| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
ব্লগার যারা লিখে ফাইন জ্ঞানে গুণে সেরা
কারো আগে পিছে নাই দেয়না কোন প্যারা।
কমেন্ট করলে দেয়না জবাব চুপটি মেরে রয়
অন্যের পোষ্টে যায়না কভূ যেন ভূতের ভয়।
ঠিক করেছি আমিও তবে থাকবো চুপ মেরে
যা লিখেছে পড়ব তবে কমেন্ট হবেনা ঝেড়ে।
তবেই তাদের বোধ হবে আর দম্ভ হবে সার
মনের দুঃখে ব্লগের খাতায় লিখবেনাতো আর।
দু'দিন বাদে আসবে ফিরে দেখে নিও পরে
দু'চার কমেন্ট করবে তখন গিয়ে অন্যের ঘরে।
বউটা যেমন রাগ করে আর ওপাশ ফিরে থাকে
বরটা যখন নাক ডাকে আর চায়না ফিরে তাকে।
ঠিকই বউ চিমটি কাটে হঠাৎ থেকে থেকে
এভাবেইতো ঘর সংসারে প্রীতি আসে ঝেকে।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৩
বাকপ্রবাস বলেছেন: অনেকের লেখা পড়ি কিন্তু কমেন্ট করিনা কারন তারা শুধু নিজেদের লেখা পোষ্ট করতে আসে
২| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৯
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৩
বাকপ্রবাস বলেছেন: এটা আসলে কবিতা বা ছড়া হিসেবে লিখিনাই মনের অভিব্যাক্তি ছন্দে ছেড়ে দিলাম
৩| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
বলতে দ্বিধা নেই
এই দোষটি আমার আছে
শতভাগ। তবে অবহেলায় নয়
সময়ের অভাবে।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৩
বাকপ্রবাস বলেছেন: হুম, আমিও আগে পোষ্ট দিয়ে চলে যেতাম কিন্তু কমেন্ট আশা করতামনা কারো পোষ্টে করতামও না। তায় পোষ্টগুলো রুগ্ন হয়ে থাকতো।
৪| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫০
তারেক ফাহিম বলেছেন: মনের ভাব  
  
ছড়াকারে ভালো লাগলো।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৪
বাকপ্রবাস বলেছেন: আমি এখন ওটাই করি, ভাল লেখা পড়ি কিন্তু তিনি যদি কারো পোষ্টে কমেন্ট না করে আমিও করিনা
৫| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন: 
নূর মোহাম্মদ নূরু বলেছেন, "বলতে দ্বিধা নেই এই দোষটি আমার আছে শতভাগ। তবে অবহেলায় নয় সময়ের অভাবে "
-সামুদ্রিক কচ্ছপের মতো, ডিম দিয়ে চলে যান?
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:১০
বাকপ্রবাস বলেছেন: নুরু ভাই এর সাথে আপনার আদর মহব্বত একটু বেশী আছে, উনি বিজি থাকলে আপনি ওনার হয়ে দুই একটা কমেন্ট করে দিতে পারেন হা হ হা হা
৬| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৯
মাহমুদুর রহমান বলেছেন: বাহ,চমৎকার।
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:১০
বাকপ্রবাস বলেছেন: অমৎকার? ধন্যবাদ রইল কিন্তু
৭| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:২২
জুন বলেছেন: ঠিক করেছি আমিও তবে থাকবো চুপ মেরে। 
যা লিখেছে  পড়বো তবে কমেন্ট হবে ঝেড়ে।     
 
  ![]()
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:১২
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা আপনি ওদার তায়
ঝাড়তে থাকুন যতো পারা যায় 
 
-
ধন্যবাদ নিতে ভুলবেননা
৮| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: আপনি ছড়া খুব ভালো লিখেন।
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:১৩
