নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

কীর্তন (সনেট)

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২১



দাও আলো আয়ু প্রাণ তৃষ্ণা সিক্ত বৃষ্টি
দমেদমে বেঁচে থাকা তোমারই দান
দু'নয়ন মেলে দেখি জুড়ায় এ প্রাণ
ছড়ায়ে আছে জাহান বিস্ময় অপার ।
মুগ্ধতায় অপলক পুলকিত দৃষ্টি
ঋতু ভেদে বৈচিত্রতা ফুলেরই ঘ্রাণ
এ মধুসুর ব্যঞ্জনা তোমারই ত্রাণ
কৃতঘ্নে দাওগো ভরে অর্ণব ত্রপার।

জীবন ফুরায়ে যাবে হবেনাতো শেষ
তোমারই গুণগানে নিবিষ্ট ভুবন
নিঃশ্বাস ফুরায় তবু থেকে যায় রেশ
আলেয়ার পিছু মিছে ধাবিত যৌবন।
পার যদি ক্ষমা কর অভাগা এ জনে
পাপ নুহ্য মনে নত সম্মুখ আসনে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! ভালো সনেট লিখেছেন।

শুভকামনা রইল।

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৭

বাকপ্রবাস বলেছেন: চেষ্টা করলাম, সনেট কবির মন্তব্য পেলাম ফর্মেটে একটু গোলমাল আছে সেটা ঠিক করে নেব

২| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩০

সনেট কবি বলেছেন: সনেটের সব শর্ত পূরণ হয়নি। দু’দিকেই ৮+৬ থাকতে হয়। তবে সম্ভাবনা ভাল।

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৩

বাকপ্রবাস বলেছেন: আপনার কমেন্ট এর অপেক্ষায় ছিলাম, তাহলে সেটা ঠিক করে নেব, ৮+৬ ফর্মেট।

৩| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফরিদ ভাই এ ব্লগের নামজাদা সনেট কবি। আপনাকে দ্বিতীয় সনেট কবি হিসাবে পেলাম। ৫/৭ বছর আগে আরো কয়েকজন ব্লগার লিখেছিলেন। মাঝখানে অনেকদিন কারো সনেট আমি দেখি নি। এখন ফরিদ ভাইয়ের সাথে আপনার নাম যুক্ত হলো।

ফরিদ ভাইয়ের পয়েন্টটা একটু আলোকপাত করি। ১৪ মাত্রার অক্ষরবৃত্ত ছন্দে ৮ ও ৬ মাত্রার পর্ব বিভাজন হয়। তবে, ফরিদ ভাই অমিত্রাক্ষর ছন্দের সনেট লিখেছেন প্রচুর। মধুসূদনীয় অমিত্রাক্ষর (১৪ মাত্রার) ছন্দেও ৮/৬ মাত্রার পর্ব দেখা যায় (কোথাও সামান্য হেরফের থাকতে পারে)। কিন্তু নিয়ম ভাঙাও একটা বিপ্লবের মতো। সেখানে ৮/৬ পর্ব মানা অত জরুরি মনে করি না। আবৃত্তির জন্য পঙ্‌ক্তি বা পর্ব বিন্যাসের পরিবর্তে যতিচিহ্নই গুরুত্বপূর্ণ। সেই হিসাবে মাত্রার হেরফের হলে কোনো সমস্যা দেখি না।

চালিয়ে যান। ভালো লিখেছেন।

এখানে সনেটের উপর দুই পর্বে লেখা আর্টিকেল পাওয়া যাবে। পড়তে পারেন।

শুভেচ্ছা।

২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮

বাকপ্রবাস বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় বড়ভাই, আমি যেহেতু প্রথম চেষ্টা করছি তায় ফরিদ ভাই ১৪ মাত্রার অক্ষরবৃত্তটাই চুজ করলাম প্রথম দিকে, অন্য ফর্মগুলো পরে চেষ্টা করা যাবে। যেহেতু ফরিদ ভাই আছেন ওনিও টুকটাক সুধরে দিতে পারবেন সেই আশা রাখি।
নিয়ম ভাঙ্গতে হলে আগে নিয়ম জেনে উতরে যেতে হয়, অনেকেই নিয়ম না জেনে ভাঙতে চায় সেটা অপারগতা কিন্তু স্বীকার করেনা, আমি সেই ভুল পথে যাবনা আশা করি, আগে নিয়মটা পোক্ত করে তারপর ভাঙ্গার বিষয়।
ফরিদ ভাই কারেকশান দিয়েছেন আমি সেটাই চেয়েছিলাম এবং সেই অুনপাতে আর ঢেলে সাঁজানোর চেষ্টা করলাম।


দাও আলো আয়ু প্রাণ / তৃষ্ণা সিক্ত বৃষ্টি

দমেদমে বেঁচে থাকা / তোমারই দান

দু'নয়ন মেলে দেখি / জুড়ায় এ প্রাণ

ছড়ায়ে আছে জাহান / বিস্ময় অপার ।

মুগ্ধতায় অপলক / পুলকিত দৃষ্টি

ঋতু ভেদে বৈচিত্রতা / ফুলেরই ঘ্রাণ

এ মধুসুর ব্যঞ্জনা / তোমারই ত্রাণ

কৃতঘ্নে দাওগো ভরে / অর্ণব ত্রপার।

জীবন ফুরায়ে যাবে / হবেনাতো শেষ

তোমারই গুণগানে / নিবিষ্ট ভুবন

নিঃশ্বাস ফুরায় তবু / থেকে যায় রেশ

আলেয়ার পিছু মিছে / ধাবিত যৌবন।

পার যদি ক্ষমা কর / অভাগা এ জনে

পাপ নুহ্য মনে নত / সম্মুখ আসনে।

৪| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৫

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন ভাইযান

৫| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: বাকপ্রবাস ভাই, লেখা হচ্ছে ছুরি চাকু দিয়ে কাটা’র মতো - কাটতে থাকুন, কাটা হবেই, হতেই হবে ।।

২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৫

বাকপ্রবাস বলেছেন: প্রয়োজনে কুড়াল চালাইয়া দিমু, ধন্যবাদ জানবেন ঠাকুর মাহমুদ ভাই

৬| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:


বাহ! অপূর্ব!

২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল কিন্তু

৭| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন:
সনেট কবি বলেছেন: সনেটের সব শর্ত পূরণ হয়নি। দু’দিকেই ৮+৬ থাকতে হয়। তবে সম্ভাবনা ভাল।

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৩
লেখক বলেছেন: আপনার কমেন্ট এর অপেক্ষায় ছিলাম, তাহলে সেটা ঠিক করে নেব, ৮+৬ ফর্মেট।


ধন্যবাদ আপনাদের।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২২

বাকপ্রবাস বলেছেন: জ্বী নুর ভাই, আমি আগেও চেষ্টা করে খেমতা দিয়েছিলাম, এবার চেষ্টা করে সনেট কবির কমেন্ট এর অপেক্ষায় ছিলাম এবং উনি ভুলটা ধরে দিলেন, সেই মোতাবেক কারেকশান ও করে দিয়েছি।

ধন্যবাদ জানবেন ভাইযান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.