নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

দুর্জয় ভেদ (সনেট)

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩


নিজেকে আড়াল করে কী এমন সুখ
খুঁজে পায় লজ্জাবতী; শামুক যেমন
খোলশে গুটিয়ে রাখে নিজেকে তেমন
লজ্জা আবরণে ঢেকে রাখ দেহ মুখ।

নদীর জলের মতো ছলছল চোখ
গুলো আমার মনের ভেতর কেমন
যেন এক দ্বন্দ্ব জাগে আর সেই মন
পেলাম কোথায় যার চিবুক উন্মুখ।

বিনা উন্মোচন সেই প্রহেলিকা তবু
সিমেন্ট বালির শক্ত জমাট গাঁথুনি
আমাদের সংসার; কৃতজ্ঞতা প্রভু
কিছু মানব রহস্য উন্মোক্ত রাখনি।

প্রিয়তমা সাধ্য নেই জানি তবু হায়
একবার যদি সেই ভেদ ছুঁতে পাই।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শেষে তো মিলল না। এমনিতে ভালো লেগেছে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

বাকপ্রবাস বলেছেন: ভুল শোধরে দেবেন বা ঘষামাজা করে কেমন করলে ভাল হয় কমেন্ট করে দেবেন, রাগ-বিরাগ-অনুরাগ-আত্মঅহংকার এসব আমার নেই। শুধরে দিলে আমি আরো পুষ্ট হই।

ধন্যবাদ জানবেন প্রিয়।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

সনেট কবি বলেছেন: ভাল হয়েছে।
আল-আলীম

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা আর ভালবাসা জানবেন প্রিয় আল-আমিন ভাই

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় বাকপ্রবাসভাই,

সনেট ভালো হয়েছে। দ্বন্দ বানানটা দ্বন্দ্ব হবে বোধহয়।

শুভকামনা রইল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০০

বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা আর ভালবাসা জানবেন বড়ভাই, ঠিক করে দিলাম।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

টুটুল বলেছেন: আচ্ছা, কোথায় যেন একটু খটকা লাগছে! আমার ধারণা ঠিক, নাকি আপনারটাই- এ নিয়ে। সনেট মানে সহজ কথায়, প্রতি লাইনে চৌদ্দ অক্ষর এবং মোট চৌদ্দটি চরণে বিশেষ ভাব প্রকাশকারী কবিতা। এ খানে একটা বিষয় লক্ষনীয় 'চৌদ্দ অক্ষর', 'চৌদ্দ বর্ণ' কিন্ত নয়। আরেকটু ঘুরিয়ে বললে, এক অক্ষর=এক syllable. তাহলে কি মিললো? আপনার কবিতার প্রথম লাইনটির কথাই যদি ধরি "নিজেকে আড়াল করে কী এমন সুখ" এখানে আমার হিসেবে অক্ষর পাচ্ছি এগারোটা বা বারোটা। কীভাবে? নি, জে, কে=৩, আ, ড়াল=২, ক, রে=২, কী=১, এ, মন=২, সুখ=১ সব মিলেয়ে অক্ষর সংখ্যা ১১ (এগারো)। আর যেহেতু শেষ শব্দটা বদ্ধাক্ষর, এখানে যদি আমি দু মাত্রা বা দুটো অক্ষর ধরেও নিই (যদিও মাত্রা এবং অক্ষরের মধ্যে পার্থক্য আছে), তাহলে পাই বারোটা। তাহলে কি আসলে এটা সনেটের অন্তর্ভুক্ত? নাকি আমিই এতোদিন ভুল জেনে এসেছি। ভালো থাকবেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

বাকপ্রবাস বলেছেন: কপোতক্ষ নদ
সতত, হে নদ তুমি পড় মোর মনে
সতত তোমার কথা ভাবি এ বিরলে।

স+ত+ত+হে+ন+দ+তু+মি+প+ড়+মো+র+ম+নে = ১৪
স+ত+ত+হে+নদ+তু+মি+প+ড়+মোর+ম+নে= ১২

আমি নিজেও শিখছি ইদানিং ও লেখার চেষ্টা করছি, এসব চুলচেরা বিশ্লেষণ অভিজ্ঞজনেরা করলে সবার মঙ্গল হবে, ব্লগে সনেট মহারাজ আছেন আল-আমিন ভাই, সোনাবীজ আছেন এবং অন্যান্যরা। পুরা অংক। অক্ষর, মাত্রা, মুক্তস্বর, বদ্ধস্বর এসব ভাবতে ভাবতে মাথা গুলিয়ে যায় হা হা হা।

view this link

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

শাহারিয়ার ইমন বলেছেন: সনেট লেখা মোটামুটি কঠিন । আমি সনেট এর নিয়ম ভাল বুঝিনা

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

বাকপ্রবাস বলেছেন: হুম, চারদিক থেকে নিয়ম এসে জাপটে ধরে, তায় কঠিন এবং সবাই লেখেনা। ধন্যবাদ ভাইযান। আমরা যারা নতুন লিখার চেষ্টা করছি হয়তো খোলস পাওয়া যাবে ভেতরে মাল মশলা তেমন পাওয়া যাবেনা, তবুও মনের খোরাক মেটানোর জন্য চেষ্টা করা।

ধন্যবাদ ভাইযান।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:

সনেট ভালো লিখেছেন ভাইয়া।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

বাকপ্রবাস বলেছেন: শুভেচ্ছা জানবেন শাহরিয়ার কবীর ভাই

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

আখেনাটেন বলেছেন: আপনার সনেট প্রচেষ্টা সফল হোক। কয়েকটা লাইন বেশ লাগল।

*এটা কি খোঁজে পায় লজ্বাবতি নাকি খুঁজে পায় লজ্বাবতি

*আবরন < আবরণ
*লজ্বাবতি < লজ্জাবতী

শুভকামনা সনেটের জন্য কবি বাকপ্রবাস।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

বাকপ্রবাস বলেছেন: অশেষ ধন্যবাদ জানবেন, আমার বানান সমস্যা, অনেকেই বলে, আমিও জানি, এভাবে ঠিক করে দেবেন চোখে পড়লে। :D

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

বাকপ্রবাস বলেছেন: বড় ভাই ও বড় ভাই ছবি তুল
হাঁট মাঠ ঘাট সবই তুল
নদী তুল, চাঁদ ও তুল
মন ভোলাতে পার কী, ভাবীজানের
ও দাদা ভাই মন ভোলাতে পারকী!! :D

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর সনেট লেখেন আপনি, ভালো লাগলো কথামালা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

বাকপ্রবাস বলেছেন: বরাবরই উৎসাহ দিয়ে আসছেন, ধন্যবাদ ভাইযান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.