নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

দুঃখ বিলাস

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২


আমার চাই তুমি
তোমার ভরসা
দ্বন্দ মাঝে অবশেষে
তুমুল বরষা।

মেঘে মেঘে কান্না
বললে তুমি আর না
আবেগ দিয়ে প্রেম চলে
জীবন দেবে ছাড় না।

এলো যখন বোধ
দারুণ প্রতিশোধ
দারিদ্রতা বিধল বুকে
বাড়লো দ্বিগুণ ক্রোধ।

চাইনা তোমায় আর
আর দিওনা ছাড়
না পাওয়া এক দুঃখ নিয়ে
হোকনা জীবন পার।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১

বাকপ্রবাস বলেছেন: সহজ সরল প্রেম চাই যেখানে কোন দ্বন্দ নাই

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

স্রাঞ্জি সে বলেছেন:

রাজিব ভাইয়ের সাথে সহমত।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১

বাকপ্রবাস বলেছেন: আমিও

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৪

আরোগ্য বলেছেন: হতাশাগ্রস্ত কবি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১

বাকপ্রবাস বলেছেন: হুম বিষাদগ্রস্ত

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারিদ্র্যতা নরম ভালোবাসাগুলোকে খুব সহজে হত্যা করতে পারে। শক্ত ভালোবাসাও অনেকসময় দারিদ্র্যের কাছে হার মেনে নেয়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

বাকপ্রবাস বলেছেন: হুম। খুব কষ্টের বিষয়গুলো।
-
দারিদ্রতায় দূরে সরে যায় দুটি মন
কী হবে এখন
ভেবে ভেবে রাত ভোর
দিন যায় মাস যায়
বছর ঘুরে ঘুরপাক খায়
থেকে যায় ভালবাসার ঘোর।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

সুদীপ কুমার বলেছেন: সুন্দর লেখনী।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবে সুদীপ কুমার দা
দারিদ্রতা প্রেম বোঝেনা
সে চায় নিশ্চয়তার ছাদ
এ এক জীবনের ফাঁদ।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সহজ সরল প্রেম চাই যেখানে কোন দ্বন্দ নাই

এটা পাবেন না। সব ভেজাল। বিশ্বাস করুন সব ভেজাল।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১০

বাকপ্রবাস বলেছেন: নকলের ভিড়ে আছে কিছুু খাঁটি
আকড়ে ধরে মাটি
মুখে থাকে হাসি
দারিদ্রতকা মেনে নিয়ে বলে
ভালবাসি ভালবাসি

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারিদ্র্যতা সমাজকে ভালোবাসার মাঝখানে দেয়াল তুলতে সাহায্য করে। ঘোর বেশি থাকলে লাইফের বারোটা বাজে, কম থাকলে কেটে যায়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

বাকপ্রবাস বলেছেন: হুম বেশী থাকা চলবেনা, কমকম থাকতে হবে, সেটাও মজার

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ ভালো লাগলো।

কিসের এত মান?
জীবনটাযে মহান।
এক জীবনে সবকিছুযে
পাওয়া যাবেনা । বরং
স্মৃতিপটে থাক
না পাওয়ার যাতনা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

বাকপ্রবাস বলেছেন: এমন বেদনা থাকার সান্তনা
পায় ক'জনা

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন সনেট রাজ

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২

সৈয়দ ইসলাম বলেছেন:
বাহ বাহ বাহ, চমৎকার ছড়া।

লন আপনার পুরস্কার। তবে আপনি বানিয়ে খান!

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪

বাকপ্রবাস বলেছেন: চটপটি মজাদার খাবার, প্রবাসে থেকেও আমি বানিয়েছি চটপটি ফুুচকা।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১

শামচুল হক বলেছেন: চমৎকার ছড়া, খুব ভালো লাগল।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

বাকপ্রবাস বলেছেন: আপনি খুব ভাল লেখেন, গতকাল আপনার ওয়াল ঘুরে আসলাম, সময় অভাবে বড় লেখাগুলো পড়া হয়না তায় আপনার লেখা হয়তো আগে এড়িয়ে গেছি।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫৮

সোহানী বলেছেন: ভালোলাগলো কবিতা।

তবে ছবিটা আমাকে মুগ্ধ করেছে। খুব সম্ভবত এরকম একটা ছবি আমি কোন আর্টিস্ট এর বাসায় দেখেছিলাম। কার বাসায় মনে করতে পারছি না। তখন মনে মনে এরকম একটা ছবি নিজের জন্য চেয়েছিলাম।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

বাকপ্রবাস বলেছেন: গুগল সূত্রে পাওয়া ছবি। ভাললাগায় শুভেচ্ছা।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৬

বলেছেন: শেষ দু লাইন একদম জটিল'স দাদা
বেশ বেশ

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

বাকপ্রবাস বলেছেন: দারিদ্রতায় ছাড়
প্রেম হলনা আর।
-
খুবই ধন্যবাদ জানবেন ভাইযান

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নকলের ভিড়ে আছে কিছুু খাঁটি
আকড়ে ধরে মাটি
মুখে থাকে হাসি
দারিদ্রতকা মেনে নিয়ে বলে
ভালবাসি ভালবাসি

ভালো থাকুন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.