| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
আমার কন্যারা বেড়ে উঠে বাবা ছাড়া
মা আবর্তে ঘূর্ণমান জীবন তাদের 
সকাল দুপুর সন্ধ্যা জোছনা চাঁদের
সাথে তাদের হৃদ্যতা যেন রাস হারা।
আমার কন্যারা যেন আকাশের তারা
হাসি মাখা মুখে দাঁড়িয়ে ছাদের
কিনারায় দিন যায় সেসব মা'দের
দূর প্রবাসে কামলা খাটে পতি যারা।
মোবাইল স্কৃণে চোখ অডিও ভিডিও
ছোটছোট সংসার প্রতিদিন দিও।
সেই সব দেখে দেখে দিন যায় রাত
যায় আর কবে যাব কন্যাদের কাছে
ভেবে ভেবে আদ্র মনে নায়াগ্রা প্রপাত
তবুও ভাল লাগার এক বিশ্ব আছে।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:১২
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন রাকু হাসান ভাই
২| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:২০
সনেট কবি বলেছেন: সুন্দর+++
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:২৩
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা আর ভালবাসা জানবেন বড়ভাই
৩| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:১১
নজসু বলেছেন: মনোহর।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৪১
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন
৪| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:১৪
ওমেরা বলেছেন: মাশাল্লাহ! আপনার মেয়ে গুলো বড় হয়ে যাচ্ছে আপনি হয়ে যাচ্ছেন বুড়ো।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৪২
বাকপ্রবাস বলেছেন: অজ্ঞন দত্ত এর একটা গানের কলি হল, আমার বয়স বাড়ে আমি বাড়িনা। ধন্যবাদাপু
৫| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৩২
ঢাবিয়ান বলেছেন: মন ছুয়ে গেল আপনার আনন্দ ও বেদনা।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৩
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ রইল
৬| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: ছবি ও কবিতায় মুগ্ধ হলাম।  ++ 
প্রিয় বাকপ্রবাসভাই আপনার দুই কন্যাকে আমার অন্তরের ভালোবাসা ও গোটা পরিবারের জন্য শুভকামনা রইল।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:০৮
বাকপ্রবাস বলেছেন: আজ বড় মেয়ে উমামা এর জন্মদিন। কবিতা লেখার পর সেটা মনে পড়ল। আপনার কমেন্ট রইল আমার আকাশে তারা হয়ে।
৭| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর একটি কবিতা।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১১
বাকপ্রবাস বলেছেন: এক ডালা শুভেচ্ছা নুর ভাই
৮| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: 
উমামাসোনার জন্য একটা ছোট্ট উপহার, 
 
 
 
 
সঙ্গে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা ছোট্ট উমামাসোনাকে।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৮
বাকপ্রবাস বলেছেন: হা হা হা অনেক ধন্যবাদ পদাতিক ভাই, আমরা সাধারণত বার্থডে উদযাপন করিনা, তবুও উমামা স্কুলে চকলেট নিয়ে গেল, বান্ধবী আর টিচারদের সাথে শেয়ার করল, আর কেক কিনে বেড়াতে গেল ফুপির বাসায়, আজ সেখানে দাওয়াত ছিল। প্রবাস বসে ফোনে ফোনে খবর নিচ্ছি। আপনার উপহার পেয়ে ভাল লাগল।
৯| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৩
করুণাধারা বলেছেন: বাবা ছাড়া কন্যাদের বেড়ে ওঠা আমি একেবারেই সমর্থন করি না। কিন্তু জীবনের প্রয়োজনে এছাড়া হয়তো আর কোনো উপায় ছিল না।
প্রার্থনা করি, কন্যাদের সহ আপনার পারিবারিক জীবন সুখের হোক।
 
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:৪৮
বাকপ্রবাস বলেছেন: করুণাধারা
১০| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:২২
মাহের ইসলাম বলেছেন: মহান আল্লাহ্ আপনাদের কন্যাদের কল্যান দান করুন।
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:২৮
বাকপ্রবাস বলেছেন: ভালবাসা জানবেন মাহের ভাই।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:০৯
রাকু হাসান বলেছেন: সুন্দর লিখেছেন