নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

প্রেম জ্বর

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪



আর পারিনা ইস
চুমায় চুমায় বিষ
প্রেসার একশ ত্রিশ
একটু শান্তি দিস।

একটা হাতে একটা গালে
চুষছে দু'জন সমান তালে
দ্বিধায় আছি কোনটা আগে
একটা মারলে একটা ভাগে।

দিলাম তবে চড়
মরবি যখন মর
চড়ের এমন ভর
উঠল গায়ে জ্বর।

জ্বরে জ্বরে কাঁপছি
মিরুর কথা ভাবছি
ডাকছে মিরু, আসছি ...
প্রেম জ্বরে ভাসছি।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৬

ফেনা বলেছেন: অনেক ভাল হয়েছে।

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৭

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন ফেনা ভাই

২| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫০

ডার্ক ম্যান বলেছেন: আপনার প্রেম জ্বর কত ডিগ্রি

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৭

বাকপ্রবাস বলেছেন: অস্থির, বাড়ে কমে

৩| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন: এটাতো ম্যালেরিয়া !!! আমিতো প্রথমে ভয় পেয়েছিলাম - সেন্সর করার মতো লেখা নয়তো !!!

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৮

বাকপ্রবাস বলেছেন: আমিও ভয় পাচ্ছিলাম সেন্সর করবেনাতো! হা হা হা হা

ধন্যবাদ রইল কিন্তু

৪| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৯

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন সেলিম আনোয়ার ভাই

৫| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: সুন্দর ছন্দ, পড়েই শরীর দুলছে, জ্বর জ্বর লাগছে। :)

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫০

বাকপ্রবাস বলেছেন: হা হা হা এই জ্বরের অষুধ নাই কিন্তু

ধন্যবাদ রইল ভাইযান

৬| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্যারাসিটামল লাগবে?

নাকি ছ্যাঁকা খেলেই......:P



২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫০

বাকপ্রবাস বলেছেন: দুইটাই

৭| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

চাঙ্কু বলেছেন: প্রেম জ্বর? ভয়াবহ রোগ। তাড়াতাড়ি  ER এ যান তবে খেয়াল রাখবেন মিরু নামের কোন নার্সকে দেখলে যেন আপনার জ্বর আবার বেড়ে না যায় :-*

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫১

বাকপ্রবাস বলেছেন: বলা যায়না, ঘোড়া রোগটা ও একটু আছে

৮| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৮

সনেট কবি বলেছেন: ভাল হয়েছে।

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫২

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন অগ্রজ

৯| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০০

প্রামানিক বলেছেন: ভাল লাগল।

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫২

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবনে ছড়ারাজ বড়ভাই

১০| ২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৮

সায়ন্তন রফিক বলেছেন: ভালো লাগলো।

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫২

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন

১১| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৩

বাকপ্রবাস বলেছেন: ফান করে অর্ধেক লিখে ড্রাফ্ট বক্সে পড়েছিল, পরে একটু লেজ লাগিয়ে ছেড়ে দিলাম

১২| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো মুশকিলে পড়া গেল! আসানের উপায় কী?

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৮

বাকপ্রবাস বলেছেন: উপায় নাই, কয়েলে মরেনা, মশারীতেই থাকতে হবে, সেটা গেল মশার ক্ষেত্রে কিন্তু জ্বরের যে প্রকোপ তারতো অষুধ আছে বলে মনে হয়না।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি দেখি বহুগামী :)

আই মিন, সর্বক্ষেত্রেই দেখি আপনি সমান দক্ষ। ছড়ার ছন্দে এবার ১০৫ ডিগ্রি প্রেমজ্বরে ব্লগ কাঁপিয়ে দিলেন :)

ছন্দের বৈচিত্র দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি জেনে লিখে থাকলে তো ফাইন, না জেনে লিখে থাকলে বলবো, আপনি ব্রিলিয়ান্ট বাই বার্থ।

এই ব্লগে বি এম বরকত উল্লাহ'র পর ছড়া লেখায় আপনার নিপুণ দক্ষতা দেখলাম।

একটা হাতে একটা গালে- কী যে এসব লেখেন- মনে হয় চলে আজ থেকে অনেক বছর আগে :(

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৩

বাকপ্রবাস বলেছেন: ভালবাসা জানবেন প্রিয় ভাইযান।

আদতে আমি ছন্দের উপর থাকি, চব্বিশ ঘন্টা আমার মাথায় ছন্দ ঘুরে, কোন কিছু ভাবলে আমি ছন্দে ভাবার চেষ্টা করি। আমার সীমাবদ্ধতা হলো আমার পড়া কম, দেখা কম। তায় আমি আমার ক্ষেত্রটা বড় করে নিতে পারিনা। ছোটর মাঝেই ঘুরপাক খায়। কথায় কথায় ছন্দ মেলানোটাও আমার অভ্যাস। আমি ব্লগে আসলাম ছন্দে ছন্দে কমেন্ট করতে গিয়ে, আমি লিখতামনা, ব্লগে আসার পর কমেন্টগুলো ছন্দে দিতাম। পরে দেখলাম আমার কমেন্টগুলো ছড়া হয়ে যাচ্ছে তারপর আমি ছড়া লিখার চেষ্টা করতে থাকলাম এবং এখনো করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.