বাকপ্রবাস বলেছেন: চেষ্টা করি তবে
হয়না ভাল মোটে
সাহব বাড়ে খুব
প্রশংসা যখন জুটে।
-
ধন্যবাদ রইল খুব করে
৯| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৪৬
ঢাবিয়ান বলেছেন: 
  ![]()
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:১৪
বাকপ্রবাস বলেছেন: দাত দুটো পোকে ধরা
চশমাটা ঘোল
মাংস দিয়ে পোলাও দিলাম
খাচ্ছেন মাছের ঝোল।
১০| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৪৭
রাকু হাসান বলেছেন: বাহ ছড়াতেই সব বুঝিয়ে দিলাম  
  । চমৎকার ছড়া ।
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:১৭
বাকপ্রবাস বলেছেন: বলব যখন ছন্দে্ই বলি 
চলি ছন্দ দিয়ে
ছন্দ আমর অস্থি মজ্জায়
ঘুমাই ছন্দ নিয়ে।
মুশকিল হল ভাই
লুঙ্গিটাও ছন্দে মাতে
জেগে দেখি নাই।
কোথায় গেল চলে
এথায় খুঁজি সেথায় খুঁজি
পেলাম খাটের তলে।
১১| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:১১
স্রাঞ্জি সে বলেছেন: 
বানর কে ঢিল মারলে, বানর কাছ থেকেও পাবেন।
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:২১
বাকপ্রবাস বলেছেন: ঢিল খেয়ে বান্দর 
নাচতো যদি বটে
ঢিল দুটো নাহয়
মেরে দিতাম তবে।
১২| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৩২
অচেনা হৃদি বলেছেন: চুপ থাকিয়া রূপ দেখিলে
ব্লগের কাজটা কি? 
মন মাতিয়ে কইলে কথা 
দোষটা তাতে কি? 
বলো কথা কমেন্ট করে 
ভালো খারাপ সব, 
একদিন আবার ফিরবে সবে
জুটবে কলরব। 
আমার তো ভাই নেই যে সময় 
মন্তব্যের তরে, 
লাইক দিয়েই দায়টা সারি 
ফিরি নিজের ঘরে। 
কমেন্ট দিলে কমেন্ট মিলে 
সামুর রীতি তাই, 
তাই তো কমেন্ট দেবার পাবার 
মনটুকু আর নাই। 
লিখব আমি নিজের ঘরে 
নীরব যাতন নিয়ে, 
পারলে তুমি বলবে সেথা 
সুমন রতন দিয়ে। 
মন যে আমার পাগলা ঘোড়া 
ছুটছে দিনে রাতে, 
ব্লগের মায়া যাচ্ছে কেটে 
বসছে সোনার পাতে। 
ব্লগে আছে মুক্তো দানা
সোনা রূপার অভাব, 
মুক্তো দানায় ভরবে না মন 
লোভী আমার স্বভাব। 
মুক্তো ছেড়ে খুঁজছি সোনা
তাই ঝুঁকেছি কাজে, 
কমেন্ট করার সময় কোথায় 
প্রিয় সামুর মাঝে?
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:৩৭
বাকপ্রবাস বলেছেন: দূরে ঠেলে দিচ্ছ জানি
মনে রেখ বটে
দুচারটা দিন যাকনা দেখি
কেমন কান্ড ঘটে।
ঘুম হবেনা ভাত খাবেনা
অস্থিরতায় মোড়ে
খাতা কলম চেয়ার টেবিল
মারবে তখন ছুড়ে।
কী হয়েছে ভাববে সবাই
ব্যাপার খানা কী?
এমন কেন করছে শোনা
অচেনা হৃদি।
ডাক্তারে আর কাজ হবেনা
ঘুমের অষুধ দেবে
মুখের রুচি কোথায় যাবে
বুঝবেনা তা ভেবে।
ঘুরেফিরে ব্লগেই আবার
আসবে ফিরে যবে
সব মুশকিল আসান হবে
দেখতে পাবে তবে।
১৩| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  ভোর ৪:১৩
ওমেরা বলেছেন: এখানে তো আপনাকে বেশ এ্যাকটিভ দেখছি, এটা ভাল।
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:১০
বাকপ্রবাস বলেছেন: ফেইসবুক ডিএকটিভ রাখাতে পুরো সময়টা এখানে দিই
১৪| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:৪১
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! ভাইজান বাঃ
কবিতায় প্লাস।
বাই দ্যা রাস্তা, এমন কবিতা পড়লে বিয়ে করার ইচ্ছেটা নতুন করে ডানা মেলে!
