নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
জাকির স্যারে যখন টেনে ধরে কানটা
পালাবার পথ খুঁজে সবুরের জানটা
ধাক্কা খেয়ে শেষে
রুবিনা কাছে ঘেষে
ক্যাফে বসে রোজ দুই অন্থ্যন ফানটা।
২.
বাঘের মুখোশে বিড়াল বসেছিল পথে
শিয়ালের পা কাঁপে গিয়েছিল রথে
জলে মুখ আয়না
দেখে কাঁদে হায়না
বানর শান্তনা দেয় দুই কান মথে।
৩.
রুবিনা ছিল কাল আজ এল নারু
বিস্বাদে ভর করে চলে গেল পারু
রুবেলের মন
প্রেম উচাটন
ইঁদুরের উপদ্রপে মিরু'র হাতে ঝাড়ু।
৪.
বাঘ বলে দাও দেখি ঘাড়খানা টিপে
শেয়াল বলে চল যাই আজব এক দ্বীপে
মানুষ আর মানুুষ
ওড়ায় কথার ফানুস
বানর দোল খায় ভগবানের ছিপে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭
বাকপ্রবাস বলেছেন: পরিষ্কার হোক চারপাশ, ধন্যবাদ ভাউযান
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো লিমেরিক।
শুভেচ্ছা নিয়েন প্রিয় বাকপ্রবাসভাই।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা ও ভালবাসা চিরন্তর
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
শাহারিয়ার ইমন বলেছেন: ১ , ৪ বেশি ভাল লেগেছে
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন ইমন ভাই
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২২
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনি বেশ মজাকরে লিমেরিক লিখেন। পড়ে আনন্দ মিলে।
১ নং ৩য় চরণ, 'রুবিনা(র) কাছে ঘেষে' এমন হলে সুখপাঠ্য হতো।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১
বাকপ্রবাস বলেছেন: টিভি সিনেমায় ধাক্কা খেয়ে হাতের বই খাতা পড়ে যায়, তারপর প্রেম হয়ে যায়, তেমন একটা চিত্র দেবার চেষ্ট, তায় রুবিনার লিখিনাই, কারন জাকির এর প্রলোভনে রুবিনাই পরে কাছে ঘেষে এবং তাকে প্রতিদিন এখন খাওয়াতে হচ্ছে এটা সেটা।
ধন্যবাদ জানবেন বড় ভাই।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩২
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: নান্দনিক প্রকাশ
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন আপু
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
সাইন বোর্ড বলেছেন: দারুণ অায়োজন ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু সাইন বোর্ড
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: ৩ নং টা তো বেশ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২০
বাকপ্রবাস বলেছেন: ইঁদুর নিধন চলছে, চলবে।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩
স্রাঞ্জি সে বলেছেন:
সব আবর্জনা ঝেড়ে পেলা হোক।