নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমা (সনেট)

৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪



তার চোখে চোখ রাখা যায়না কিছুতে
নিথর দিঘীর জল এর মতো ধীর
শীতল মুখাবয়ব বিদ্ধ করে তীর
আমার বুকের ঠিক মাঝ বরাবর।

আমি তলে যাই আরো গভীরে নিচুতে
যেখানে আচলে চোখ মুছে নিয়তির
রেখা ক্ষয়ে গিয়ে যুগ এর কাটা স্থির
নেই কোন লেনাদেনা শূন্য চরাচর।

বাংলার নারী তুমি সহস্র যুগের
চলমান আমাদের প্রেম সংসার
অভাবে কেটেছে দিন অপুষ্ট ভোগের
অণলে পুড়ে যৌবন হল অংগার।

অযত্ন উপেক্ষা তবু হাসি ভরা মুখ
কোথা পাও প্রিয়তমা হৃদ হরা সুখ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! এমন সুখের জন্য জীবনটা বড় মধুর ।


শুভকামনা প্রিয় বাকপ্রবাসভাই।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১৩

বাকপ্রবাস বলেছেন: বাংলার নারী সেক্রিফাইস করে বলে একটু বেশীই মধুুর।

ধন্যবাদ জানবেন দাদা

২| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

বর্ণা বলেছেন: বাহ আপনি তো বেশ ভাল লিখেন।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১৪

বাকপ্রবাস বলেছেন: আদতে তা নয়, হঠাৎ এক দুইটা ভাল হয়ে যেতে পারে এমনটা

ধন্যবাদ জানবেন আপু

৩| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১৫

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন বড়ভাই

৪| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১১

অব্যক্ত কাব্য বলেছেন: ভালো হয়েছে

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১৫

বাকপ্রবাস বলেছেন: খুুব করে ধন্যবাদ রইল কিন্তু

৫| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলার নারী তুমি সহস্র যুগের---- চিরকালীন বাঙালি প্রিয়তমাকে সুন্দর ভাবে কবিতায় ফুটিয়ে তুলেছেন। ভালো লাগলো।

'এর' দিয়ে মাত্রা পূরণ কতখানি সার্থক, তা বিচার্য।

শুভেচ্ছা।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১৬

বাকপ্রবাস বলেছেন: হা হা হা একেবারে ঈগলের চোখ দিয়ে এর বের করে আনলেন, সেটা চালাকি হিসেবে টিকে থাক

ধন্যবাদ জানবেন বড় ভাই

৬| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

চঞ্চল হরিণী বলেছেন: অনেক সুন্দর লিখেছেন বাকপ্রবাস ভাই। সব অযত্ন আর উপেক্ষাগুলো দূর হয়ে যাক।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১৭

বাকপ্রবাস বলেছেন: বিষয়গুলো হয়তো পয়সাভাবে হয়ে থাকে, তায় নিয়তির উপর থেকে যায়, আর বাংলার নারী সেই অভাব অনটন মেনে নিয়ে হাসি মুখে সংসার করে যায়।

ধন্যবাদ জানবেন কিন্তু

৭| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রিয়তমার রুপ গুণ সবকিছু ফুটে তোলাই একটি প্রেমের কবিতা বা গল্প লেখার সার্থকতা।
পড়ে অনেক ভালো লেগেছে এবং ভালোলাগা রেখে গেলাম। শুভকামনা রইল ভাইজান।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১৭

বাকপ্রবাস বলেছেন: প্রাণিত হলাম ভাইযান

৮| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

বলেছেন: কথা ও কাব্যে অসাধারণ কবিতা

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১৮

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন ল

৯| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পতি উত্তল না কল্লে মন্তবৌ কে করিবে???:P

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৯

বাকপ্রবাস বলেছেন: কবিতা লিখেছে অপিষে থাকা কালীন, অপিষ ছুটির পর বাসায় আসলাম তারপর একটা টিউশানি ছিল, সেটা করে আসলাম এখন তায় প্রতি উত্তরে লেইট। আর আমিও অপেক্ষায় ছিলাম মন্তব্য কোন ধরনের আসে সেটার, যদি তাৎক্ষনিক যেমন আপনার মন্তব্য, তেমনটা হলে সাথে সাথে প্রতিউত্তর দিতাম। আমি ইদানিং মোটামোটি এক্টিভ থাকি, শুতরাং প্রতিউত্তর দিই ১২/২৪ ঘন্টার মধ্যে। আমার যেহেতু পাঠক এর মনস্তত্ব বুঝার ব্যাপার আছে তায় একটু লেইট করে প্রতিউত্তর দিই। অতি মন্তব্য বা বেশী মন্তব্য এর প্রতি লোভটাও একটু কম, ভাল মন্তব্য দুই একটা হলেও অনুপ্রাণিত হই।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১০| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চমৎকার ফুটিয়ে তুলেছেন ভাই বাংলার বধুদের হাসিমাখা মুখ,
সুন্দর কথামালা, মুগ্ধতা জানবেন ভাই

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১৯

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন ভাইযান

১১| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যদি কখনো ভুল করেও চেয়ে থাকি
তোমার কোন মূল্যবান মধ্যাহ্ন,
তবে আমার হৃদয়ে একটু ভালোবাসা দিয়ে
এঁকে দিও তোমার বাধাহীন অসংলগ্ন পদ-চিহ্ন।।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:২৯

বাকপ্রবাস বলেছেন: শুধু দুপুুর কেন? সকাল বিকার সন্ধ্যা, রাত সবই দিয়ে দেব বিনিময়ে ছাদ হয়ে থেকো হা হা হা হা

সুন্দর কমেন্ট করেছেন স্বপ্নের শঙ্খচিল, ধন্যবাদ জানবেন কিন্তু

১২| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৮

করুণাধারা বলেছেন: সবচেয়ে ভালো লাগলো শেষ দুই লাইন। কবিতাটি চমৎকার লিখেছেন, সাথের ছবিটিও দারুণ। সবকিছুতে++++

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২২

বাকপ্রবাস বলেছেন: ছবিটা সার্চ দিয়েছেলাম গুগলে সম্ভবত বাংলার নারী লিখে

খুুব করে ধন্যবাদ জানিয়ে রাখলাম

১৩| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৬

বাকপ্রবাস বলেছেন: ইভা রনুবজীরা নবেনজা দবান্যধ

১৪| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ।

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন বড়ভাই

১৫| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: তারা সর্বংসহা।

৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

বাকপ্রবাস বলেছেন: হুম ঠিক তায়, ধন্যবাদ জানবেন সাধু ভাই

১৬| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

রায়হানুল এফ রাজ বলেছেন: সুন্দর।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৮

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল

১৭| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর লিখেছেন! ভালো লাগল আপনার সনেট।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৮

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল কিন্তু বেষ্ট ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.