নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

হাইকু

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯

১.
প্রাণী ও প্রাণ
জীবন চক্র খেলা
সূর্যের দান।
২.
শুভ সকাল
চুম্বন আঁকে বাবা
চাঁদ কপাল।
৩.
নতুন চাল
বুভুক্ষ নিবারন
হেমন্ত কাল
৪.
শুকনো খাল
কুয়াশার চাদর
শীত কাল।
৫.
রাস্তায় জ্যাম
লাগাতার লাল বাতি
অধরা প্রেম।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়বাকপ্রবাসভাই,

বেশ সুন্দর ঋতুচক্র হচ্ছিল, তবে ৫ নং যদি বসন্তকে ধরি তাহলে বর্ষাটা কোথায়। এমনিতে বেশ ভালো লাগলো।

শুভকামনা রইল।

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫২

বাকপ্রবাস বলেছেন: হা হা হা, আরেকদিন লাগাতার বর্ষা লাগিয়ে দেব। খুবই ধন্যবাদ জানবেন পদাতিক চৌধুরি ভাই

২| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৫

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০১

বাকপ্রবাস বলেছেন: এক নদী রইল

৩| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: জীবনে একটা হাইকু লিখতে পারলাম না।

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০২

বাকপ্রবাস বলেছেন: ইদানিং আপনার কমেন্ট উপভোগ করছি, এমন সব কমেন্ট করছেন পোষ্ট এর সাথে কোন মিল নেই, আমি মজা পাচ্ছি যদিও অনেকে বুঝতে পারছেনা ঘটনা কী, এই কমন্টে অবশ্য তেমনটা নয়, আপনি চেষ্টা করলে জাষ্ট দু্ই মিনিট লাগবে একটা হাইকু পয়দা করতে সেটা আমি জানি

৪| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ। অল্পতে অনেক...

*
সাতেরো মাত্রা
বেশ ভালো বর্ণন
ছোট-কবিতা।

*
জ্ঞানের তরী
সামহোয়্যার ব্লগ
সত্যের সঙ্গী।

*
তোমার ছবি
লালন করে বুকে
আমিও কবি।

*
প্রথম প্রেম
অচেনা অনুভূতি
বিভ্রম, হেম। ( Hem এক ধরণের ধ্বনি বা আওয়াজ।)

*
রোদ-দুপুর
ত্যক্ত রিক্ত প্রকৃতি
শ্রান্ত নূপুর।

লিখলাম কয়েকটা। কেমন হলো?! জানাবেন বস।










২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৪

বাকপ্রবাস বলেছেন: খুবই সুন্দর, জাষ্ট ফাটাফাটি ++++++++++++++++++++++++++++++++++++++++++

৫| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


এসব হাইকু ইত্যাদি কি সাহিত্য হিসেবে মানুষের মনে দাগ কাটে?

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১২

বাকপ্রবাস বলেছেন: আমারগুলো দাগ কাটবেনা, তবে সত্যিকারের হাইকুগুলো কাটবে, ছোট্ট কিন্তু অনেক বড় অর্থ হাজির করে বসে।

যে ঘর ছেড়ে
এসেছি, সেথা আজ
চেরী ফুটেছে ।

http://www.somewhereinblog.net/blog/benqt60/28944189

৬| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৬

ভ্রমরের ডানা বলেছেন:




চমৎকার হাইকু! বরাবরের মতন আবারো কাপিয়ে দিলেন! সাব্বাস ভায়া....

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৫

বাকপ্রবাস বলেছেন: পুরো দিনে একটা লেখা দেবার চেষ্টা করি, চব্বিশটা ঘন্টায় ঘুরপাক খায় মাথায় কী লিখব, তারপর যদি কিছু বের হয়ে আসে ভালই লাগে। আপনাদের মতো কমেন্টগুলো সমৃদ্ধ করে মনকে।

ভাল থাকবেন।

৭| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩২

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ ! দারুনতো !

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৩

বাকপ্রবাস বলেছেন: খুুবই ধন্যবাদ জানবেন কথার ফুলঝুরি'পু

৮| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৩

বাকপ্রবাস বলেছেন: শুভেচ্ছা জানবেন সেলেম আনোয়ার ভাই

৯| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৮

ভ্রমরের ডানা বলেছেন:




পোস্ট করেছি: ৮৩৯টি
মন্তব্য করেছি: ২৪৯৫টি
মন্তব্য পেয়েছি: ৩৯০০টি
ব্লগ লিখেছি: ৫ বছর ১০ মাস





আপনি সহব্লগাদের মন্তব্য খুবই কম করেন। পোষ্ট এতো বেশি হবার পরেও আপনার পাঠক মন্তব্য খুবই কম। এটা বাড়াবেন।

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

বাকপ্রবাস বলেছেন: জ্বি ওটা আমিও অনুভব করি, ব্যাপার হল একসময় ব্লগে লিখতাম লেখা জমা রাখার জন্য, আমারটা আমি পোষ্ট করে বরে হয়ে আসতাম।
তারপর মাঝে গ্যাপ দিয়ে দিয়ে দীর্ঘ সময় ছিলামনা
মনযোগ দিয়ে ব্লগ পড়লে অপিষে কাজের ভুল হয় আমার খুব বেশী
অনেক সময় লেখা পড়ি কিন্তু কমেন্ট করা হয়না
এখন চেষ্টা করছি কমেন্ট বাড়াতে।
মনে করিয়ে দেবার জন্য কৃতজ্ঞতা :D

১০| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাইকু খুব ভালো হয়েছে। ৩ ও ৪-এ বিশেষ ভালো লাগা।

ইদ মুবারক।

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

বাকপ্রবাস বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ভাইযান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.