নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮


লেখালেখির প্রথম দিককার একটা প্রশ্ন। আবারো করলাম।

-
বিত্তের পেছনে ঘুরি
দারিদ্রতা ছাড়েনা আমাকে
মাত্র তিন জন্মের ব্যবধান
চক্রবৃদ্ধি হারে বাড়ছে আরও
দিনকে অনেক বুঝিয়েছি
রাত্রি মানেনা
সকাল বেলা ঘুমঘুম চোখে
নিজেকে নিজে প্রশ্ন করি
কে বেশী মূল্যবান
তুমি
নাকি অর্থ?

মন্তব্য ৪৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! কোনও একজনকে যে দূরে রাখা যায়না।


শুভকামনা রইল।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

বাকপ্রবাস বলেছেন: একটা ধরলে একটা ছুটে

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

চাঁদগাজী বলেছেন:


এই বাক্যেই কবিতা?

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

বাকপ্রবাস বলেছেন: গরীব মানুষ, বাক্য বেশী পাবো কোথা

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: কবিতা পড়লাম।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

বাকপ্রবাস বলেছেন: বুঝলাম

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

সনেট কবি বলেছেন: একটা আরেকটার পরিপূরক।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

বাকপ্রবাস বলেছেন: জীবন একটা
প্রেম এলো
ধরে রাখার জন্য চাই অর্থ
অর্থ নেই সেটা ধরতে গেলে প্রেম বসে থাকবেনা
প্রেম ধরে রাখতে চাই কিন্তু অর্থ ছাড়া থাকছেনা
কোনটা চাই?
এই দ্বীধা নিয়েই লেখা

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: পৃথিবীর জীবনে সবচেয়ে মুল্যবান সুর্য্য
মানুষের জীবনে সবচেয়ে মুল্যবান অর্থ

গত দুই হাজার বছরের ইতিহাসে কতো তুমি এসেছে গিয়েছেও
আমি থেমে থাকি নি, থেমে থাকে নি পৃথিবীও ।।





২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

বাকপ্রবাস বলেছেন: সুন্দর কথা বলেছেনা। সবকিছুর সূত্র সূর্য। সূর্য নেইতো প্রাণও নেই, প্রেমও নেই।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

আতোয়ার রহমান বাংলা বলেছেন: অর্থ অর্থ অর্থ অর্থ অর্থ
জীবন জীবন জীবন জীবন জীবন
দুটোই দরকার

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

বাকপ্রবাস বলেছেন: হুম, দুটোই চাই। একটা ছাড়া অন্যটা থমকে দাঁড়ায়

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

মহসিন ৩১ বলেছেন: অনির্বচনীয় !! আমি তো গাধা তাই তো বুঝতে পারি নাই। ------আমাদের জীবন থেকে নেয়া কিছু অসামঞ্জসসের প্রতিরূপ হচ্ছে এ জীবন।---- শব্দকে আকড়ে ধরে অনির্বচনীয় সুখ কি পাওয়া যায় !! --- শব্দগুলো কেন যে কখনোই আমার হতে চায় না !! --- ধার নিলে বোধ হয় ভাল হয় ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

বাকপ্রবাস বলেছেন: অর্থ ধার নিলে ফেরত দিতে হবে
শব্দ ধার নিলে অবশ্য তা দিতে হবেনা।
-
ধন্যবাদ ভাইযান

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই প্রশ্নের উত্তর একেক জনের কাছে একেক রকম। একই ব্যক্তির কাছে জীবনের বিভিন্ন পর্বে আবার উত্তর বিভিন্ন হয়।

যখন মাত্র ৫০০ বা ৫০০০ টাকার লোভে একজন মানুষকে খুন করা হয়, তখন জীবনের মূল্য ৫০০০ টাকার বেশি না। একজন ধনাঢ্য নিঃসন্তান দম্পতি যখন একটা সন্তানের জন্য হাহাকার করেন, তখন একটা মানবশিশুর মূল্য অ-মূল্য, যা টাকার বিনিময়ে হয় না।

স্টিভ জবসের একটা কথা এরকম- পৃথিবীর সব বই পড়ে শেষ হলেও আপনার একটা বই অপঠিত থেকে যাবে, যতদিন পর্যন্ত আপনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি না থাকবেন। তখন দেখবেন 'হেলথ' নামক বইটি আপনার এখনো পড়াই হয় নি।

যতদিন আপনি সুস্থ আছেন, ততদিন আপনার অন্যকিছু চাওয়ার প্রয়োজন নেই।

কথাগুলো অপ্রাসঙ্গিক মনে হতে পারে। কিন্তু মূল্যমানের প্রশ্নটা যেখানে তুলেছেন, সেখানে একদিকে আপনি নিজে, দাঁড়িপাল্লার অন্যপ্রান্তে অর্থবিত্ত। এটা নির্ণয়ের জন্য অন্যান্য ফ্যাক্টরগুলো বিবেচনা করা না গেলে কোনো উত্তরই মিলবে না।

