| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
শোন বলিরে পাগল মন
জঙ্গলে এক গুহা আছে
পাবি গুপ্ত ধন।।
গুহার মুখে সর্প বাস
কলা কানুন না জানিলে
হবে সর্বনাশ।
ভিতর যাবি বাহির হবি
রসেরসে মজা পাবি
এমন মজা আর ছাড়েনা
ফুুরাইলেও ক্ষণ।
পাবি গুপ্তধন।। 
গুহার ভেতর সুড়ঙ্গ এক
পাবিনা তার তল
ক্ষণেক্ষণে দিনগুণে
ছাড়ে লাভাজল।
গুহার ভেতর নাই আলো
দেখবে যদি মোম জ্বালো
মোম ফুরালে চুুপটি মেরে
থাকরে কিছুক্ষণ।
পাবি গুপ্তধন।।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১৮
বাকপ্রবাস বলেছেন: গুহা মারার প্ল্যান করেছেন। 
ধন্যবাদ জানবেন নুর ভাই
২| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় প্রবাসীভাই, 
ভাল ছড়া হয়েছে।  
শুভকামনা রইল।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১৯
বাকপ্রবাস বলেছেন: এটা গান হিসেবে লিখেছি বড় ভাই। দেহবাদী গান।
-
ধন্যবাদ রইল কিন্তু
৩| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৭
আবু হাসান লাবলু বলেছেন: গুপ্তধনের আশায় আমি 
সব গিয়েছি ভুলে
পাবার আশায় দিন ফুরালো
আমার নাও ফিরলো না কূলে।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৩
বাকপ্রবাস বলেছেন: নায়ের মাঝি জানলে কানুন
হইতনা এই দশা
বৈঠা ধরে হাল ছাড়িলে
নাইরে ফেরার আশা।
-
ধন্যবাদ জানবেন লাবলু ভাই
৪| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মোম, মশালে হবে না, টর্চলাইট নিয়ে যেতে হবে...
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৪
বাকপ্রবাস বলেছেন: বুদ্ধি খারাপনা। 
ধন্যবাদ রইল প্রতিক্রিয়া ভাই
৫| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৪৫
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৪৯
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন বড়ভাই
৬| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
গুপ্ত তত্ত্বের গুপ্ত খনি
আনলে সবার সামনে টানি
কেমন মহাজন
গুপ্তধন পাবে দূর, যায়-বুঝি জীবন।
সাধু সন্ত তলাল অতল
রসের নেশায় বেভুল
আমজনতা পায়না খুঁজে
তার কিনারা কুল ![]()
অটল মহাজন যে জন
টল অটলের খেলা বোঝে
সেই বুঝি গুপ্ত ধনের
আশা খানিক করতে পারে ![]()
একবার যে পেয়েছে সে ধন
দুজাহানের হয়েছে ধনী
গুরু মন্ত্র না লয়ে মন
যাসনে ওপথে, হবি খুনি। 
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৫২
বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন বিদ্রোহী ভৃগু । পুরো গানটা তুলে এনেছেন। বাউলদের গানগুলো বুঝতে বা ধরতে পারলেই মজা। আপনার এই কমেন্ট আমার পোষ্টকে সমৃদ্ধ করেছে বহুগুণে।
৭| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৪৯
আবু হাসান লাবলু বলেছেন: মোম, মশালে হবে না, টর্চলাইট নিয়ে যেতে হবে...
দিনের আলোয় আধার দেখি
রাতের কথা বলব কি
গুহার মাঝে জাহাজ চলে
টর্চলাইটে চলবে কি?
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৫৭
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা জব্বর কমেন্ট করেছেন, হাসি ছাড়া কথা নাই
৮| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৯
হাবিব ইমরান বলেছেন: সুন্দর ।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৯
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন দার্শনিক ভাই
৯| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৭
অচেনা হৃদি বলেছেন: ভাইয়া একটা কমেন্ট দেবো কিছু মনে করবেন না। 
আমার মাথাটা খারাপ হয়ে গেছে, ইদানিং সবকিছু কেন যেন ১৮+ মনে হয়। আপনার এই সুন্দর ছড়াটিকেও ১৮+ মনে হচ্ছে! ![]()
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৪
বাকপ্রবাস বলেছেন: হুম। ঠিকই ধরেছেন।
১০| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৮
চাঁদগাজী বলেছেন: 
আপনি জানেন, কি ভেবে কি লিখেছেন
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৪
বাকপ্রবাস বলেছেন: হুম জানি।
১১| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আধ্যাত্মিক মনে হলো। আপনি জানেন, গুহাটা কোন জায়গায় অবস্থিত?
