নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হতাম যদি ফুল
রূপার কানের দুল
সেফটিপিন হলে
কী আর এমন ভুল।
মিরুর ধবল পিঠে
কামিজ হলে লু'জ
দু'পাশ টেনে ধরে
নিত আমার খোঁজ।
হতাম যদি টিপ
সুমির কপাল মাঝে
বডি স্প্রে হলে
শরীর জুড়ে, খাঁজে।
হলামনাতো কিছুই
রূপা, মিরু, সুমি
কেউ হলনা আমার
শুষ্ক মরুভূমি।
২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৮
বাকপ্রবাস বলেছেন: মিরু বলতে কেউ নেই, নামটা আমি ইউজ করি অনেক আগে থেকেই, পরে একদিন জানলাম ওয়াইফ এর এক বান্ধবী ছিল মিরু। আর কারো এমন নাম শুনিনি।
২| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯
স্রাঞ্জি সে বলেছেন:
হা হা হহাহাহায়াহ। শেষ পর্যন্ত কিছুই হলেন না।
২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৯
বাকপ্রবাস বলেছেন: সবার কপালে (......) সয়না।
৩| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৯
বিজন রয় বলেছেন: আমার এক স্যারের নাম ছিল মিরু।
২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩২
বাকপ্রবাস বলেছেন: হুম। আমার লেখায় মিরুরা অবশ্য ফিমেইল ভার্ষণ।
৪| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: কতকিছু হওয়ার আশা
মনের ভেতর বাঁধে বাসা!
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৪
বাকপ্রবাস বলেছেন: আশার ভেলায় ভাসা
কী যে সর্বনাশা।
=
ধন্যবাদ জানবেন সাধু ভাই
৫| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৬
ফেনা বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
ভাল লাগা।
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ফেনা
শুয়ে আছেন পানিতে
ঠান্ডা লাগবেনা?
৬| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুখপাঠ্য ছড়াকবিতা। ভালো লেগেছে।
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ বড় ভাই
আপনারা আশকারা দেন বলেই
টুকটাক দুষ্টামি তায়।
৭| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১
সাইন বোর্ড বলেছেন: খুব কষ্টের কথা, সময় কি ফুরিয়ে গেছে ? নিশ্চয় কেউ অপেক্ষা করছে অাপনার জন্যে । ভাল লাগল ছড়া কবিতা ।
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩
বাকপ্রবাস বলেছেন: উমামার আম্মু জানলে কিল একটাও মাটিতে পড়বেনা।
৮| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৮
সাইন বোর্ড বলেছেন: তাহলে না জানানোই ভাল ।
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪
বাকপ্রবাস বলেছেন: আজম খান গেয়েছিল,
চুপ চুপ চুপ সাইন বোর্ড চুপ
কথা বলেনা
ব্লগে কীসব লেখালেখি
উমামার মা জানেনা।
৯| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯
তারেক ফাহিম বলেছেন: মিরু সারাজিবন শার্ট পরেছে।
কামিজ কেন
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫
বাকপ্রবাস বলেছেন: হা হা হা এটা ফিমেল ভার্ষন মিরু তায়।
১০| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
বাকপ্রবাস বলেছেন: আপনার মতো, আপনিও সহজ সরল ও সুন্দর, যদিও বিজনদা আপনাকে একটু বেশী ভাল পায়
১১| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৩
নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।
২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:০০
বাকপ্রবাস বলেছেন: নীলপরি নীলপরি
কোথা যাও তড়িঘড়ি
নেবেকি আমায়
যাবো যদি নিয়ে যাও
ঘুরে আবার ফিরে দাও
চল তবে যাই।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৮
বিজন রয় বলেছেন: মিরু কে?