নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ভাবছি এবার

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯


ভাবছি এবার আকাশ হব
বাতাস হব, ঋতু
আর রবনা ভিতু।

শাপলা হব, পদ্ম হব
রোদও হতে পারি
ফিরবনা আর বাড়ি।

মাছ হব, গাছ হব
পাতা হব, ফুল
সকাল হব, সন্ধ্যা হব
বৃক্ষ শাখা, মূল।

ভাবছি এবার পাখী হব
পালক হব, হতেও পারি বন
যদি পারি মানুষ হব
নরম কোমল মন।

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর সুন্দর সব ইচ্ছার প্রকাশ করে করে গেছেন কবি,
মুগ্ধ কথামালায়

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন শিল্পী।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

মোস্তফা সোহেল বলেছেন: মানুষ মানুষকে ভয় পাই এইটা অনেক দুঃখের বিষয়।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

বাকপ্রবাস বলেছেন: মানুষ মানুষে যত প্রকার অন্যায় অত্যাচার জুলুম করে তেমনটা আর কোন প্রাণীর মাঝে নেই

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

সনেট কবি বলেছেন: মনোমুগ্ধকর।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন বড়ভাই

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি-
আমি কিছুই হতে চাই না।
আমি ভালো মানুষ হতে চাই।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

বাকপ্রবাস বলেছেন: ভাল মানুষেরতো পদে পদে বিপদ আরো বেশী

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

নীলপরি বলেছেন: বেশ ভালো ভাবনা ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

বাকপ্রবাস বলেছেন: ভাবছি এবার ধন্যবাদ জানাব নীলপরিকে :D

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

সাইন বোর্ড বলেছেন: প্রকৃত মানুষ হতে পারাটা সত্যিই কঠিন, সেই অর্থে প্রকৃতির অন্য কিছু একটা হওয়াটাই বেটার ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

বাকপ্রবাস বলেছেন: হুম, মৃত্যুর পরের চিন্তা আর নাই

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

সৈয়দ ইসলাম বলেছেন:
যাক, ভাবছিলাম এগুলো আপনার কথা! এখন দেখি না!

আচ্ছা এটা কার কথা! কার মনের তিক্ততা?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

বাকপ্রবাস বলেছেন: আমিও ভাবছি কার মনের কথা এগুলো

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মানুষ গুলো অন্যরকম ! :(


কবিতায় ভালো লাগা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

বাকপ্রবাস বলেছেন: হাটতে পারে বসতে পারে, এঘর থেকে ওঘরে যায়................

খুবই ধন্যবাদ নেবেন স্বপ্নবাজ ভাই

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভকামনা কবি !!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা জানবেন নূর ভাই

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

করুণাধারা বলেছেন: পুরো কবিতা ভালো লেগেছে, শেষ দুই লাইন বাদে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে.... কিংবা আমি হব সকাল বেলার পাখি......, এইসব কবিতার মত এই কবিতাটাও- আপনার মেয়েরাও এটা মুখস্থ করে আনন্দ পাবে। কিন্তু শেষ দুই লাইনে নেগেটিভ চিন্তা চলে আসে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৩

বাকপ্রবাস বলেছেন: চোখ খুলে দিয়েছেন, আপানার কমেন্ট পড়ে ভুলটা শোধরে নিলাম, এবার শিশু উপযোগি করে নিলাম। এক সাগর ধন্যবাদ

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: শুভকামনা রইলো।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৩

বাকপ্রবাস বলেছেন: জি আপনাকেও

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

আরোগ্য বলেছেন: ভাবনাটা তো ভালোই তবে মাতাল না হওয়াই ভালো।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৪

বাকপ্রবাস বলেছেন: করুণাধার এর কমেন্ট পড়ে ভুুলটা বুঝতে পেরেছি তায় মাতলামি ছেড়ে এডিট করে দিয়েছি

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

বলেছেন:

