নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
মা আর মাটি
হেলায় হাতছাড়া
সোনার বাটি।
২.
চোখের পাতা
কেঁপেকেঁপে অস্থির
দেনার খাতা।
৩.
ষোল একুশে
স্বপনে ভাসে নারী
শরীর দোষে।
৪.
আযান শুনে
কান্না বাড়ে শিশুর
খিদের গুণে।
৫.
ভুল সিঁদুর
বিষ মাখা বিষ্কুট
মরা ইঁদুর।
বি.দ্র. হাইকুতে ১৭ মাত্রা ব্যবহার হয়, ৫-৭-৫। অন্ত্যমিল কেউকেউ রাখে কেউ আবার রাখেনা। আমার চেষ্টা থাকে অন্ত্যমিল রাখার।
১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯
বাকপ্রবাস বলেছেন: হাসু মামা হাসু মামা
করছ তুমি কী?
এই দেখনা তোমার জন্য
ছড়া বুনেছি।
২| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৮
ভ্রমরের ডানা বলেছেন: চমৎকার!!
১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০২
বাকপ্রবাস বলেছেন: ভ্রমরের ডানাতে যদি পারি মানাতে
উড়ে যাবো দূরে
ঘুরেঘুরে ফুলবনে গুণগুণ আনমনে
গাইব গান সুরে
৩| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩০
স্রাঞ্জি সে বলেছেন: দারুণ।
১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০২
বাকপ্রবাস বলেছেন: স্রাঞ্জি সে
ধন্যবাদ হে
৪| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪২
সাইন বোর্ড বলেছেন: অাপনার হাইকুতে তিন লাইন ঠিক অাছে, কিন্তু কয়েকটিতে এক লাইন ভেংগে দু'লাইন করা হয়েছে । এ ছাড়া ভাবনার গভীরতা ও প্রকাশ ভাল লাগল ।
১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৩
বাকপ্রবাস বলেছেন: দারুণ একটা কাজ করেছেন, আমর মনেও খচখচানি চিল কিন্তু সেটা কোথায় আমিও নিজেও ধরতে পারছিলামনা, আপনি ধরিয়ে দিলেন। কৃতজ্ঞতা জানবেন সাইনবোর্ড।
৫| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪১
বিজন রয় বলেছেন: এতো দেখি ফুটবল খেলা।
৪-৩-৩-১, ৪-২-৪-১, ৫-২-৩-১, হা হা হা ........
ভাল, ভাল।
১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৪
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ফুটবলে সেট করে দিলেন। ধন্যবাদ রইল বিজনদা
৬| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
কবি বিজন রয় বলেছেন: এতো দেখি ফুটবল খেলা।
৪-৩-৩-১, ৪-২-৪-১, ৫-২-৩-১, হা হা হা ........
ভাল, ভাল। উনি দেখছি মনের কথা বলেছেন! চালিয়ে জান হে লেখক! আমরা আপনার গুণমুগ্ধ!!
১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৮
বাকপ্রবাস বলেছেন: হা হা বিজনদা ফুটবলের কথা মনে করিয়ে দিল। আমি একটা পোষ্ট দিতে চেয়েছিলাম প্রমিলা ফুটবল নিযে। আমাদের বোনরা ফুটবলে দারুণ করছে, গতকালও ভারতে সাথে এক শূণ্য গোলে হেরে গেল, খারাপ লেগেছে, পুরো টুর্ণামেন্টে প্রথম গোল খেল ফাইনালে এসে, অথচ বাংলাদেশই ফেভারিট ছিল। গতবার চেম্পিয়ান বাংলাদেশই ছিল। ইউটিউবে তাদের খেলা দেখি, অষ্ট্রেলিয়ার সাথে আরেকবার হেরে গেল ৩-২ গোলে। একজন কম নিয়ে খেলেছে, লাল কার্ড খেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তবুও তাদের সাথে ফাইট করেছে। অনেক কথা বলে ফেললাম, কারন আমাদের বোনরা ফুটবলে ভাল করছে, মাঝের মধ্যে চান্স থাকলে তাদের খেলাগুলো দেখবেন, ভাল লাগবে।
আর আপনার কমেন্ট এর শেষ শব্দটা পেয়ে লজ্বা পাচ্ছি। ভাল থাকবেন খুব করে, আপনাদের মত ব্লগারদের কল্যাণের ব্লগে ফুল ফোটে, আলোকিত করে পাঠক এর মন।
৭| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১
বাকপ্রবাস বলেছেন: এক সাগর ধন্যবাদ রইল ভাইযান
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসম হয়েছে কঅবিতআ ।