নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাখের উপর গরু, বড়ায় করে বলে
বল দেখি কে বড় কেজি দরে হলে?
গরু ছাগল তর্ক জুড়ে কার দাম বেশী
কার মাংস স্বাদে সেরা ফার্ম নাকি দেশী?
মহিষ বলে কালো বলে করনাকো হেলা
জেনে রেখো এলার্জি কম মাংস পাবে মেলা।
দু'টো ভেড়া হাঁটের কোনে কেউ করেনা দর
সে বোঝেনা কেন তাকে ভাবে সবে পর।
মাথা উঁচু করে উট কাটতে থাকে জাবর
ভাবটা এমন সবার সেরা মোঘল সম্রাট বাবর।
দূরে মাঠে খুটির সাথে বাঁধা ছিল পাঠা
বলল বোকা গর্ব কিসের মাথাটাকে খাটা।
এইযে দেখ মোটা তাজা করছে আমায় বেশ
দুদিন বাদেই বলি দেবে এক কোপেই শেষ।
পশু ওরা কোরবানী দেয় আমরা দিই জান
তবুও তারা মানুষ হোক রাখুক খোদার মান।
১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২০
বাকপ্রবাস বলেছেন: বিষয়গুলো চিন্তা করলে কেমন যেন গোলমেলে হয়ে যায় সবকিছু, মানুষের জন্য পুরো জগৎটাই সেক্রিফাইস করছে যেন, অথচ আমরা নিজেরাই নিজেদের কতল করি।
২| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার এবং সুপাঠ্য বটে।
১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২১
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন রূপক বিধৌত সাধু
৩| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২২
রোকনুজ্জামান খান বলেছেন: কোরবানী নিয়ে আমাদের ভাবতে হবে ,, এটা নিয়ে বাহাদুরি আল্লাহ একদমই পছন্দ করে না ।
১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৭
বাকপ্রবাস বলেছেন: এটা জাষ্ট উৎসব হিসেবে উদযাপন হয় ৯৯ ভাগ মানুষের মনে
৪| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল হয়েছে।
২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪০
বাকপ্রবাস বলেছেন: আপনার রান্নার মতো? হা হা হা ধন্যবাদ জানবেন বড়ভাই। আমিও কিছুদিন রান্না নিয়ে ছিলাম, নানান এক্সপ্যেরিম্যান্ট চালাতাম, এখন সময় আর সুযোগ অনুুকুলে নাই তায় খেমতা দিলাম।
৫| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
তারেক_মাহমুদ বলেছেন: বেশ লাগলো কোরবানির ছড়া, কোরবাণীর প্রকৃত উদ্দেশ্যের দিকে আমাদের সকলের খেয়াল রাখা উচিত।
২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪১
বাকপ্রবাস বলেছেন: যাওয়া বড়ই কঠিন, যেভাবেই চলছে সেভাবেই চলবে।
৬| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
রসায়ন বলেছেন: লাস্ট স্টানজা টায় স্যালুট।
২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪১
বাকপ্রবাস বলেছেন: আপনাকেও স্যালুট রসায়ন
৭| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৯
সোহানী বলেছেন: সরি, যেকোন হত্যার আমি বিপক্ষে। সেটা মানুষ হোক বা পশু হোক।
২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৯
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ সোহানী আপু। আপনার কথাটার জবাব শেষ লাইনেই দেয়া আছে অর্ধেক। মানুষ কোরবানী দেয় পশুরা জান দিয়ে কোরবানী হয়।
আর বাকী অর্ধেক এর উত্তর হল, এটা একটা প্রকৃতির জীবন চক্র, নিজে বেঁচে থাকতে হলে অন্যকে হত্যা করতে হবে, কিছুই করার নেই, গরু ছাগল বড় প্রাণী বলে চোখে লাগছে, সেটা যদি হাঁস মুরগীও হয় তাওতো প্রাণ বধ, শাক সব্জি হলেও একই পথ। আমাদের নিস্তার নেই হত্যা করা ছাড়া, বেঁচে থাকতে হলে হত্যার উপরই থাকতে হবে।
কী আজব!! আপনি কোন প্রশ্নই করলেননা আমি কিসের উত্তর দিলাম!!!
আসলে জীবনটাই এমন, আমি কোন উদ্দেশ্য খুঁজে পাইনা।
জীবন আর প্রাণ মানেই খুনোখুনি।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: আমি আজ পর্যন্ত গরু জবাই দেখিনি।
আমাদের গরু জবাই হয়, মাংস কাটা হয় তারপর আমি নিচে নামি।