নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

মশা যুগল

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৬



একটা মশা ডাকছে আয়
একটা মশা যাচ্ছেনা
একটা মশা চুষে খায়
একটা মশা খাচ্ছেনা।

একটা মশা গাইছে গান
একট মশার অন্য ধ্যান
একটা মশার রক্ত পান
একটা শুধু প্যানর প্যান।

একটা মশা বসলে গালে
একটা থাকে পাহারায়
একটা মশা হুল ফুটালে
একটা ডাকে চল যাই।

দু'টো মশা ঘর জুড়ে
ছিল দোহে রাতভর
সাত সকালে গেল ওড়ে
ফুলের টবে বাঁধল ঘর।

মন্তব্য ৪২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাহ।। মশার ভালোবাসা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন মামুন ভাই। অনেক অনেক।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ হয়েছে ছড়া।
লাইকটা আমার।

আমার লাইক দেয়ার অভ্যাস কোনোকালেই ছিল না। আজ কীজন্য দিলাম?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

বাকপ্রবাস বলেছেন: নিশ্চয় হাতে মশা বসেছিল মারতে গিয়ে লাইকে ক্লিক। হা হা হা

ধন্যবাদ গুরু।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

বলেছেন: আমিও আরেকটা লাইক দিলাম,
সমাজে অনেক রক্ত পিপাসু মশারা আমাদের দেহ মন খেয়ে যাচ্ছে তাদের বিষয়ে লিখবেন আশা করি

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৯

বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন ল ভাই, এসব মশাদের নিয়ে লিখতে লিখতে ফেইসবুক ভরে ফেলেছিলাম, এখন তায় ফেইসবুক ডিএকটিভ করে রেখেছি হা হা হা।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

টুটুল বলেছেন: ভাই বাকপ্রবাস, উপমা দিতে গিয়ে আমি বাকরুদ্ধ হলাম। কিছু খুঁজে পেলাম্না। তাই বলতে হচ্ছে ছড়াটি 'তুলনাহীন'।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৯

বাকপ্রবাস বলেছেন: এমন কমেন্ট পেলে আবেগে ভরে যাই। অনেক ধন্যবাদ জানবেন ভাইযান।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটা মশা ডাকছে আয়
একটা মশা যাচ্ছেনা
একটা মশা চুষে খায়
একটা মশা খাচ্ছেনা।

মশার গান গাইলে কি মশা মাফ করে দিবে ???
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ব্রেশ ব্রেশ ব্রেশ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১০

বাকপ্রবাস বলেছেন: মশার গান গাইলে চলবেনা, সেফুদার মতো ট্রস ট্রস ট্রস চালাতে হবে হা হা হা

খুুবই ধন্যবাদ নেবেন স্বপ্নের শঙ্খচিল।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৭

জাহিদ অনিক বলেছেন:





হা হা হা হা সোনাবীজ ভাইএর প্রতিমন্তব্য ভালো হয়েছে। নিশ্চয়ই মশার কামড়েই লাইক চলে গেছে, আমি কিন্তু নিজ ইচ্ছাতেই লাইক দিয়েছি।
মশার কামড় টামড় আমি ডরাই না।
ছড়া ভালো হয়েছে। দুর্দান্ত--- মশায় মশায় প্রেম করলে তাকে বলে মশাকরা ;)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১২

বাকপ্রবাস বলেছেন: মশায় মশায় প্রেম করলে তাকে বলে মশকরা কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ।

ধন্যবাদ রইল কিন্তু কবি ভাই

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৯

স্রাঞ্জি সে বলেছেন:


মশাকে ভালবাসুন। ওহারা দূরে সরে যাবে। :P

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৪

বাকপ্রবাস বলেছেন: বিনে পয়সায় গান শুনায়, ভাল না বেসে পারা যায়?

