নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

টাক সমাচার

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬



আমাদের কাকাবাবু টাক নিয়ে ব্যস্ত
জোড়া চার কবিরাজ তার উপর ন্যস্ত।

লিকলিকে তেল মাথায় রোদ পড়ে যখনি
বাহ্ কতো ফাইন লাগে দেখে নিও তখনি।

কতো মাল মশলা মাখে রোজ সকালে
দুই চার ছিল চুল তাও গেল অকালে।

কবিরাজ বলেছে থানকুনি পাতাতে
লাল মরিচ ব্ল্যান্ড করে দিতে হবে মাথাতে।

রোদ যদি পড়ে টাকে চুল কি আর গজাবে?
পা দুটো উপোড় করে বাকেটে টাক মজাবে।

খেতে হবে দিনে চার চিরতার রসটা
রাত্তিরে মাখা চাই গাব গাছের কষটা।

কতো কী করা হল থেমে নেই চেষ্টা
পথ্য এক পাওয়া গেল ঘুরে দেখ দেশটা।

ঘুরেঘুরে দেখে আসো টাক মাথায় ক'জনা
তা নিয়ে লিখে ফেল গোটা দুই রচনা।

তারা কি টাক নিয়ে করে নাকি হায়হায়!
টাক আছে তায় বলে লজ্জায় মরে যায়?

টাকটাকে মেনে নিয়ে রাখো যদি ঠিকঠাক
সব্বাই বলে দেবে কাকাবাবু ফিটফাট।

কাকাবাবু হেঁটে যায় সাথে যায় টাকটা
নেই টাক লুকানোর সেই রাখ-ঢাকটা।

লোশনটা মাখা তায় তুলতুলে লাগছে
গর্বে কাকাবাবু বুক ফুলে হাঁটছে।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

সাদাফ কামরুল হাসান বলেছেন: টাক হওয়া ভাল, কারন গরম কম লাগে। :P :P :P
কিছু ভলোবাসার কথা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

বাকপ্রবাস বলেছেন: হুম, চুলে ছেটে ফেলুন, কবিরাজকে বলব টাক হবার ওষুধ আপনাকে সাপ্লাই দেবার জন্য।

ধন্যবাদ জানবেন হাসান ভাই

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

প্রামানিক বলেছেন: এক কথায় দারুণ। ধন্যবাদ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন প্রামানিক ভাই

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: কাকাবাবু থুক্কি টেকোবাবুকে আমার শুভকামনা । সুন্দর ছড়া ।


শুভকামনা প্রিয় বাকপ্রবাসভাইকে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

বাকপ্রবাস বলেছেন: হা হা হা ধন্যবাদ জানবেন বড়ভাই

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

সামিয়া আক্তার শেহা বলেছেন: খুব সুন্দর কবিতা।
জ্ঞানের কথা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ আপু।

একটা পরামর্শ ছিল। আপনার জ্ঞানের কথা পড়ে আসলাম। অন্ত্যমিলে একটু প্রবলেম আছে। সেগুলো ঠিক করলে আরো ভাল লাগবে। ছড়া, পদ্য এসবে অন্ত্যমিল বড় ভুমিকা রাখে, সেটা যত পারফেক্ট হবে তত সুন্দর হয়।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

সামিয়া আক্তার শেহা বলেছেন: আপনার পরামর্শ ভাল লাগল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন আপু। ছড়া আর অণুগল্পে আমার বিশেষ আগ্রহ থাকে তায় একটু আন্তরিক কমেন্ট করি, আপনি যে পজেটিভলি নিয়েছেন আন্তরিক ধন্যবাদ জানবেন।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

সারমিন আক্তার শেহা বলেছেন: হা হা হা । অনেক ভালো লাগল পরে। :D B-) :``>>

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন শেহাপু

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। টাকাবাকুর অবস্থাটা চিন্তা করিতেছি

গত প্রায় ২০ বছর ধরে আমার স্ত্রী বলিতেছে, আগামী ৬ মাসের মধ্যেই তোমার মাথা পুরা টাক হইয়া যাইব। আমি সেই টাকসম্ভবা মাথা নিয়া বেঁচে আছি।

ছড়া দারুণ হয়েছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

বাকপ্রবাস বলেছেন: কাকা বাবুর কথা বলে দিন
টাক এখন ফ্যাশন
মাথার চুল ছেটে নিন।

-

আপনাকে ধন্যবাদ, ভাবীকে সালাম

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১২

মোঃ শাওন কীপা বলেছেন: টাক জিনিসটা ও একটা আর্ট যেটা সবার হয়না ;) ;) ;) । চমৎকার কবিতা!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

বাকপ্রবাস বলেছেন: তাইতো কাকাবাবু বুক ফুলে হাঁটছে
সব্বাই তাকিয়ে কতো মজা পাচ্ছে।

ধন্যবাদ জানবেন কীপা ভাই।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: টাক মাথা ওয়ালা দেখলে কি বেশি বুদ্ধি হয়। ;)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

বাকপ্রবাস বলেছেন: হা হা হা আমার এখনো টাক হয়নি, হলে বুঝা যাবে কম্পেয়ার করে

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: টক মাথার লোকদের খুব কষ্ট। বিশেষ করে যার বিয়ে হয়নি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

বাকপ্রবাস বলেছেন: বিয়ের পর নো চিন্তা, আগেরটা অবশ্য চিন্তার বিষয়।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: মাথায় তেল কম লাগবে, এবং চিরুনী খোজা থেকে মুক্তি পাবেন ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২

বাকপ্রবাস বলেছেন: হুম, অনেক উপকার। তবুও মানুষ নাখোশ থাকে। :D

ধন্যবাদ মাহমুদ ভাই

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

জাহিদ অনিক বলেছেন: হা হা হা হা -- মাথা টাক হলে নাকি টাকা আসে বেশী--

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

বাকপ্রবাস বলেছেন: কবিতা আসেনা নিশ্চয় হা হা হা
ধন্যবাদ অনিক ভাই

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

জাহিদ অনিক বলেছেন:

কবিতা আসে না------------


=p~ =p~ =p~ =p~ =p~

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

বাকপ্রবাস বলেছেন: B-)) =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.