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:৫১
বাকপ্রবাস বলেছেন: হা হা হা  
করতে থাকুন বিয়ে
খাবেন নুন দিয়ে
১৫| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
মনের কথা এমন করে বলে নাকি কেউ
কাব্যখানা পড়ে উঠল মনে দুঃখের ঢেউ।
এই যদি হয় ব্লগারদের নীতি
কোথায় তবে রীতি ?
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:২৯
বাকপ্রবাস বলেছেন: মাঝে মাঝে একটু যদি লাগে মুখে ঝাল
এমন কী আর ক্ষতি পুড়লে একটু গাল
তবুও যদি একটিভ হয় গণ্য মান্যরা
আমরাও তো ধন্য হই আছি নগণ্যরা।
১৬| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৫
তারেক_মাহমুদ বলেছেন: আমারো ইদানীং কমেন্ট করতে অলসতা লাগে সবার লেখাই পড়ি কিন্তু কমেন্ট করা হয় না।আর যেগুলি করি তা অল্প কথায় শেষ করি। সুন্দর ছড়া। ++
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৩২
বাকপ্রবাস বলেছেন: হুম, কমেন্ট করা মাঝের মধ্যে সমস্যা বৈকি। ধরুন পড়লাম, ভাল লাগল কিন্তু কমেন্ট করতে গিয়ে ভাষা খুঁজে পাইনা, ভাল হয়েছে বা লাগল শব্দটা লিখে চলে আসা হয়। কথাটার অন্যতম অর্থ দাঁড়ায় আমি হাজিরা দিয়ে গেলাম। তায় ব্লগে যদি একটা পয়েন্ট থাকতো ক্লিক দেয়া মানে আমি পড়েছি আর ভাল লেগেছে আর কারা কারা ক্লিক করেছে তার নামটাও প্রকাশ পেলে আমাদের সুবিধা হতো লেখার ঝামেলা এড়িয়ে যাওয়া যেত আবর হাজিরাটাও হয়ে গেল।
১৭| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৩২
মনিরা সুলতানা বলেছেন: 
 ![]()
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৩৪
বাকপ্রবাস বলেছেন: হাসনে নাকি জানেনা কেউ কে বলেছে বোন
এই দেখনা মনিরা আপু হেসেই হলো খুন।
-
ধন্যবাদ রইল কিন্তু
১৮| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৫৬
কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা ! মজা লাগলো  
 তবে ভাইয়া রাগ না করলে খুশী হবো  ![]()
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৮
বাকপ্রবাস বলেছেন: রাগ করিনাই রাগ করিনাই
দিলাম একটা ঝারা
দেখি এবার ব্লগ পাড়ায়
মেলে কেমন সাড়া
১৯| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:০০
সৈয়দ ইসলাম বলেছেন: 
রেগে গেলেন তো হেরে গেলেন!  
 
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৯
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা 
হাসি পেল হা
তবে কিন্তু এতো সহজে
রেগে যাচ্ছি না
২০| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:০১
জাহিদ অনিক বলেছেন: 
বউ না হয় স্বামীকে চিমটি দিয়ে সংসারে শান্তি ফিরিয়ে আনবেন- ব্লগারদের চিমটি দেবে কে ?
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৪২
বাকপ্রবাস বলেছেন: এই যে আমি দিলাম
চিমটি হেসে হেসে
কাজ হবে হয়তো
কমেন্ট দেবে ঠেসে
২১| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
চাঁদগাজী বলেছেন: 
-সামুদ্রিক কচ্ছপের মতো, ডিম দিয়ে চলে যান?
ডিমে তা দেয়া গাজীসাবের কাজ!!
