নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

বান্দরের পরকাল দর্শন

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৪


লাল বান্দরের শখ হল
স্বর্গে যাবে সে
স্বর্গে বসে ভাল ভাল
খাবার খাবে যে।

সঙ্গে তার স্বঙ্গ দেবে
হুর পরীর দল
গেলাশ ভরে শরাব খাবে
আর খাবেনা জল।

সিরিয়াল দেখে রাত কাটাবে
দিন কাটাবে ঘুমে
বাঘের কানে পটকা ধরে
ফাটাবে সে ধুমে।

গাছেগাছে ঝুলবেনা আর
ঠ্যাঙ্গের উপর ঠ্যাং
কাকড়া ধরে আর খাবেনা
খেতে পারে ব্যাং।

ধার ধারেনা স্বর্গ নরক
ঘুরবে আগাগোড়া
খুব আনন্দে ঘুরেঘুরে
দেখবে মানুষ পোড়া।

আজগুবি সব স্বপ্ন গুলো
মরা ডালে শুইয়ে
ধড়াম করে পড়ল শেষে
গাছের গোড়ায় নুইয়ে।

আর যাবেনা স্বর্গে বানর
মর্তে আছে বেশ
মানুষ গুলো শূন্য হলেই
দারুণ পরিবেশ।

মারামারি হানাহানি
সব তাদেরই কাজ
নরক জুড়ে মরছে পুড়ে
দেখে এলাম আজ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৫

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর বলেছেন, শুভ কামনা ভাই।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন ভাইযান, রাতে লিখে পোষ্ট করে ঘুম দিয়েছে তাই কমেন্ট এর জবাবা দিতে দেরী, সকালে অপিস এসে কমেন্টগুলোর রিপ্লাই দিচ্ছি।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৬

সূচরিতা সেন বলেছেন: হাহাহা ছড়া বেশ লেগেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

বাকপ্রবাস বলেছেন: সূচরিতা সেন নামটা শুনলেই বুকের ভেতর হা হা করে উঠে, তার উপর ছবি দেখলে কথাই নেই, ভাবছেন নিশ্চয় প্রেমে পড়ে গেলাম নাকি? না। তা নয়। একাকীত্বের জীবন বেছে নিয়েছেন কেন সেটা কাউকে বলেনি, রঙিন চাকচিক্য ছেড়ে একা ঘরে বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন, তার মনের বেদনা কারো সাথে শেয়ার করেনি, এভাবেই চলে গেলেন, আমি ঢুকে যাই সেই জগতে। ইদানিং আমিও সেই পথের প্রবেশমুখে আছি। কেউ খবর না নিলে আমি যোগাযোগ করিনা।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪০

বলেছেন: হাসির আড়ালে ঢেকে রাখি কষ্টের নোনাজল।
বেদনা বিধুর ছড়া পাঠে অভিভূত।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন ল

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গাছেগাছে ঝুলবেনা আর
ঠ্যাঙ্গের উপর ঠ্যাং
কাকড়া ধরে আর খাবেনা
খেতে পারে ব্যাং।

স্বর্গই যদি গন্তব্য হয় তবে ব্যাং খাবে কেন ?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কোলা ব্যাং করে শুধুই ঘ্যাংর ঘ্যাং
নেশা খাবি খা , স্বর্গ যাবি যা ....
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
https://youtu.be/opA8DdsK9ks

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

বাকপ্রবাস বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন স্বপ্নের শঙ্খচিল, ব্যাং খাবেই সেটা নিশ্চিত না, তবে কাকড়া আর খাবেনা, তার বদলে ব্যাং খেতে পারে।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: view this link

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

বাকপ্রবাস বলেছেন: হুম, লিংকটাতে ব্যাং দেখে আসলাম :D

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৫

কাওসার চৌধুরী বলেছেন:



ভাল লাগলো পড়ে; দারুন ছন্দময় প্রকাশ +++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন ভাইযান

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৬

আরোগ্য বলেছেন: বাহ্ দারুণতো। লাইক দিলাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানিয়ে রাখলুম

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় কবিভাই,

ছড়াটা বরাবরের ন্যায় সুন্দর হয়েছে। কুন্তি আজ যে বার্তাটা দিলেন সেটা নেহাত ছড়া নয়, হৃদয়বিদারক । ++


শুভকামনা ও বিমুগ্ধতা রইল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

বাকপ্রবাস বলেছেন: হুম, মানুষের উপর আমি ত্যাক্ত বিরক্ত। সবসময় কুটচালে থাকে। আর রাজা মহারাজারা থাকে যুদ্ধবাজ হিসেবে

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন সাধু ভাই

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়ার ভেতর দিয়ে একটা দারুণ মেসেজ তুলে এনেছেন। মানুষ যেমন এ পৃথিবীটাকে নরকপুরী করে রেখেছে, তেমনি মানুষই পারে এটাকে স্বর্গে পরিণত করতে।

খুব ভালো লিখেছেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

বাকপ্রবাস বলেছেন: ছড়া লেখা কাজটা আপনি খুব ভাল পারেন। আপনার লেখা পড়ে হাসি যেমন পাই উ#সাহও পাই।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: বাহ !!!
বেশ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল নুর ভাই

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

সনেট কবি বলেছেন: ছড়া বেশ লেগেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন বড়ভািই

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

সায়ন্তন রফিক বলেছেন: আমোদিত হয়েছি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

বাকপ্রবাস বলেছেন: ইহাই আসল, আমোদ দেবার জন্যই এই লেখাটার চেষ্টা। বাকী কিছু থেকে থাকলে সেটা বোনাস। ধন্যবাদ জানবেন রফিক ভাই

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

জাহিদ অনিক বলেছেন:

আহা আহা !
বানরের খায়েশ দেখে পিত্তি জ্বলে যায় !!!!!!!
ব্যাটা যাবে স্বর্গে ? তাহলে আমি যব কই নরকে ?????? ;)


হা হা হা, ছড়া চমৎকার হয়েছে ভাই বাকপ্রবাস। ম্যাসেজটাও ভালো লেগেছে। যেন, আবার তোরা মানুষ হ।
শুভেচ্ছান্তে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

বাকপ্রবাস বলেছেন: মানুষ হতে না পারলে বান্দর হ
তারপরেও হানাহানি
করিসনারে মানুষ প্রাণি
নইলে জীবন নরক যন্ত্রণায় পুড়বে ত
-
ধন্যবাদ রইল কিন্তু কবিভাই

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন লেখছেন আপু । :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

বাকপ্রবাস বলেছেন: নিক ছবিটা আমার বড় কন্যা উমামা এর, ক্লাশ টু তে পড়ে। আমি উমামার আব্বু, ধন্যবাদ জানবেন হাসু মামা।

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজার ছড়া।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন লিটন ভাই

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল ছিল। আর ছড়ায় মশলাও ছিল ভাল :#)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫০

বাকপ্রবাস বলেছেন: হা হা মাল মশলার গুণগানের জন্য ধন্যবাদ অফুরন্ত মেহেদী হাসান হাসিব ভাই।

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর মজাদার ছড়া গড়েছেন ভাই, ভালো লাগলো কবিতার কথামালা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫১

বাকপ্রবাস বলেছেন: সিঙ্গার ভাই
ধন্যবাদ জানাই

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫২

নীল আকাশ বলেছেন: চমৎকার একটা কবিতা। অনেক শুভ কামনা রইল কবির জন্য।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন নীলআকা৩৯

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.