠল সাজ্জাদের। মেঘতো আসলে বহুরুপী। যে যা ভেবে নেবে ঠিক তাই দেখতে হবে মেঘ। তিন্নি যেমন।

আকাশটা আরো এগিয়ে এল। তার ভেতর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল। একটানা বর্ষায় নতুন পানি এসেছে। স্বচ্ছ। টলটলে। সবকিছু পরিষ্কার দেখা যায়। আয়নার মতো।

তিন্নি বলেছিল সে নাকি সাজ্জাদকে আয়নার মতো পড়তে পারে। আসলেই পারে। সাজ্জাদকে মুখ ফুটে কিছু বলতে হত না। তিন্নি বুঝে নিত।

আকাশটা আরেকটু এগিয়ে এল। এত পরিষ্কার ঝকঝকে আকাশ কি কোন কালে দেখেছে সে? সাজ্জাদ মনে করতে পারে না। তিন্নিকে ভালবেসে ফেলার পর আর আকাশ দেখার সুযোগ হয়নি তার। দিনরাত সর্বক্ষণ শুধু একজনকে নিয়ে ভেবে কাটিয়ে দিলে আকাশ দেখার ফুরসত থাকে না।

৬| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: উপরে নীচে দু্টো ফ্যান
তবুও গা ঘামছে ক্যান?

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৪

বাকপ্রবাস বলেছেন: হা হা হা পুকুরে ঝাপ দেন

৭| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

ভ্রমরের ডানা বলেছেন:


গল্প অনেক হল এবার গান শোনেন.....

রসিক যে জন.......

১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

বাকপ্রবাস বলেছেন: অপিষে আছি, তবুও হ্যাডফোন দিয়ে শুনে নিলাম, গানটা শেয়ার করার জন্য ধন্যবাদ

✿রসিক যে জন✿
~~~~~~~~~~~~~~~~~~~~~
কথাঃ গোঁসাই বনমালী (মধ্যযুগের গীতিকবি)
কণ্ঠঃ •*কনক আদিত্য*•
গানের ফেরিওালাঃ ~~~✿~~~*
_____..)/.._____________..)/.._____

রসিক যে জন প্রেম-জোয়ারে
রসের তরী বায়;;
তারা জোয়ার-ভাটার খবর লইয়া
সন্ধানে তরী চালায়~~।।

প্রেমতলা হয় প্রেমের ছানা,
লোভী -পাপী যাইতে মানা,
সাধু ভাইরা বাইয়া যাও~~।।

ও যার নিতাইগঞ্জে দালান ভরা,
সহজ-প্রেমে বোঝাই করা,
ঠেকি শেষে (দ্বার / দায়)~~।।

ও সে হাঁটতে হাঁটতে এই বেলাতে
প্রেমের হাঁটে পৌঁছে (যা/যায়)।।
রসিক যে জন প্রেম-জোয়ারে
রসের তরী বায়...~~~।।

গোঁসাই বনমালী বলে......
মাঝির সনে প্রণয় হইলে
তবে পাওয়া যায় __

তখন মহাজনের ষোলআনা(র),
ঠেকাবি নিকাশের দায় ~~~।।
রসিক যে জন প্রেম-জোয়ারে
রসের তরী বায়...~~~।।

৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৮

সুমন কর বলেছেন: পয়েন্টগুলো খারাপ না। শেয়ার করার জন্য ধন্যবাদ।

লিখতে লিখতে সবাই শিখে যাবে........

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৭

বাকপ্রবাস বলেছেন: আরো অনেক পয়েন্ট যোগ করা যাবে, আমি ইচ্ছে করেই যোগ করিনি, পাঠক এর কমেন্ট এর উপর নির্ভর করে সেগুলো আলাপ এর জন্য রাখা হয়েছিল, পাঠক এর আগ্রহ এর উপর ছেড়ে দিলাম।

৯| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৩

রাকু হাসান বলেছেন:



আপনার জানার আগ্রহের কারণে আমি উপকৃত হলাম ,শেয়ার করার জন্য ,তেমন কিছু জানা ছিল না । ধন্যবাদ ।বাকপ্রবাস ভাইয়া।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০২

বাকপ্রবাস বলেছেন: একটা ব্যাপার শেয়ার করি, আমি তখন অণুগল্প কী সে বুঝার চেষ্টায় আছি, উপরে যে লিংক দেয়া সেই গ্রুপে ইন হলাম, এই গ্রুপটা আমি নিশ্চিত করে বলতে পারি দুই বাংলা মিলে শ্রেষ্ঠ গ্রুপ অণুগল্পের জন্য। ওরা অনেক পরীক্ষা নীরিক্ষা চালিয়ে যাচ্ছে অনবরবত অণুগল্প নিয়ে, কান্ডারী হল বেলাল ভাই নামক কেন্দ্রবিন্দু। যাই হোক আমি ইন হলাম, সেখানে দুই বাংলার অনেক ভাল ভাল লেখকরা লিখছেন, কলকাতার এক লেখক এর গল্পে আমি কমেন্ট করলাম, আমি তখন হেয়ালি টাইপ কমেন্ট করতাম, ওনি সেটা মাইন্ড করলেন, আমাকে ডাইরেক্ট বলে দিলেন, আপনি আমার অণুগল্প পড়বেননা, এড়িয়ে যাবেন।
আমি ভ্যাবছেকা, পরে আমাকে সান্তনা দিয়ে আরো দুই একজন কমেন্ট করেছে কিন্তু লেখককে চটাননি। আমি রাগ করিনি, কারন আমি যেমন যানতে আগ্রহী অণুগল্প কী জিনিস, ওনিও ছিলেন সিরিয়াস লেখক, তায় কিছুর বুঝার জন্য, জানার জন্য আমি সেটা মাথায় রাখিনি। পরে সাহস করে সেখানে দুচারটা অণুগল্প পোষ্টও করেছি, এখন যাওয়া হয়না খুব একটা, কারন সিরিয়াস পড়া পড়লে অন্য মনস্ক হয়ে যাই, অপিষে কাজের প্রবলেম হয়, ভুর করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.