নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ডাক

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩১


আকাশ আমার ভাল লাগে
জ্বলে গ্রহ তারা
মেঘগুলো যে ভেসে বেড়ায়
যেন বাঁধনহারা।

পাহাড় আমায় কাছে ডাকে
সবুজ পাতার বন
পাখপাখালীর সুরে মেতে
নেচে উঠে মন।

ঝর্ণা আমায় কেবল টানে
জোয়ার-ভাটা, নদী
নদীর জলে নাইতে পারো
সাঁতার জানো যদি।

সাগার আমায় কেবল ভাবায়
পাহড়াসম ঢেউ
সাগর তীরে ঝিনুক কুড়াই
ডাকছে আমায় কেউ?

আমার দেশের মাটি আমায়
ডাকছে কেমন করে
ডাকছে আকাশ, পাহাড়, নদী
আসবি কবে ঘরে।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: মায়ের ছেলেকে মা'ই ডাকবে! খুব ভাল লেগেছে ভাই।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

বাকপ্রবাস বলেছেন: প্রবাস থাকিতো তায় মাটি ডাকে, খোকা আয়
আমিও আসতে চাই
সময় বলে এখন নয়
তখন নয়
কখন হবে সময়
আমার যে খুব ইচ্ছে হয় মাটির কাছে যাই।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

অভিশপ্ত জাহাজী বলেছেন: সাবলীল ভাষায় কত কিছু তুলে ধরলেন। ভালো হয়েছে দাদা ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

বাকপ্রবাস বলেছেন: অভিশপ্ত জাহাজী
কিসের অভিসাপ বাবাজি
অভিশাপ পুড়ে যাক
ছাই হয়ে উড়ে যাক
সা রে গা মা পা জি
-
ধন্যবাদ জানবেন কিন্তু

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

এস এম বাশার বলেছেন: মা তো সর্বদাই তার সন্তানের জন্য অপেক্ষায় থাকে, কবে আসবে ঘরে তার সন্তানেরা। অসাধারন ভালো লাগলো...

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ বাশার ভাই
আমার ঘরে এলেন তায়

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

হাবিব মোহাম্মদ ইমরান বলেছেন: সুন্দর।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৩

বাকপ্রবাস বলেছেন: হাবিব মোহাম্মদ ইমরান
দিনে চার ডিম খান
খেতে খেতে ভুলে যান
খান আরো দুই খান।
-
ধন্যবাদ রইল কিন্তু

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০১

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর বলেছেন প্রিয়, শুভ কামনা সব সময়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

বাকপ্রবাস বলেছেন: শুভ্র বিকেল
থেকো রোজ ছাদে
অনামিকা আসবে
খানিক বাদে।
তারপর কী হবে?
যা হবার তা
ওসব নিয়ে আর
কিছুই ভাবছিনা।
-
ধন্যবাদ রইল কিন্তু

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

অভিশপ্ত জাহাজী বলেছেন: এটাও ভালো ছিলো দাদা। ধন্যবাদ।
অভিশাপটা রিচুয়ালিস্টিক না। যেমনটা আমি বাস্তবে জাহাজী নই তেমনি অভিশাপটাও রূপক।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

বাকপ্রবাস বলেছেন: রূপকেই চলছে আমাদের মনটা
রূপকেই রঙ্গিন সময় ও ক্ষণটা
রূপকে কেটে যাক জীবনের মানে
কতো রূপ ছড়াবে রূপকই জানে।
-
ধন্যবাদ জানিয়ে রাখলাম।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

তারেক_মাহমুদ বলেছেন: বাহ দারুণ। +

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

বাকপ্রবাস বলেছেন: তারেক মাহমুদ ভাই
গল্প লেখায় জুড়ি নাই
আমার ব্লগে আসলেন তায়
ধন্যবাদ পুরোটাই

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

নজসু বলেছেন: সুন্দর ছন্দ। ভালো লাগলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন নজসু
আজ কাল বা পরশু
ধন্যবাদ জানবেন প্রতিদিন
সাথে শুভেচ্ছা, এই নিন।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন: সুন্দর কবিতা, এই কবিতা পড়ে মনে হচ্ছে একবার গ্রামের বাড়ী যাওয়া জরুরী - সেখানে আমার ছোটবেলার স্মৃতী আমাকে ডাকে প্রতিদিন প্রতি সময় ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

বাকপ্রবাস বলেছেন: ঘুরেই নাহয় আসুন এবার
দেখে আসুন গ্রামটা
শরীরময় মেখে আসুন
গাও গেরামের ঘ্রাণটা।
-
ধন্যবাদ জানবেন ঠাকুর মাহমুদ ভাই

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
সহজ সরল ভাষা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

বাকপ্রবাস বলেছেন: গাও গেরামের ভাষা
সহজ সরল হয়
শহুরে জীবন মানেই
ভীষণ জটিলময়।
-
ধন্যবাদ জানবেন নুর ভাই

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: দেশের চমৎকার প্রকৃতির চমৎকার বর্ণন। মুগ্ধতা ভাইজান।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

বাকপ্রবাস বলেছেন: জুনায়েদ বি রাহমান (ভাই)
যাবেন যদি আহ্, যান
ঘুরে আসুন গ্রামটা
মন হবে ফুরফুরে
সতেজ আর কুড়মুড়ে
ভরে যাবে প্রাণটা।
-
ধন্যবাদ বড়ভাই

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: যেতে তো চাই
যদি সময় পাই
কোনোএক শীতে-
মাঠেঘাটে ঘুরবো
প্রকৃতি দেখবো
প্রফুল্ল মনে।

দোয়া রাখবেন ভাইজান।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

বাকপ্রবাস বলেছেন: আমিন।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

মনস্বিনী বলেছেন: সুন্দর হয়েছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৩

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন মনস্বিনী

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

বাকপ্রবাস বলেছেন: অভিজ্ঞজনদের ভাল লাগলে সাহসটাও একটু বাড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.