মানুষ নিজেও জানে না, সে কী চায়। একটা পেলে অন্যটা চায়, অন্যটা পেয়ে গেলে আরেকটা। এভাবে চাওয়ার প্রত্যাশা আমৃত্যু অমীমাংসিত থেকে যায়। তাই, আপনার প্রশ্নের উত্তরও আনপঅ্যানসার্ড থেকে যাবে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

বাকপ্রবাস বলেছেন: সুন্দর ব্যখ্যা দিয়েছেন। প্রশ্নটা আসলে নিজেকেই করা, উত্তরও হয়তো জানা আছে তবুও আক্ষেপ থেকে যাওয়া থেকে কবিতার জন্ম।
খুবই ধন্যবাদ জানবেন ভাইযান

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

বউ আর সুন্দরী শালীর টানাপোড়েন! :P
একটা পেলে একটা নাই ;)
(ফান)

জীবনের সবচে জরুরী প্রশ্ন যার টানাপোড়েনে সকলেই কমবেশি পীড়িত হয়।
মধ্যম পন্থাতেই উত্তম সমাধান। :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

বাকপ্রবাস বলেছেন: হা হা হা বউ শালীর ব্যাপরটা দারুণ ছিল।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

তারেক ফাহিম বলেছেন: নিজের যা আছে তা নিয়ে আত্মতৃপ্তির থাকার মাঝে অনেক সুখ লুকায়িত থাকে।

নিজের অবস্থানের চেয়ে আপনার চেয়ে অসুখি যারা আছে তাদের দিকে তাকান, হতাশা কমে যাবে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

বাকপ্রবাস বলেছেন: হতাশ আছে কবিতায় তবে সেটা ছাড়িয়ে এই কবিতার মূখ্য বিষয় হল ক্লাস, দুই জনের দুই ক্লাস। মাত্র তিন জন্মের ব্যবাধান। সেই ব্যবধান কমাতে গিয়ে চক্রবৃদ্ধি হারে আরো বাড়ে, বানরের বাঁশ এর গল্পের মতো, এক লাফ দেয় উপরে উঠে দুই লাফের ব্যবধান বাড়ে।
ধন্যবাদ নেবেন

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

ওমেরা বলেছেন: জীবন ছারা অর্থ মূল্যহীন , অর্থ ছারা জীবন মূল্যহীন, কাজেই দুটোই প্রয়োজনীয় ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

বাকপ্রবাস বলেছেন: কাউকে উপজিব্য হয়ে জীবন তার অর্থ খুঁজতে চেয়েছিল কিন্তু আর্থিক আর সামাজিক ব্যবধান দেয়াল হয়ে দাঁড়ায়। মূল্যবান কমেন্ট এর জন্য ধন্যবাদ অবারিত।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

শামচুল হক বলেছেন: একেক সময় একেকটার মূল্য দেখা দেয়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

বাকপ্রবাস বলেছেন: হুম। তবে এখানে হাতছাড়া হবার দাড়প্রান্তে একটা, অন্যটা হাতে নেই।
ধন্যবাদ জানবেন হক ভাই

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

মেহেদী হাসান হাসিব বলেছেন: প্রশ্নটা খুবই জটিল। কারণ উত্তর ২ টাই হবে। তবে জটিল বলছি এ কারণে যে উত্তর হওয়া চাই একটা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

বাকপ্রবাস বলেছেন: উত্তর যেটাই হোক, কোনটাই পাচ্ছেনা সেটাই বাস্তবতা। ধন্যবাদ জানবেন হাসিব ভাই

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

কথার ফুলঝুরি! বলেছেন: আসলে বেশী মূল্যবান, অর্থ । কারন অর্থ না থাকলে তুমি রা ভাগবে :P

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

বাকপ্রবাস বলেছেন: একজন নারী হয়ে সত্য বলার জন্য সাধুবাদ। আমাদের পরিবেশ ও সমাজ প্রেক্ষিতে নারীর নিশ্চয়তা পুরুষ তবে সে পরখ করে দেখতে চায় সেই পুরুষ নিশ্চয়তা দেবার যোগ্য নাকি।
-
ধন্যবাদ জানবেন কথার ফুলঝুরি।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

কথার ফুলঝুরি! বলেছেন: @একজন নারী হয়ে সত্য বলার জন্য সাধুবাদ। আমাদের পরিবেশ ও সমাজ প্রেক্ষিতে নারীর নিশ্চয়তা পুরুষ তবে সে পরখ করে দেখতে চায় সেই পুরুষ নিশ্চয়তা দেবার যোগ্য নাকি।-- ঠিক বলেছেন ভাইয়া। তবে সব নারী কিংবা সব পুরুষ কিন্তু এক রকম নয় । কোন কোন নারী অর্থ না, ভালোবাসার নিশ্চয়তা চায় কিন্তু তাদের কপালে আবার ভালোবাসা জোটেনা ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