উনি বিরামহীনভাবে নিষ্ঠার সাথে 
ওনার ডিউটি পালন করছেন
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৩
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা 
একত্তর শেষ হল বটে  আপনাদের সংগ্রাম রয়ে গেল অস্ত্র এখন কিবোর্ড যুদ্ধক্ষেত্র ব্লগপাড়া
২২| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২১
ল বলেছেন: ছড়ায় তুমুল ঝড় তুললেন দাদা
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩০
বাকপ্রবাস বলেছেন: আমার লেখালেছির সূত্রপাত ব্লগে কমেন্ট করতে গিয়ে, কমেন্টগুলো ছড়া হয়ে যেতো, তারপর সেই কমেন্টই পোষ্ট করতাম
২৩| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৮
আরোগ্য বলেছেন: দারুণ লিখেছেন।
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২১
বাকপ্রবাস বলেছেন: আরোগ্য আরোগ্যই থাকুক চিরকাল
উলোট পালট হয়ে যাক আকাশ পাতাল
আরোগ্যই কাম্য সেটাই চাই
আমার ব্লগের আসার জন্য ধন্যবাদ জানাই
২৪| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪২
দৃষ্টিসীমানা বলেছেন: আপনি  ভাল লিখেছেন , আমিও মাঝে মাঝে খুব দুঃখ পাই যখন আমি চমৎকার এবং সঠিক সহজ পদ্ধতির রান্নার  রেসিপি  ব্লগে পোস্ট করি কিন্তু খুব কম 
মন্তব্য পাই ,  মনে হয় আজকাল যা ইচ্ছা তা ফোন করলেই বাসায় এসে যায় , তাহলে এত কষ্ট করে তৈরি করার দরকার কি তাই রান্নার রেসিপি নিয়ে কেউ খুব বেশি উৎসাহিত হয় না । ভাল থাকুন  
 । 
        
 
২১ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:২৩
বাকপ্রবাস বলেছেন: আহা এক সময় রান্না নিয়ে কতো সময় ব্যায় করতাম, এখন পয়সার অভাবে রান্না করাই ছেড়ে দিয়েছি। একদিন সময় করে আপনার রান্না গুলো পড়ে নেব। এটা সেটা বানিয়ে ফেইসবুকে ছাড়তাম, রান্নাগ্রুপ থেকে কমেন্ট আসতো আপু এটা কী করে বানালেন, রেসিপি প্লিজ। আসলে আমার নিক আইডিতে আমার কন্যার ছবি থাকে তায় আমাকে মেয়ে হিসেবে ধরে নিত, আর যেহেতু রান্নাবান্না তায় নিক নেমটা পড়তনা। আমার ছোট বোন সেটা খেয়াল করত, সেও মজা করে আমাকে কমেন্ট করতো, আপু রেসিপিটা দিন প্লিজ।
২৫| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি আছি এই দলে!! হুটহাট ব্লগে আসি এবং সময়ের অভাব এটা চরম সত্যি ! কিন্তু আপনার আক্ষেপের সাথে একমত! শুভ কামনা! ছন্দময় কবিতা বেশ হয়েছে!
 
২১ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:২৬
বাকপ্রবাস বলেছেন: সামুতে আমার এটা তৃতীয় ধাপ আসা, প্রথম দুই ধাপ পর্যন্ত আমি সামুতে আসতাম লেখা জমা রাখার জন্য, লিখা ছেড়ে দিয়ে চলে যেতাম, কেউ কমেন্ট করলে রিপ্লাই দিতাম কিন্তু আমি কমেন্ট এর জন্য পোষ্ট করতামনা, আর অন্যের লেখাতেও কমেন্ট করতামনা, ব্লগই পড়তামনা, শুধু ডাইয়রী লেকার মতো ব্যবাহার করতাম। এখন একমাত্র সামুতেই লেখি পড়ি কমেন্ট করি। সময় অভাবে বড় লেখা পড়িনা, বড় লেখা পেলে মাঝের মধ্যে আন্দাজ করে কমেন্ট করে দিই, ছোট লেখা পড়ি। ছড়া আর অণুুগল্পে আমার আগ্রহ বেশী।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৯
চাঁদগাজী বলেছেন:
ব্লগারদের বুঝতে হবে