নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

লিমেরিক

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৪

১.
ধনি গরীব নাই ব্যবধান নির্বাচনের আগে
সবার দ্বারে ঘুরছে নেতা ভোট ভিক্ষা মাগে
চাচা, মামা, খালা
পালা সবাই পালা
এমন সেবা দিচ্ছে নেতা আমজনতা ভাগে।

২.
যা‌চ্ছে ক্ষ‌য়ে তা‌লে ল‌য়ে মূল্য‌বো‌ধের মাত্রাটা
নি‌চ্ছি মে‌নে জে‌নেশু‌নে নৈরা‌জ্যেরই যাত্রাটা
খা‌চ্ছি মাল
হ‌চ্ছি টাল
দি‌চ্ছি ভোট কর‌ছে লুট নির্বা‌চিত ফাত্রাটা।

৩.
খা‌টের নি‌চে ব্যলট বাক‌সো লজ্জ্বা কোথায় ধায়
ঘুমের মা‌ঝে ইনু পাগলার লু‌ঙ্গি কোথায় যায়!
আয় ছে‌লেরা
আয় মেয়েরা
কলা গা‌ছে কূল ধ‌রে‌ছে দেখ‌বি য‌দি আয়।

৪.
কাঠালের পাতা পেলে ছাগলের খায় খায়
গাধাও ঘোড়া খাবে যদি সে বাগে পায়
দেখ দেখ
দেখে শেখ
মূর্খের হাতে টাকা এলে উপদেশ বেড়ে যায়।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫০

বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ ও ভালবাসা জানবেন দাদা

২| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০১

বিজন রয় বলেছেন: খুব সমসাময়িক ও প্রয়োজনীয়।

আপনি কিন্ত অনেক ভাল লেখা দিচ্ছেন।
কি গল্প, কি ছড়া, কি কবিতা।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫১

বাকপ্রবাস বলেছেন: হা হা হা ঈদে বন্ধ ছিল, ৫টা দিন খাওয়া ঘুম আর ব্লগ। গল্প গুলো কী করে বের হল নিজেই অবাক, গল্পে আমি সাবলিল নই। ধন্যবাদ জানবেন দাদা।

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামনে নির্বাচন
তার আগে এমন ছড়াই প্রয়োজন।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫২

বাকপ্রবাস বলেছেন: আপনি নিজেও সরকার
সরাকারেরও আপনার মতো
বুঝ ব্যবস্থা দরকার।

ধন্যবাদ জানবেন দাদা

৪| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৬

জাহিদ অনিক বলেছেন: বাহ ! চমৎকার--
সব সময়েই আপনার ৪ নাম্বারটা চমৎকার হয়

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৪

বাকপ্রবাস বলেছেন: একি চারের প্রেমে পড়ে গেছেন দাদা
কতো চারে ভুগেছি
দুই গালে চার খেয়েছি
বোনাস ছিল গালি হারামজাদা।

-

ধন্যবাদ রইল দাদা

৫| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৮

নাবিলা নিতু বলেছেন: ভালো লেগেছে

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৬

বাকপ্রবাস বলেছেন: নাবিলা নিতু নয়তো ভিতু
সাহসের গোডাউন
কান ধরে থাপ্পরে মারে যদি ধাপ করে
ভেবনা শো-ডাউন।
-
ধন্যবাদ জানবেন আপি।

৬| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭

সাইন বোর্ড বলেছেন: শুধু খাটের নিচে কেন, ব্যালট বাক্স দিয়ে কোল বালিশ বানালেও কারো কিছু বলার নাই । ভোট মানে তামাশা, গল্প-গুজব হাসা............কবিতা ভাল লেগেছে ।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৮

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ সাইন বোর্ড
গণতন্ত্র দুই ফুট
দেবে গিয়ে কাঁদছে
ওই দেখ শালারা
ঘষেটি খালারা
ফাঁদ কুয়ো পাতছে।
-
ধন্যবাদ রইল কিন্তু।

৭| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪২

এম আর তালুকদার বলেছেন: হায়রে নিদারুণ বাস্তবতা !!!

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০০

বাকপ্রবাস বলেছেন: এমর আর তালুকদার
সর্দার পলোয়ান
বউয়ের বকা খেয়ে এসে
মারে ধরে দাড়োয়ান।
-
ধন্যবাদ জানবেন দাদা

৮| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি যেটা বলতে চেয়েছিলুম তার পুরোটাই কবি বিজন রয় বলে দিয়েছেন।

একেকেটা লিমেরিক একেক্টা চাবুক। ভালো হয় 'বুলেট' বললেই- একেবারে জায়গামতো (বুলে) গিয়ে হিট করেছে।

অসাধারণ।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০১

বাকপ্রবাস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
কেউ আর থাক না থাক
আপনাকেই পাই।
-
ধন্যবাদ দাদা

৯| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: ৪ নম্বর টা মিলেনি।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৩

বাকপ্রবাস বলেছেন: চারে যদি প্রবলেম ফালা হোক কুড়ালে
দড়ি বেঁধে ধরে রাখুন ভয়ে সে দৌঁড়ালে।
-
ধন্যবাদ দাদা।

১০| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২

খালেদা শাম্মী বলেছেন: শেষ লাইনটি বাস্তব সত্যতা। ভাল লেগেছে পড়ে।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৫

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ আপুটা খালেদা শাম্মী
আপনার ভাল লাগা ভীষণ দাম্মি।
-
ধন্যবাদ আপুটা

১১| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় বাকপ্রবাসভাই,

যেমন লিমেরিক লিখলেন, এখন বসে বসে প্রতিমন্তব্য করুণ আরকি । বেশ ভালো হয়েছে।

শুভকামনা রইল।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৬

বাকপ্রবাস বলেছেন: হা হা হাসালেন
ভালবাসায়
ভাসালেন।
-
ধন্যবাদ দাদা

১২| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৫৪

অব্যক্ত কাব্য বলেছেন: ভালো লাগা, সুন্দর ++

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৬

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন অব্যক্ত কাব্য
আজ থেকে দিনরা
লিমেরিক ভাববো।
-
ধন্যবাদ দাদা

১৩| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৮

সায়ন্তন রফিক বলেছেন: ২ নম্বর ভালো লেগেছে।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৮

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন
সায়ন্তন রফিক ভাই
দুই লাখ শুভেচ্ছা
এই অধম দিতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.