নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

পানি বাবা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২২


কেউ দেখেনা নামাজ পড়নে
জ্বিনের সাথে কুস্তি লড়েন।
অন্ধ যারা নুইয়ে মরেন
ঝাড়-ফুকের সমাজ গড়েন।

হক মাওলা হক
পানি বাবার চোখ ইশারায়
ধরল পুটি বক।

ধ্যানে বসে নজর কাড়েন
মনের কথা বলতে পারেন।
প্রেম বিরহের কাটা ঝারেন
পানি পড়ায় অসুখ মারেন।

হক মাওলা হক
পানি বাবার হাত ইশারায়
ধপাস পানির জগ।

অন্ধকারে হাওয়ায় ভাসেন
জলের উপর হেঁটে আসেন।
ভয়ে মুরিদ শুকনো কাশেন
বাবা তখন মুচকি হাসেন।

হক মাওলা হক
পানি বাবার মন ইশারায়
মুরিদের ঠোট লক।

পানি বাবা জলে থাকেন
সারা গায়ে আতর মাখেন
ধন দৌলত কোথায় রাখেন?
প্রশ্ন শুনে মাথা ঝাকেন।

হক মাওলা হক
পানি বাবার ঠগ ইশারায়
বেকুবে খায় টক ।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

কাওসার চৌধুরী বলেছেন:



সময়োপযোগী চমৎকার কবিতা; ভাল লাগলো খুব ++++৷

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন কাওসার ভাই। মন্তব্যের জন্য ++++

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: এই যুগে এসেও লক্ষ লক্ষ মানুষ তাদের বিশ্বাস করে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

বাকপ্রবাস বলেছেন: আমার কাছেরই একজন আজ কোন এক পীর/হুজুর এর কাছে গেছে বান টোনা কাটাইতে, শুনেই মেজাজ খাট্টা হয়ে গেল, তাই পানিবাবারে নিয়া লাগলাম

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: সমাজ থেকে ঘুষখোরদের তাড়াতে হবে, প্রেমিকদের নয়।
সমাজ থেকে ধর্মব্যবসায়ীদের তাড়াতে হবে, নাস্তিক্যবাদীদের নয়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

বাকপ্রবাস বলেছেন: হুম। অন্ধ্য মানুষ দেখেনা কিছুই, খালি পীর খোঁজে আর বিবেক বুদ্ধি পীরের পায়ে ঢালে।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কিয়া বাত হে!!!;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

বাকপ্রবাস বলেছেন: বান কুছ নেহি, পানি বাবা মিলেগাতো ঘোল ঢালনেকা হা হা হা ধন্যবাদ রইল কিন্তু

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

শুভ্র বিকেল বলেছেন: হক মাওলা, পানি বাবা আর শতেক বাবায় সমাজ ভরে গেছে।
শুভ কামনা, অনেক সুন্দর বলেছেন। ধন্যবাদ য

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

বাকপ্রবাস বলেছেন: হুম, নির্বাচন আসচে, মাজার জেয়ারত করেই উদ্বোধন হবে ধর্মান্ধতার। জাতি হিসেবে আমরা এখনো ধর্মান্ধ। ধন্যবাদ জানবেন ভাইযান

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মুগ্ধ হইলাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

বাকপ্রবাস বলেছেন: ভালবাসা জানবেন সোনাবীজ ভাই

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

বাকপ্রবাস বলেছেন: লালপরী, নীলপরী সবার সাথে ভাব করি
আমাদের দেশটা স্বপ্নপুরী
পানিবাবার খেতাপুরি
-
ধন্যবাদ জানবেন কিন্তু

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


কল্পিত পানিবাবা, নাকি আসলেই এই নামে ভন্ডপন্ড আছে?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

বাকপ্রবাস বলেছেন: আমার নিজের চোখেই দেখা, সাগর পাড়ে একটা টং ঘর বানিয়ে বসে গেল একজন, সাথে মুরিদ ও জোগাড়, রাতে সেখানে ধ্যান করে, কিন্তু বেশীদিন টিকেনি, ওনি নাকি পানির উপর দিয়ে সমুদ্রে হেঁটে আসতেন হা হা

আর আমার এলাকায় কিছুদিন বাদে বাদে শুনতাম বাবা এসেছেন। বাবার অনেক খেদমতকারী জুটে যায়।

আমার পাশের বাসায়ও এক ভন্ড এসে এক সপ্তাহ থেকে গেছেন, সবাইকে ধুলো দিয়ে চলে গেলেন, অনেকেই পানিপড়া, তাবিজ হাবিজাবি নিলেন ওনার কাছ থেকে।

একটা মজার ঘটনা বলি, কারেন্ট ছিলনা, ওনি সবাইকে নিয়ে বসলেন, হঠাত বললেন কারেন্ট না থাকলে ভাল লাগেনা, সাথে সাতে কারেন্ট চলে আসল, ওনি মুচকি হাসলেন, আর বললেন যাক কামি দিসে, তার মানে ওনার কথায় কারেন্ট চলে আসল, সাথে সাথে ওনি সবার মনে গেঁথে গেলেন, আমি তখনো ছোট তখনও বিশ্বাস করিনা এসব কিন্তু একটু দ্বন্দে পড়ে গেছিলাম, এখন মনে পড়লে হাসি পায়।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

জাহিদ অনিক বলেছেন:








জয় জল বাবার জয় !
ছড়া ভালো লেগেছে ভাই

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন কবিভাই

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ অফুরান সেলিম আনোয়ার ভাই

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন লেখছেন ভাই। :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন হাসু মামা

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২

বলেছেন: পানি বাবা --- এই সব বাবদের কে সামলাবে?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৮

বাকপ্রবাস বলেছেন: এসব আসে খেপ মারতে দাও মারে মাজারীরা

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার কাছেরই একজন আজ কোন এক পীর/হুজুর এর কাছে গেছে বান টোনা কাটাইতে, শুনেই মেজাজ খাট্টা হয়ে গেল, তাই পানিবাবারে নিয়া লাগলাম

দুঃখজনক।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

বাকপ্রবাস বলেছেন: হুম, নুর ভাই। খুবই বিরক্ত হলাম শুনে। পরিবারের ঝামেলা জটিল করে দেয় এসব পীর। ঘরের মানুষের প্রতি সন্দেহ ঢুকিয়ে দেয়, বলে তোমাকে অমুক তাবিজ করেছে, তাবিজটা অমুক জায়গায় আছে ইত্যদি। শুরু হল সন্দেহ কাছের জনের প্রতিই।

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হুম। অন্ধ্য মানুষ দেখেনা কিছুই, খালি পীর খোঁজে আর বিবেক বুদ্ধি পীরের পায়ে ঢালে।

সরকারের উচিত এদের কর্ম কান্ড বন্ধ করা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

বাকপ্রবাস বলেছেন: আমরা জাতীগত ভাবেই অন্ধ এসবের প্রতি, তায় সরকার ও এর উর্ধ্বে নয়, জাতীয় নির্বাচন শুরু হয় শাহজালাল থেকে, পীর, মাজার ব্যাবস্থা এসব সমার্থক শব্দ। যত আলতু ফালতুর আখড়া এসব। শুতরাং সরকার এসবে হাত দিবেনা। আমরা আরো দলবল নিয়ে মাজারে যাই ভোটে পাশ করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.