| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
১.
পলাশ ফুল
ঝরা পাতায় লেখা
পৃথিবী গোল। 
২.
হলুদ খাম
নীল কালি দোয়াত
বিলুুপ্ত প্রাণ।
৩.
বিরহ জ্বালা
ছবির শেষ পর্ব
গলার মালা।
৪.
লজ্বা ও ডর
কাশ ফুলের ছোঁয়া
বাসর ঘর।
৫.
স্মৃতির খাতা
রোদ, বৃষ্টি, বাদল
সিদ্দিক ছাতা।
 
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৬
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা জানবেন আপু
২| 
২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৩৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: বরাবরের মতো ভালোলাগা জানালাম।
কাগজি চিঠি
চোখে চোখে কথন 
অতীত স্মৃতি।
*
স্মৃতির পাতা
রোদ, বৃষ্টি, বাদল
সহস্র কথা। 
*
প্রথম প্রেম
হৃদয়ে তুমি আজো 
অপূর্ব ফ্রেম। 
*
বর্ষার মেঘ
লোডশেডিং ও বজ্রপাত 
প্রাণে উদ্বেগ।  
*
হঠাৎ বৃষ্টি
প্রিয়তমার বিয়ে
বিস্বাদী দৃষ্টি। 
(আপনার হাইকু পড়লে আমারো লিখতে ইচ্ছে করে। ছোটছোট হাইকু, অনেক কথা, অনেক ভাবনা....) 
 
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৭
বাকপ্রবাস বলেছেন: চাঁদের গায়ে চাঁদ লেগেছে হা হা হা হা আমি সারাদিন ভেবে যেটা পারিনাই আপনি দুই মিনিটেই বানিয়ে দিলেন। একই বিষয় এর উপর সমান্তরাল।
খুব সুন্দর
৩| 
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: 'আমি সারাদিন ভেবে যেটা পারিনাই আপনি দুই মিনিটেই বানিয়ে দিলেন। একই বিষয় এর উপর সমান্তরাল।' -- আপনি ভেবে কাজ এগিয়ে রেখেছেন। আমি তো স্রেফ একটু মালিশ-পালিশ করে বসিয়ে দিয়েছি। 
হা হা...  চাঁদের গায়ে চাঁদ লেগেছে কথাটা দারুণ ছিলো।
 
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:১২
বাকপ্রবাস বলেছেন: হা হা 
৪| 
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৫৮
কথার ফুলঝুরি! বলেছেন: ভালো লাগে আপনার হাইকু ।  ![]()
 
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:১৩
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন কথার ফুলঝুরি
৫| 
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ হাইকু। ভালো লাগলো। 
শুভেচ্ছা নিয়েন।
 
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:১৪
বাকপ্রবাস বলেছেন: 
৬| 
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:০২
জাহিদ অনিক বলেছেন: 
বাহ ! হাইকু 
৪ নং  ![]()
 
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:১৫
বাকপ্রবাস বলেছেন: শাদি মোবারক জিন্দাবাদ
ধন্যবাদ ভাইযান
৭| 
২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:১৭
ভ্রমরের ডানা বলেছেন: 
আহ কি চমৎকার হাইকু! আই লেখতে ন পারি কাইকু...
 
২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:৩০
বাকপ্রবাস বলেছেন: আপনার বড় বড় ভাইকু
আপনাদের তুলনা নাইকু
বড় বড় লিখবেন তাইকু
ছোটরা লিখবে হাইকু
৮| 
২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
 
২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:৩১
বাকপ্রবাস বলেছেন: আপনার নামের সাথে ফরিদির ছবিটা খুব ম্যাচ হয়েছে। সাথে আপনার লেখাও ম্যাচ করে এই ছবির সাথে।
৯| 
২৭ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: ভেরি নাইস।
 
২৭ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৪৬
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল
১০| 
২৭ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৪৭
শিখা রহমান বলেছেন: বাহ!! দারুণ!! খুব ভালো লেগেছে।
শুভকামনা সতত। ভালো থাকবেন।
 
২৭ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:০৫
বাকপ্রবাস বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:০৪
করুণাধারা বলেছেন: হাইকুর সাথে পরিচয় আপনার মাধ্যমেই। ভালো লাগলো হাইকু।