নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

বিড়ম্বনা

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৫


পড়‌তে বস‌লে ঘুম আ‌সে
আ‌রো আ‌সে মশা
ত্রিমুখী এক চাপ আ‌সে
আজব এক দশা।

ঘু‌মের মা‌ঝে প্রী‌তি‌জিনতা
পা‌শে আমার বসা
আপনা থে‌কেই গা‌য়ে প‌ড়ে
খেল এক ঘষা।

মনটা আমার ভিজে গেল
রইলনা আর কষা
মা ডাকল খা‌বি আয়
চিং‌ড়ি দি‌য়ে শসা।

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৬

সুমন কর বলেছেন: হাহাহা..........মজার।

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫০

বাকপ্রবাস বলেছেন: প্রীতিজিনতা ডাকছে আমায়
খোকা বাবু আয়
ঘুমের মাঝে ডাকলে বোকা
কাছে যাওয়া যায়?
-
ধন্যবাদ জানবেন।

২| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১২

তারেক ফাহিম বলেছেন: ;)

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫১

বাকপ্রবাস বলেছেন: সারাদিন সারারাত
বুকে চিন চিন তা
মাথায় ঘুরাপাক
প্রীতি জিন তা।
-
ধন্যবাদ জানবেন

৩| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১২

বিজন রয় বলেছেন: আর হ্যারে নিয়া পড়লেন!

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫২

বাকপ্রবাস বলেছেন: ভেবে ভেবেই দিন গেল
রাত হল পার
সারাক্ষণ ভাবি শুধু
প্রীতিজিনতা কার?
-
ধন্যবাদ জানবেন

৪| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৬

নীলপরি বলেছেন: দারুণ লাগলো । :)
আমি জানতাম চেতন ভগত প্রীতির ফ্যান । সেই তালিকায় আমাদের সামুর লেখকও আছে জেনে ভালো লাগলো ।

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৪

বাকপ্রবাস বলেছেন: ভাল লাগে তায়
ভেবে যায় দিনটা
ও আমার পরানের
প্রীতিজিনতা।
-
ধন্যবাদ জানবেন

৫| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৯

আখেনাটেন বলেছেন: হা হা হা; বেশ মজা করে লিখেছেন।

ভাগ্য ভালো বাপের লাঠির বাড়ি পিঠে পড়ে নি বেলাহাজ স্বপ্ন দেখার কারণে। :P

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৭

বাকপ্রবাস বলেছেন: বড় ভাইয়া প্রথম দিকে ছড়া লিখতেন, এখন সিরিয়াস কবিতা লেখে। বড় ভাইয়ার প্রথম দিককার একটা ছড়ার কথা মনে পড়ে গেল।

বাবার ভাবনা
-
আমায় নিয়ে ভাবনায় যত বাবা
ছেলেটাতো আচ্ছা হাবা
ভবিষ্যতে করবেটাকি কিইবা হবে!
আমি বলি ভাবনা কেন বাবা
আমি তোমার যোগ্য ছেলে
যদি বল গরু হতে আপত্তি নেই কিংবা ছাগল
কথা শুনে ভাবছ বুঝি আস্ত পাগল...........
(বাকিটা ভুলে গেছি)
-
ধন্যবাদ জানবেন

৬| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৬

ভুয়া মফিজ বলেছেন: মজাই মজা। প্রীতি জিনতা আমারও খুব প্রিয়। তবে স্বপ্নে কখনও আসে না। আপনি তো দেখি খুবই লাকি!

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৮

বাকপ্রবাস বলেছেন: স্বন্পেও যদি না আস প্রিয়
টাটা বাইবাই নিও
-
ধন্যবাদ জানবেন

৭| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা।

আপনার ছড়া লেখার হাত অসাধারণ। বিএম বরকত উল্লাহর পর আপনি আরেকজন।

শুভেচ্ছা রইল।

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৭

বাকপ্রবাস বলেছেন: লজ্জায় ফেলে দিলেন ভাই
আমার স্বভার কাব্য করা
কাব্য দিয়ে মনটা গড়া
ঋদ্ধ হলাম এমন কমেন্ট পায়।
-
ধন্যবাদ জানবেন ভাই

৮| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঘুমের মধ্যে যদি আসে প্রীতিজিনতা
তবে তো আর খোকাবাবু নেই মুটেও আর খোকা।

ছড়াটা মজার ছিলো।

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৪

বাকপ্রবাস বলেছেন: খোকাবাবু হচ্ছে বড়
ডাকছে তাকে প্রীতি
মনে মনে খোকাবাবুর
সাত জনমের ভীতি।
-
ধন্যবাদ জানবেন বড়ভাই

৯| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৪

ভাইয়ু বলেছেন: মেয়েটা বুড়ি হয়ে গেছে, নতুন কারো পিছে লাগুন ৷ =p~ শুভকামনা রইলো...

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

বাকপ্রবাস বলেছেন: পাতলেই কী ধরা যায় ফাঁদে
কতো ফাঁদ মরেমরে
পড়ে রইল থরেথরে
বুড়ি হোত তার জন্যই মন কাঁদে।
-
ধন্যবাদ জানবেন ভাইয়ু

১০| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৯

সাগর শরীফ বলেছেন: একটুখানি মজার ডোজ !
ভাল ছিল। আর দুই চার লাইন বাড়ালে আরেকটু মজা পাইতাম।

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৬

বাকপ্রবাস বলেছেন: আর বাড়াতে গেলে খোকা বাবু ইচড়ে পাকা হয়ে যাবে ভেবে বাড়ালামনা হা হা

ধন্যবাদ জানবেন সাগর শরীফ ভাই।

১১| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: ‘‘জীবনে একটা ব্রিজ তৈরি করতে পারলা না মিয়া, করলা কী জীবনে, কও তো?’’

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৭

বাকপ্রবাস বলেছেন: কোন নাটকের ডায়ালগ দিলে মিয়া হা হা হা হা B-)

ধন্যবাদ রাজীব নুর ভাই :D

১২| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৬

রাকু হাসান বলেছেন: মজার ছড়া ছিল =p~

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:২১

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল কিন্তু রাকু হাসান ভাই

১৩| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৯

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:২১

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন আরণ্যক রাখাল ভাই

১৪| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:২৩

ভ্রমরের ডানা বলেছেন:



আহ! প্রীতি জিনতা, শসা ও চিংড়ী ভুনা.....

১৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:২৯

বাকপ্রবাস বলেছেন: হা হা হা
চিংড়ি দিয়ে শষার স্বাদ
প্রীতি কি আর জানে!
জানতো যদি বম্বে ছেড়ে
আসতো আমার টানে।
-
ধন্যবাদর রইল কিন্তু

১৫| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:০৭

জাহিদ অনিক বলেছেন:
ওরে বাবা!
প্রীতি জিনতা সেধে এসে ধাক্কা খেয়ে গেল! আউচ!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৩

বাকপ্রবাস বলেছেন: হা হ হা ধন্যবাদ অনিক ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.