| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
কলকল বহে নদী টলমল জল
দলবল ঘোলাজল খোকাদের দল।
যায় নৌকা পাল তুলি মাঝি গায় গান
মিঠা জল পানে জুড়ে পথিকের প্রাণ।
আলতা পায় যায় বধু কলসি খাকে
ওপারে ঐ বাবার বাড়ি নদীর বাঁকে।
সারিসারি সাদা বক উড়ে যায় দূরে
সাদা মেঘ থরথর নীলাকাশ জুড়ে।
খাল কেটে টেনে পানি মাঠ জুড়ে চাষ
নদী ঘিরে আমাদের সুখের আবাস।
সারাদিন জলে জালে জেলে ধরে মাছ
কালের স্বাক্ষী যেন তীরের বট গাছ।
শীতে নদী হাঁটু জল চর জাগে আর
বর্ষায় উতাল নদী ভাঙ্গে দুই পার।
শরতে শীতল নদী তীরে কাশফূল
হাওয়ায় দোলে মন হইযে আকুল।
পাহাড়ে জনম নদীর ঐ দূর দেশে
পরহিতে জীবন দিয়ে সাগরে মেশে
রাতের আকাশে চাঁদ জাগে তার বুকে
সাঙ্গু নদী বুকে নিয়ে আছি বেশ সুখে।   
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৪০
বাকপ্রবাস বলেছেন: সহায় যখন দিচ্ছেন চলুক তবে। ধন্যবাদ জানবেন বড় ভাই
২| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: অনবদ্য। 
কয়েকদিন আগে এই নদী ভ্রমন করেছি।
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৪০
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন নুর ভাই
৩| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা !  সুন্দর, মনোমুগ্ধকর কবিতা। সঙ্গে ছবিতাও অপূর্ব!  
শুভকামনা প্রিয় বাকপ্রবাসভাইকে।
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৪০
বাকপ্রবাস বলেছেন: বড় ভাই ধন্যবাদ জানাই
৪| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
সাঙ্গু নদীকে নিয়ে চমৎকার কাব্য।
অসংখ্য ধন্যবাদ বাকপ্রবাস।
শুভেচ্ছা রইলো।
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৫
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা আর ভালবাসা জানবেন নূরু ভাই
৫| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৮
সাইন বোর্ড বলেছেন: নদী ও জীবনের নির্মল কথা, ভাল লাগল ।
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৪২
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানিয়ে রাখলাম
৬| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০২
অচেনা হৃদি বলেছেন: সাঙ্গু নদীর ঘোলা জল আমার এক প্রিয় বস্তু। কতদিন এই জ্বলে পা ডুবিয়েছি, আবার কতদিন হয়ে গেল এই জল দেখিনি। ![]()
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৬
বাকপ্রবাস বলেছেন: নদী ও নারীর মাঝে এক যোগসূত্র থাকে কবিদের কাছে। নারীর চূল হয়ে উঠে নদী, নদী ও নারী হয়ে যায় ফলবতি। একের উপমা অন্যকে দিয়ে কতো কবিতা হয়ে যায় হয়ে যায় হয়ে যায়............
৭| 
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতার ছন্দ কথামালা
 
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:০২
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ অফরান গায়ক ভাই
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২৯
সনেট কবি বলেছেন: এভাবেই চলুক তবে।