 
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৫
বাকপ্রবাস বলেছেন: বনের মাঝে।
১২| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৭
আরোগ্য বলেছেন: metaphor
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩১
বাকপ্রবাস বলেছেন: হুম, এটা বাউল ঘরনার লেখা, গান হিসেবে লিখেছি।
১৩| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪১
স্রাঞ্জি সে বলেছেন: 
খাগড়াছড়ি আলুঢিলা গুহা মুখ মনে হচ্ছে। এটা। ছবি টা কোথায় থেকে নিয়েছেন।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪২
বাকপ্রবাস বলেছেন: ছবিটা মানুষের দৃষ্টি অন্যদিকে রাখার জন্য। লেখার সাতে এই গুহার প্রতিকি সম্পর্ক। ছবি গুগল থেকে নেয়া।
১৪| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:০২
মনিরা সুলতানা বলেছেন: বেশ লিখেছেন !
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:২৮
বাকপ্রবাস বলেছেন: আপনার আগমনে ধন্য হলাম। শুভেচ্ছা জানবেন
১৫| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:৩২
সূচরিতা সেন বলেছেন: ভাল ছড়া লিখেছেন দাদা। আমারো মাঝে মাঝে গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পরতে মন চায়।
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৩৬
বাকপ্রবাস বলেছেন: খুঁজতে গিয়ে গুপ্ত ধন
লুপ্ত হল পাগল মন
খুঁজি এখন জনজন
মন পাব কোথায়!
কোন গ্রহে তার বাস
কয়দিনে তার হয় মাস
তার কী আছে প্রেমের চাষ
মন কারে সুধায়।
-
অ দিদি ধন্যবাদ নিবেন খুব করে
১৬| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:১৬
মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাই বাংলাদেশেে কী গুহা আছে আর থাকলেও কী এমন গুপ্তধন আছে। থাকলে জানাবেন মোম নিয়ে বেরিয়ে পড়ব।    ![]()
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৩৭
বাকপ্রবাস বলেছেন: এটা দেহতত্ত এর উপর একটা গান ভাইযান।
১৭| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৪০
মেহেদী হাসান হাসিব বলেছেন: তবুও বেশ হয়েছে।
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৪৩
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন হাসিব ভাই, আমার শ্বশুর এর নাম দখল করে আছেন হা হা হাসিব উল্লাহ নাম।
১৮| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৪৭
মেহেদী হাসান হাসিব বলেছেন: 
 কফাল আমার!!
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ২:১০
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা হা
১৯| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৩৯
এ.এস বাশার বলেছেন: পড়লাম কিন্তু গুহার ভিতরে প্রবেশ করতে পারলাম না বড় ভাই,,,,,,
খুব আধ্যাত্মিক লাগলো..................
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:০৬
বাকপ্রবাস বলেছেন: গুহার ভেতর আমারও প্রবেশ হয়নাই, তায় গুহার বাইরেই ঘুরপাক খাইলাম।
অনেক ধন্যবাদ  জানবেন বাশার ভাই।
২০| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন: বেড় করে লেখা থাকা উচিত 
“প্রবেশ নিষেধ 
ড্যান্জারাস জোন”
এই ছবি কোন জায়গায়? এই পথে অন্য কোনো গ্রহে চলে যাবো নাতো ? বলা যায় না সম্ভবত এই গুহাতে আছে টাইম ডায়ালেশন টাইম মেশিন !!! ???
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৫২
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হ এটা ড্যান্জারাস জোনই, এই গুপ্ত ধনের জন্য কতো কিছু হয়ে যায়।
ধন্যবাদ ভাইজান মূল্যবান মতামত দেবার জন্য।
২১| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৮
রক বেনন বলেছেন: জ্ঞান পাওয়া যাবে কি? গুহ্যজ্ঞান?  ![]()
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১১
বাকপ্রবাস বলেছেন: ধ্যানে বসলে পাওয়া যেতেও পারে, যুগে যুগে মহা মনিষীরা গুহায় ধ্যান করে আলোকবাতিকা জ্বালিয়েছেন সভ্যতার।
ধন্যবাদ জানবেন রক বেনন
২২| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতার দিকনির্দেশনা খুবই ..... ভালো ফান
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৫
বাকপ্রবাস বলেছেন: হা হা আপনাকেই দরকার এটা গাওয়ার জন্য
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: গুহাতে যদি যেতেই হয় মোমে কাজ হবে না। ,মশাল নিতে হবে।