ধন্যবাদ রইল কিন্তু ভাইযান

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৬

স্রাঞ্জি সে বলেছেন:

বিনে পয়সায় গান শুনায়, ভাল না বেসে পারা যায়?
আরে অবশ্যই না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩১

বাকপ্রবাস বলেছেন: হা হা হা তাইতো ঠিক তাইতো
মশার তুলনা নাইতো।
-

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৪

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ছড়াটা ঠিক ছড়ার মতো

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩২

বাকপ্রবাস বলেছেন: কমেন্টও ঠিক নজর কাড়ার মতো, ধন্যবাদ জানবেন কিন্তু খাইরুল ইসলাম ভাই

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৩

স্রাঞ্জি সে বলেছেন:

মশারর আজকাল সাহস বেড়ে গেছে, তারা কয়েলের উপর নাচ শুরু করে দে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪০

বাকপ্রবাস বলেছেন: মশার কী দোষ বলুন কয়েল যখন নকল
মশার যায়না ধকল
সেই খুশিতে নাচে
কয়েলও থাকে কাছে। :D

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৪

স্রাঞ্জি সে বলেছেন:

হা হা হা হা, দারুণ ছড়া উপহার দিলেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০০

বাকপ্রবাস বলেছেন: হাসছেন আপনি হা হা হা
হাসছি আমি তাও
হাসছে মশা হা হা হা
হাসছে তবে ফাও।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি ছয় নম্বর স্থানটা দহল কইরা নিলাম। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৯

বাকপ্রবাস বলেছেন: হাসু মামার ছয়
কেন নয়
দিলাম ছেড়ে তবে
ছয় আর কানো নয়
হাসু মামারই হবে।
-
ধন্যবাদ মামা
মশার কামড়ে
থামানো যাবেনা, না না।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৯

রাকু হাসান বলেছেন: কি বলবো ! :) মশা কত কানের কাছে ভনভন গান শুনালো কোনো কিছু লিখতে পারলাম । আপনার ছড়া ভালো হয়েছে ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০১

বাকপ্রবাস বলেছেন: মশা নিয়ে আছে আমার আরো অনেক ছড়া
সবই তার মিষ্টি ভাব
নয়তো কোন কড়া।
-
ধন্যবাদ জানবেন রাকু হাসান ভাই

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: রম্য ছড়া, কিন্তু আমার মনে অন্য প্রশ এদে দিল। মশাতো আর নিছক মশা নয়। যাক, আমরা যতটা সম্ভন রক্তচোষক থেকে দূরে থাকার চেষ্টা করবো।

শুভকামনা প্রিয় প্রবাসীভাইকে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

বাকপ্রবাস বলেছেন: চাইলেকী যায়কী থাকা দূরে
আসবে মশা সন্ধ্যা হলে
আসবে তারা দলে দলে
গাইবে গান রক্ত চোষার সুরে।
-
ধন্যবাদ জানবেন দাদা

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: সামান্য একটা মশা
এত ছোট একটা মশা
কিন্তু কি ভয়ঙ্কর!!

মানুষ মেরে ফেলে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

বাকপ্রবাস বলেছেন: মানুষ যখন মশা মারে লাখে
বলবে মশা কাকে?
দুই একটা মরল মানুষ যখন
দূর দূর শুরু হল এখন।
-
ধন্যবাদ জানবেন নুর ভাই

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন সনেট রাজ

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

করুণাধারা বলেছেন: আপনি ছোটদের জন্য দারুন ছড়া লিখতে পারেন, আপনার অন্য ছড়া পড়ে এমনই মনে হয়েছে। যদিও কথাটা বলা হয়নি আগে।আদরের কন্যাদের জন্য একটা ছড়ার বই লিখে উপহার দিতে পারেন।

লিখে চলুন, শুভকামনা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

বাকপ্রবাস বলেছেন: খুবই অনুপ্রাণিত হলাম, হুম আমার অনেক ছড়া শুধু কন্যাদের কথা ভেবেই, বই এর কথা ভাবতে পারছিনা কারন ঠগ বাঁচতে গা উজাড় হবে ভেবে, তবে ভবিষ্যতে ইচ্ছে আছে, আগে লিখতাম হযবরল, এখন চেষ্টা করি যাতে শৈল্পিক মানটা থাকে।

খুবই ধন্যবাদ জানবেন।

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


মশা বাংগালীর ইতিহাসের অংশ হয়ে গেছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

বাকপ্রবাস বলেছেন: হা হা হা
আজকাল মশা মারতে কামানও দাগায় বাংগালী।
-
ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়।

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪

তারেক ফাহিম বলেছেন: গাজি ভাই'র মন্তব্যটি পড়ে না হেসে পারলাম না।

মশার প্রেমে পড়লেন দেখি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৬

বাকপ্রবাস বলেছেন: মশা নিজেরাই প্রেম করছিল, সেটা দেখে আমারও হয়তো প্রেমের দোলা লেগেছে।
ধন্যবাদ রইল তারেক ফাহিম ভাই

