নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ভুল

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬



যতোটা ভুল ভেবেছো তুমি ততোটা ভুল আমি নই
ভুলটা নিয়ে চলে গেলে সেটাই তোমার ভুল ছিল
আমারওতো শরীর, মন দুঃখ পেলে কষ্ট হয়
কষ্টে আমার বুকের ভেতর, চোখের জল টলছিল।

যতোটা প্রেম দিলে তুমি হয়তো আমি যোগ্য নই
ভাবছো আজ পথের কাটা দুদিন আগে ফুল ছিল
এতোটা হীন নইতো আমি মিছে কেন পাচ্ছো ভয়
শূন্য হৃদয় মানছিলনা ফোন করাটাই ভুল ছিল।

যতোটা অবজ্ঞা করছো আমায় মোটেও তা প্রাপ্য নই
তোমার সুখে হিংসে আমার সেই ধারণায় ভুল ছিল
আর হবেনা ভুল আমার মানুষইতো জড় নই
যোগাযোগের সব ঠিকানা মুছতে বুক কাঁপছিল।

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সুন্দর।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন শাহ্ ভাই

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: সহজ সরল কবিতা। ভালো লাগলো।


শুভকামনা প্রিয় প্রবাসীভাইকে।


২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

বাকপ্রবাস বলেছেন: খু ব ই ধ ন্য বা দ নে বে ন প্রি য় প দা তি ক ভা ই

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। এত্ত স্পেস দিয়ে ধ ন্য বা দ । মা নে বু কে র ভে ত রে হা ও য়া ঢু কে গে ছে। হা হা হা.........

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা হা :D B-) =p~ :-B

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: তা প্রাপ্য নই, এইখানে পড়তে বাঁধলো। তার প্রাপ্য নই/তা প্রাপ্য নয় হবে কি?

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

বাকপ্রবাস বলেছেন: আমিও লিখতে গিয়ে তা আর তার নিয়ে মোচড় খেয়েছিলাম পরে একটা বসিয়ে দিলাম। দুটোর মাঝে খুব একটা ব্যবধান মনে হলোনা, যাহ তাহা / যা তা এভাবে ভেবে তা তে এসে থিতু হয়েছিলাম।

খুবই ধন্যবাদ জানবেন কিন্তু

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

জুন বলেছেন:
ঠিক করেছি আমিও তবে থাকবো চুপ মেরে।
যা লিখেছে পড়বো তবে কমেন্ট হবে না ঝেড়ে

:P B-)

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

বাকপ্রবাস বলেছেন: এপ্রিল মে জুন
করল আমায় খুন
রক্ত কোথাও পেলামনা আর
সেই গল্পটাই শোন।

মার্চের শেষ দিকে
মনটা যখন ফিকে
এপ্রিলে তার দেখা
বসে ছিল একা।

ভাবছিল সে কী
অনেক ভেবেছি
ভাবতে ভাবতে মাস
মে জুড়ে হাসফাস।

জুন তখন মাথায়
অন্ধকারে হাতায়
আরতো দেখা নাই
খুুন হলাম তায়।
----------
মজা করলাম একটু আপনার জুন নিক নামটা নিয়ে।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

এ.এস বাশার বলেছেন: এই ধরনের কবিতা আমার খুবই ভালো লাগে.......
কবিতার ইমোশন আমাকে খুব টানে....,.
অনেক অনেক ভালোলাগা জানবেন....বড়ভাই,,,,,

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

বাকপ্রবাস বলেছেন: একটা ঘোরের মাঝে থাকলে আমারও খুব ভাল লাগে। নেশা নেশা ভাবটা খুব প্রিয়, প্রতি বৃহষ্পতি রাতে এই ভাবটা নিয়ে আসি, শুক্রবার রাত পর্যন্ত এই ঘোরে থাকি, কোথাও যাইনা, কারো সাথে কথা বলিনা, আমি আর একটা লেপটপ। ব্লগ, ইউটিউব, গান, নাটক আর ঘোর।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

সনেট কবি বলেছেন: সুন্দর+

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন সনেট রাজ

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্ !! +

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন স্বপ্নবাজ

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন সেলিম আনোয়ার ভাই

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

স্রাঞ্জি সে বলেছেন:
ভুল, ক্যান হবে।

কবিতায় ++

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

বাকপ্রবাস বলেছেন: কপালে ভুল লেখা থাকলে সেটা আর ফুল হয়নাতো

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

চাঁদগাজী বলেছেন:


মুছে দেয়া হলো, ফিনিতো!