বাকপ্রবাস বলেছেন: ইদানিং অবশ্য অনেক পরিবর্তন এসেছে যেমন
১) প্রেম করার আগেই নারী পরখ করে দেখে নেয় ভবিষ্যত কী দাঁড়াবে
২) প্রথম কারনটা যখন যুক্তি কেন্দ্রিক হয় তখন পরিবার অযথা বাঁধা হয়ে দাঁড়ায়না, পরিবারে নারী স্বাধীনতা বেড়েছে
৩) প্রথম কারনটা পরিবারের কাছে অযৌক্তিক হলেও নারী লড়াই করে আধুনিক সমাজে, তার স্বপক্ষে
৪) এমনও নারী আছে বেকার প্রেমিককে বিয়ে করেছে। অনেক আগের ঘটনা। তখন ফেইসবুক ছিলনা বা হাতেহাতে ছিলনা, তখন ছিল মেসেঞ্জার। ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্রী হোষ্টেলে থেকে পড়ালেখা করতেন। একদিন চাবি ভুলৈ রুমে রয়ে গেছে আর রুমে এসে দেখে তালা মারা। সহপাঠীদের অপেক্ষায় তায় ভাবল একটা সময় কাটায়। সেভাবে আমার সাথে মেসেঞ্জারে পরিচয়। অনেকদিন যোগাযোগ ছিল। খুব মেধাবী ছিল। সেই ছাত্রী পরে মেজিষ্ট্রেট হল এবং তার বেকার বয় ফ্রেন্ডকে বিয়ে করল। আজকাল এমন ঘটনা ঘটছে।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

আরোগ্য বলেছেন: সাহিত্যের কাছে জীবন আর জীবনের তাগিদে অর্থ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

বাকপ্রবাস বলেছেন: অর্থই সকল আরোগ্য হা হা হা

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বলা হয় মানি ইজ দ্যা সেকেন্ড গড।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২২

বাকপ্রবাস বলেছেন: অহ মাই সেকেন্ড গড!!!

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

নীল আকাশ বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: বউ আর সুন্দরী শালীর টানাপোড়েন! :P একটা পেলে একটা নাই ;)
ভাই আবার মনে করিয়ে দিলেন? :`> সেই বিয়ে করার পর থেকে সুন্দরী শালী না পাওয়ার দু:খ কোনরকমে ভুলে গিয়েছিলাম, আর আজকে এসে শেষমেশ সামুতে???? অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়! ;)

বাকপ্রবাস ভাই, আপনার এই প্রশ্ন অনেক টা ডিম আগে না মুরগী আগে টাইপের! কি উত্তর দিব বুঝতে পারছিনা?
জীবনে ২ টারই প্রয়োজন আছে কিন্তু কোনটা কত টুকু জানি না....................

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১১

বাকপ্রবাস বলেছেন: বিয়ে না করতেই শালীর আশা, উদ্দেশ্য বড়ই মহৎ
একটা পেলে আধা, দুইটা পেলে পুরা

১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

নীল আকাশ বলেছেন: এটা কি বললেন বাকপ্রবাস ভাই, কবুল বলার সাথে সাথেই তো শালীরা হাজির হবার কথা। যা তা কথা না, দুলাভাই বলে কথা। আমার ফাটা কপাল। সবাই ২ টা ৩ টা কত কত পায় আর আমার হলো ফাটা কপাল। একটাও নেই। সেই দু:খে মাঝে মাঝে আরেকটা নিকাহ করার খায়েস জাগে.................।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১২

বাকপ্রবাস বলেছেন: ভাবির কিল একটাও মাটিতে পড়বেনা

২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

নীল আকাশ বলেছেন: সে আর বলতে? কয়েক দিন ধরে সামু তে একা্উন্ট খুলে দেবার জন্য বলছে। সাহস পাচ্ছি না। দারুন একটা গল্প লিখছি। এটা সম্ভবত আমার সেরা লেখা হবে..জানি না তবে পাঠক রাই বলতে পারবে........শবনম নামে লেখা গুলি পড়ে দেখার আমন্ত্রন দিয়ে গেলাম। একটু কষ্ট করে পড়ে দেখবেন। আমার মূল্যায়ন চাই। এটাই আপনার কাছে আমার প্রত্যাশা.....।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

বাকপ্রবাস বলেছেন: অবশ্যই, লুঙ্গিতে গিট্টু লাগাইয়া আসতেছি B-)

২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

নীল আকাশ বলেছেন: ইনসাল্লাহ কালকে পাবেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

বাকপ্রবাস বলেছেন: ইনশাআল্লাহ।

২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১১

বলেছেন: শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে হাজারো মানুষের শোকাতুর ব্যাথা
শক্তিমান প্রকাশ দাদা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন দাদা

২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন স্বপ্নবাজ সৌরভ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.