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

অচেনা হৃদি বলেছেন: আহা, মশারাও এতো সুন্দর কবিতার নায়ক নায়িকা হতে পারে!
=p~
ভাইয়া কি কখনো ভেবে দেখেছেন মশা কত সাহসী প্রাণী? আমরা মানুষেরা বাঘ সিংহকে খাঁচায় ঢুকিয়ে রাখতে পারি, কিন্তু মশাকে খাঁচায় ঢোকাতে পারি না। উল্টো মশার ভয়ে আমরাই 'মশারী' নামক খাঁচায় ঢুকে বসে থাকি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭

বাকপ্রবাস বলেছেন: তাইতো
ভাবা হয়নাইতো
মশার ভয়ে খাঁচায়
কেমন করে নাচায়
বজ্জাত মশা পাজি
কামান দাগাবো আজি।
-
ধন্যবাদ জানবেন হৃদিপু

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

চঞ্চল হরিণী বলেছেন: হাহাহা, ছড়াটা পড়ে খুবই মজা পেয়েছি =p~ । অন্যদের মন্তব্যগুলো পড়েও মজা পেলাম। দেখলাম মশা রুপকের আড়ালে ভিন্ন অর্থ খুঁজছেন অনেকেই। সেটা খোঁজা যেতেই পারে। আপনি সেই অর্থ বোঝাতে পারেন, নাও পারেন। তবে আক্ষরিক অর্থেই মশাদের
ছড়ায় বর্ণিত এমন বৈশিষ্ট্য আছে বৈকি। পুরুষ মশা কামড়ায় না, শুধু নারী মশা কামড়ায়। পুরুষ শুধু কানের কাছে গুনগুন করে যায় আর নারী রক্তটা চুষে নেয়। পুরুষ মশাদের পুষ্টিটা কিভাবে পূরণ হয় সেটা অবশ্য আমার জানা নেই। তো আপনার ছড়ায় সারারাত মশীয় কাহিনী শেষে সকাল বেলা ঘর বাঁধা পর্যন্ত পড়ে আক্ষরিক অর্থেই এমন নারী-পুরুষ মশার কথা মনে হয়েছে আমার =p~ । হুম, কন্যাদের জন্য ছড়া লিখুন আর ব্লগেও পোস্ট দিন। আমরা পড়ে বিনোদিত হই আর কন্যাদের জন্য এবং আপনার জন্য অনেক
অনেক শুভকামনা করি :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

বাকপ্রবাস বলেছেন: আপনি যেটা কমেন্ট করেছেন আমি সেটা ভেবেই লিখেছি। পুরুষ মশা গুনগুন করে ব্যস্ত রাকে মানুষদের আর সেই ফাঁকে স্ত্রী মশা রক্ত চোষে নেয়। সাথে তাদের প্রেমটা বয়ান করে দিলাম, সংসার ও বাঁধিয়ে দিলাম। একটা সুখের সংসার। চাইলে থাপড়িয়ে মারা যেত আমি সেটা চাইনি, আমি চাই তারা থাকুক সুখে শান্তিতে।

কন্যাদের ব্যাপারটা হলো, আমি প্রবাসে থাকে, প্রথম কন্যা উমামা, তার বেড়ে উঠা দেখছিনা তায় বউকে রিকোয়েষ্ট করি ছবি দেবার জন্য প্রতিদিন। সেই সুবাদে প্রতিদিন ছবি আসতে থাকে। ফেইসবুক ব্লগে শুধু শুধু ছবি পোষ্ট করা আমার ধাচে নেই, আমার আদরের কন্যর ছবি প্রতিদিন দেখতে সবার ভাল লাগবেনা। তায় ছবি পাবার সাথে সাথে তাৎক্ষনিক ছড়া লিখে ফেলতাম অপিষ এর কাজের ফাঁকে, ছড়া সমেত ছবি পোষ্ট করতাম। প্রচুর ছড়া লেখা হয়েছে আমার বড় কন্যা সুবাদে। ছবি পেলেই কোথা হতে ছড়াও চলে আসতো।

-
খুব করে ধন্যবাদ রইল কিন্তু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.