| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
সন্দেহ নাই, সন্দেহ নাই
নাইযে কোন সন্দেহ নাই
যেখানে যাই যেদিক তাকাই
তোমাকেই যে দেখিতে পাই।।
তোমার রূপের একি বাহার
এই সমতল এই যে পাহাড়
পাহাড় মাঝে ঝর্ণাধারা
নদী এসে সাগরে মেলায়।
সন্দেহ নাই, সন্দেহ নাই
নাইযে কোন সন্দেহ নাই।।
তোমার গুণের নাই সীমানা
সর্বখানে পাই ঠিকানা
আসমান জমিন ভেবে না পাই
সবখানে তুমি কোনখানে নাই।
সন্দেহ নাই, সন্দেহ নাই
নাইযে কোন সন্দেহ নাই।।
দুনিয়াদারী নয়তো দামি 
তোমার প্রেমে মজনু আমি
কোন পথে যাই কিভাবে যাই
সব পথেইযে তোমাকে পাই।
সন্দেহ নাই, সন্দেহ নাই
নাইযে কোন সন্দেহ নাই
তোমার প্রেমে কাঙ্গাল আমি
তাতে কোন সন্দেহ নাই।।
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৫৩
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন আহসান ভাই
২| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৫০
নীল আকাশ বলেছেন: দো জাহানের পরোয়ারদিগার
সত্যি যে তুমি মহান 
তাতে কোন সন্দেহ নাই। 
অসাধারন! আল্লাহ আপনার এই লেখা কবুল করে নিক। আমীন।  
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৫৪
বাকপ্রবাস বলেছেন: এমন কমেন্ট পেলে মনপ্রাণ চাঙ্গা থাকে। খুব করে ধন্যবাদ জানবেন কিন্তু
৩| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৫২
আরোগ্য বলেছেন: প্রকৃতি প্রেম নাকি ঈশ্বর বন্দনা ?
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৫৪
বাকপ্রবাস বলেছেন: সর্বখানে ইশ্বরের অবস্থান তায় যাহাই দেখি ইশ্বরকেই দেখি।
৪| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:২২
অভিশপ্ত জাহাজী বলেছেন: আকাশ পাতাল খুঁজিস যারে এই দেহে সে রায়. -লালন 
বান্দা যখন তার শরীরের প্রতিটি অঙ্গ পতঙ্গকে নিয়ন্ত্রণ করতে পারবে কেবল তখনি খোদার দেখা পাবে। ইমাম গাজ্জালী 
এল লিখেছেন দাদা ++
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৪৬
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন জাহাজী ভাই। বাউলরা শরীর এর ভেতর দুনিয়াটা দেখে, দুনিয়াটা শরীরে ঢুকে যায়। তায় শরীরকে জয় করতে পারলে দুনিয়া  জয় হয়ে যায়, খোদাকেও পাওয়া হয়ে যায়। গাজ্জালীও তাই বলল দেখলাম, খোদাকে পেতে হলে শরীর এর নফস কে জয় করতে হবে।
আপনার কমেন্ট অনেক মূল্যবান ছিল তায় ধন্যবাদ অফুরান।
৫| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: সন্দেহ নাই সন্দেহ নাই,
লায়লা প্রেমে মজনু যেমন
তাতে কোনও সন্দেহ নাই,  
ঠিক তোমাতে পাগোল আমি,  
ভেবে আমার দিন যে যাই,
তাতে কোনও সন্দেহ নাই।। 
সাগর - পাহাড় ঘুরে ফেরে
তোমার রূপে মোহিত হয়ে
সকাল - সন্ধ্যে ঘুুম আসেনা,  
তাতে কোনও সন্দেহ নেই।।
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৪৬
বাকপ্রবাস বলেছেন: সন্দেহ নাই পদাতিক ভাই
একসাগর ধন্যবাদ আর ভালবাসা আপনাকে
সন্দেহ নাই।
৬| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:০৫
অভিশপ্ত জাহাজী বলেছেন: স্বাগতম জানবেন। আরো লিখে যান। পাশে আছি।
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৪
বাকপ্রবাস বলেছেন: উৎসাহ পেলাম, শুভেচ্ছা জানবেন
৭| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:১৪
ব্লগ মাস্টার বলেছেন: 
কবিতা ভালো লেগেনি ।রেটিং মাইনেস। 
 
http://www.somewhereinblog.net/blog/juwelishlam0/30254156
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:০৯
বাকপ্রবাস বলেছেন: মাথায় পুরে মাইনাস নিয়া
বেঁচতে গেলাম বাজারে
কেউবা চাইল মাগনা আর 
কেউবা চাইল হাজারে।
ব্লগ মাষ্টার মাইনাস তোমার
লাগল ভাল কী যে
সেই খুশিতে কান্না এলো
চোখটা গেল ভিজে।
৮| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: সন্দেহ খুব খারাপ জিনিস।
সন্দেহ না থাকাই ভালো।
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৩
বাকপ্রবাস বলেছেন: সন্দের ছিলনা, আপনি ঢুকাই দিসেনে। হা হা হা
৯| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৫০
হাবিব মোহাম্মদ ইমরান বলেছেন: অনেকদিন পর মনের মতো একটা কবিতা পড়লাম। ধন্যবাদ।
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৩
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন মিতা, আমার নামও হাবিব
১০| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  ভোর ৫:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন: কাঙ্গাল বাঙ্গাল
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৫৭
বাকপ্রবাস বলেছেন: হা হা হা 
তাইতো, ভাবিনাইতো
-
ধন্যবাদ রইলতো
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৪৯
ইয়াকুব আহসান বলেছেন: বাহ! কি সুন্দর লেখা ।