নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
কোকিল ডাকে
পাতার ভাঁজে ভাঁজে
প্রেমিকা থাকে।
২.
ফুলেরা ফোটে
নির্বোধ চেয়ে থাকে
ভ্রমরে লুটে।
৩.
হলদে ফুল
বসন্তে দোল খায়
কানের দুল।
৪.
বসন্ত কাল
কাঁপছে মোবাইল
ঠোঁট ও গাল।
৫.
মুছে হসন্ত
আবার এসো ফিরে
প্রিয় বসন্ত।
বি.দ্র. হাইকু লেখারও কিছু নিয়ম কানুন আছে, ৫+৭+৫ এবং অন্ত্যমিল দিয়ে লেখার চেষ্টা হয়েছে।
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৮
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জাননবেন, সত্যের ছায়া ভাই, আপনার হাসিতে হাইকুরও খুব ভাল লাগল।
২| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হাইকু হবে।
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৮
বাকপ্রবাস বলেছেন:
৩| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মজা পেলাম। সাথে ভালো লাগা তো আছেই।
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৯
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন স্বপ্নবাজ সৌরভ ভাই
৪| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩১
আহমেদ জী এস বলেছেন: বাকপ্রবাস ,
হয়েছে ভালো
বসন্তেও খায় দোল
আঁধারের আলো ।
[ তবে " কুকিল"টাকে " কোকিল" করে দিন । ]
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২১
বাকপ্রবাস বলেছেন: শুরুতেই ভুল করে বসে আছি, ধরিয়ে দেবার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আর আপনার হাইকুর জন্য ++++
৫| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৭
বিথী আক্তার বলেছেন: সুন্দর কবিতা পড়ে মজা পাইলাম।
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২১
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন আপুনি
৬| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! দারুণ।
বাকপ্রবাস
তোমার লিখা পড়ে
মোর প্রয়াস।
৫-৭-৫ তাইনা?
(মাত্রার হিসেব ঠিক রেখে ছন্দঃ মিলানো কঠিন। আমি পারি না। তাই ছন্দের কবিতা থেকে দূরে থাকার চেষ্টা করি।)
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২২
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা আর ভালবাসা জানবেন বড়ভাই
৭| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: তোমার< আপনার পড়ুন। মাত্রায় মিল রাখতে 'তোমার' শব্দটা নিয়েছি।
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৩
বাকপ্রবাস বলেছেন: হা হা হা আপনার হাইকুর জন্য +++++++++++++++
৮| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৩
বিজন রয় বলেছেন: হাইকু লেখা আমার জন্য খুব কঠিন!!
ব্লগার অন্যমনস্ক শরৎ ভাল লেখেন হাইকু।
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৫
বাকপ্রবাস বলেছেন: আপনি চেষ্টা করলে ব্যাপার হবেনা, আপনার কবিতারা খুব সুন্দর হয়।
৯| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কয়েকটাতো ফাটাফাটি হয়েছে।
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৬
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন মোঃ মাইদুল সরকার ভাই অনুপ্রেরণা পেলাম।
১০| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৫
শাহারিয়ার ইমন বলেছেন: এখন তো বসন্তকাল না ? বসন্ত নিয়ে লিখলেন যে
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৯
বাকপ্রবাস বলেছেন: আমি প্রায় দুই বছর ব্লগে ছিলামনা, পাসওয়ার্ড ভুলে যাওয়া আর উদ্ধার করা, ব্যাক্তিগত ঝামেলা ইত্যাদি। আমি যা লিখি সেটা ব্লগে বা ফেইসবুকেই রাখি, নিজের কাছে বাড়তি কোন কপি থাকেনা, এই মধ্যিকার সময়ের নিজের কাছে ভাল লাগা লেখাগুলো সামুতে পোষ্ট করছি, যাতে সংরক্ষণ থাকে তায়, বসন্ত কালেই লেখা এটা, এখন পোষ্ট করলাম।
ধন্যবাদ রইল কিন্তু
১১| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
আহ! কি মিষ্টি মিষ্টি হাইকু! আই লেখতে ন পারি এমন কাইকু......
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৮
বাকপ্রবাস বলেছেন: ফারিবা তুঁই (আপনি)
রুমালে ফুল তুলি
লাগিব সুঁই
১২| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১২
জাহিদ অনিক বলেছেন:
আহা !! আহা !!!
ভ্রমরের মধু খাওয়াতেই যেন ফুলের পূর্ণতা
১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৩
বাকপ্রবাস বলেছেন: হুম ব্যাপারটা সেরকমই, ফুলের মধু নিজের জন্য নয়। ধন্যবাদ জানবেন ভাইযান
১৩| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: জটিল হইছে।
১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ধন্যবাদ ভাইযান
১৪| ১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৫৬
সোহানী বলেছেন: হাইকু আবার কি জিনিস??????????
১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৩
বাকপ্রবাস বলেছেন: এটা জাপানী ফর্মূলা হা হা হা, তিন লাইন এর হয়, অন্ত্যমিল থাকে, প্রথম ও শেষ লাইন ৫অক্ষর আর মাঝের লাইন ৭ অক্ষর। কম শব্দে অর্থপূর্ণ কোন ঘটনা ভ্যাখ্যা করা হয়ে যায়।
ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই দুই নং পড়ে হেসে খুন। মজার হাইকো।