কবিতায় ভালো লাগা দাদা।

ভয় হচ্ছে মানব মস্তিষ্কের অবাক করা এক গুণ।
গুণ বলছি এই কারণে ভয় আমাদের রক্ষাকারী তাই।
আসলে ভয় হচ্ছে হাজার বছর ধরে পৃথিবী নামক গ্রহে বাস করা মানুষ এবং অন্যান্য প্রাণীর বেঁচে থাকার এবং নিজেকে টিকিয়ে রাখার প্রাকৃতিক মেকানিজম বা প্রক্রিয়া।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৫

বাকপ্রবাস বলেছেন: ভয় টয় বাদ দিলাম, করুণা ধারা একটা ভাল কমেন্ট করেছে, সেই মোতাবেক শিশু উপযোগী করে এডিট করে নিয়েছি। ধন্যবাদ রইল কিন্তু

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৪

প্রামানিক বলেছেন: আকাশ হবো, বাতাস হবো, ঋতু হবো চমৎকার আইডিয়া। খুব ভালো লাগল।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৬

বাকপ্রবাস বলেছেন: যদি পারি প্রামানিক দার ছড়া হব

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৭

নজসু বলেছেন: ছন্দমিলে সুন্দর ছড়াটা পড়ে সকাল সকাল মনটা ভালো হয়ে গেলো।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১

বাকপ্রবাস বলেছেন: গুড মর্নিং নজসু

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর ইচ্ছা, যদিও কিছুই হওয়া সম্ভব নয়।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

বাকপ্রবাস বলেছেন: শরীর এর কিছু করা যাবেনা, মনকে যেমন ইচ্ছে রাঙ্গানো যায়।

ধন্যবাদ রইল কিন্তু তারেক মাহমুদ ভাই

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২১

পদাতিক চৌধুরি বলেছেন: বেশতো! ক্ষতি কি!! কল্পনার ডানায় ভর করে ঘুরে বেড়ান দেশ দশান্তর ।

শুভকামনা রইল।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

বাকপ্রবাস বলেছেন: হা হা হা ভিসাও লাগেনা, টাকাও লাগেনা, কত্ত মজা।

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

কথার ফুলঝুরি! বলেছেন: আর কত ভাবাভাবি হবে ? :P শিরোনামটা অতিশয় মনে ধরেছে । ভাবছি এবার এই আমিও এই শিরোনামে আমার ভাবনা গুলো নিয়ে লিখবো :P

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

বাকপ্রবাস বলেছেন: হা হা হা ধন্যবাদাপু, ভাবতেই থাকুন আর লিখতেই থাকুন, আমরা আছি পড়তেই থাকবো

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

নীল আকাশ বলেছেন: মাত্র ১৬ লাইনে মনের সব ভাবনা আর ইচ্ছে গুলি কে বেধে ফেললেন! দারুন!
শেষ প্যারা টা সবচেয়ে ভালো হয়েছে, কবি ভাই।
+++++++ দিয়ে গেলাম।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

বাকপ্রবাস বলেছেন: শেষ প্যারা সবচাইতে বাজে ছিল প্রথমে। করুণাধারা এর কমেন্ট পেয়ে পরে চেন্জ করা গেছে। খুবই ধন্যবাদ নেবেন নীলআকা৩৯

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

এ.এস বাশার বলেছেন: শিশুতোষ ছড়া হিসেবে বেশ হয়েছে।
শিশুর মনে প্রকৃতি প্রেম জাগাবে আশাকরি।

শুভকামনা রইল বড় ভাই।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

বাকপ্রবাস বলেছেন: হুম, আসলে প্রথমনে শিশুদের কথা মাথায় ছিলনা, পরে কমেন্ট পড়ে বুঝলাম শিশুতোষ করা প্রয়োজন, জাষ্ট দুই একটা লাইন বদলানো হল সেটা করার জন্য।
ধন্যবাদ ভাইযান

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

জাহিদ অনিক বলেছেন: মানুষ হইতে হবে এই যান পণ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫০

বাকপ্রবাস বলেছেন: মানুষ আমরা রক্তে মাংসে
মন মগজে কয়জনা
মানুষ হতে চেষ্টা লাগে
যুদ্ধ করে ছয়জনা

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

নীল আকাশ বলেছেন: তাহলে আমি সম্ভবত পরের ভার্সন পড়েছি :`>

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

বাকপ্রবাস বলেছেন: :D B-) :D B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.