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

বাকপ্রবাস বলেছেন: মোবাইল থেকে মোছা যায়
মন থেকে মোছা দায়
০১১২১৪০৮২ রিং করে দেখি
নাই নাই কেউ নাই।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: সুপাঠ্য কবিতা। ভাল লাগল ভাই +++

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন হাসিব ভাই :D

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

নজসু বলেছেন: একটু খানি ভুল। ভুল বুঝে ভুল মানুষকে অনেক কষ্ট দেয়।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

বাকপ্রবাস বলেছেন: ভুল সবই ভুল
এই জীবনের পাতায় পাতায় যা লেখা
ভুল সবই ভুল

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

অভিশপ্ত জাহাজী বলেছেন: যোগাযোগের সব ঠিকানা বন্ধ করে ফেলা আমারও অভ্যেস। যখন মনে হয় মানুষ্য সময় আর পোষাচ্ছে না।
ভালো লিখেছেন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

বাকপ্রবাস বলেছেন: জানালা বান্ধি দরজা বান্ধি
আলো হাওয়া নাই
এখন দেখি অক্সিজেন ছাড়া
নিশ্বাস নেয়া দায়।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: আহ আমি যদি কবিতা লিখতে পারতাম !!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

বাকপ্রবাস বলেছেন: আমরা কই যামু, সব ফিল্ড দখলে রাখলে

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আনন্দ অশ্রু নামক ছবিটির কথা মনে পরে গেলো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৭

বাকপ্রবাস বলেছেন: ছবিটা দেখেছি কিনা জানিনা, আনন্দের অশ্রু নিশ্চয় মিলন গাঁথার
-
খুবই ধন্যবাদ জানবেন আপু

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১

আরোগ্য বলেছেন: ভগ্ন হৃদয়ের দগ্ধ হাহাকার।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৮

বাকপ্রবাস বলেছেন: হুম, মমতাজ হইল গাইয়া দিত, ফাইট্টা যায়..................
ধন্যবাদ নেবেন আরোগ্য

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৭

আখেনাটেন বলেছেন: এভাবেও ঝেঁটিয়ে মন থেকে বিদায় দেওয়া যায়... :(

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৯

বাকপ্রবাস বলেছেন: এভাবেও ফিরে আসা যায়, আমার প্রিয় একটা গান। খুব করে ধন্যবাদ জানবেন কিন্তু

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

শিখা রহমান বলেছেন: "যতোটা ভুল ভেবেছো তুমি ততোটা ভুল আমি নই" কি আশ্চর্য সুন্দর শব্দমালা!!

কবিতায় একরাশ মুগ্ধতা আর কবিকে শুভকামনা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

বাকপ্রবাস বলেছেন: এমন কমেন্ট পেয়ে আমিও মুগ্ধ। ভাল থাকবেন। শুভেচ্ছা জানবেন

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

জাহিদ অনিক বলেছেন: ভুল -------- সবই ভুল----------
ভালো লাগলো কবিতা

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

বাকপ্রবাস বলেছেন: এই জীবনের পাতায় পাতায় যা লেখা
ভুল সবই ভুল।

-
ধন্যবাদ ভাইযান

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬

বলেছেন: ঠিকই তো তা তো প্রাপ্য নই - আপনি তো ভালো লোক সাধু।
কবিতায় শব্দের গভীরতা প্রখর।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

বাকপ্রবাস বলেছেন: হা হা হা সাধু বানায় দিলেন......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.