নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরা পাঁচ ভাই
মিলেমিশে রয়
সুখে যেমন হাসে
দুঃখে বেজার হয়।
চোখ দিয়ে দেখে
দেখে গোটা বিশ্ব
বিশাল খোদার জগৎ
কত রকম দৃশ্য।
কান দিয়ে শোনে
কথা সুর ও গান
প্রকৃতির মধুর ছন্দ
জুড়ায় মনোপ্রাণ
নাক দিয়ে দম
চলে অবিরত
খোদার রহমতে
হইযে তায় নত।
ত্বকের আবরনে
ঢেকে রাখে দেহ
রোদ, বৃষ্টি বাদল
নাগাল পায়না কেহ।
জিহ্বা গুণে স্বাদ
খাচ্ছি যতো খাবার
টক, মিষ্টি, ঝাল
পাচ্ছি তিতা আবার।
ওরা পাঁচ ভাই
মিলেমিশে থাকে
দেহ মন সদা
সুস্থ্য সবল রাখে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১১
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন স্বপ্নীল ফিরোজ ভাই, হুম হাতের কাজটা সেরে ঘুরে আসবো
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৬
সাইন বোর্ড বলেছেন: সুন্দর ভাবনার প্রকাশ !
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১১
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন সাইন বোর্ড
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
মাহমুদুর রহমান বলেছেন: ত্বকের আবরনে
ঢেকে রাখে দেহ
রোদ, বৃষ্টি বাদল
নাগাল পায়না কেহ।
ভালো লাগা.......
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১২
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন মাহমুদুর রহমান ভাই
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভিষন ভালো হয়েছে । প্রতিটা প্যরায় রয়েছে জ্ঞানের কথা।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ নেবেন হাসু মামা
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
জাহিদ অনিক বলেছেন: ওদেরকে দিয়ে ছড়া'টা পড়িয়ে নিলাম। আশা করি ওরা বুঝবে এই ছড়ার মাহাত্ম্য
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫
বাকপ্রবাস বলেছেন: হা হা হা জব্বর কমেন্ট
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! বেশতো, পাঁচভাই। শুধু পারিনা আমরা।
শুভকামনা প্রিয় প্রবাসীভাইকে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬
বাকপ্রবাস বলেছেন: ৫ ভাই
মিলেমিশে থাকা চাই
ধন্যবাদ পদাতিক ভাই
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
রঞ্জন রয় বলেছেন:
পা বাদ পড়েছে...... তাই ছড়ায় মাইনেস
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭
বাকপ্রবাস বলেছেন: পঞ্চ ইন্দ্রিয়তে পা এর ব্যাবহার নাই, হয়তো লাথি উষ্ঠার ব্যাপার চলে আসবে তায় রাখা হয়নি। মাইনাস যখন দিলেন দুইটা দেন, তাইলে মাইনাসে মাইনাসে প্লাস হইয়া যাইব
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫২
আতোয়ার রহমান বাংলা বলেছেন: মিলেমিশে থাকে
দেহ মন সাদা
অনেক সুন্দর হয়েছে
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন রহমান ভাই
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫
রঞ্জন রয় বলেছেন:
আমি নির্দয় মানুষ
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
বাকপ্রবাস বলেছেন: দাদা রঞ্জন রয়
নয় নির্দয়
সাদা মনপ্রাণ
কথা মিথ্যা নয়
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি পারেনও !! ++
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
বাকপ্রবাস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ
আমাদের গৌরভ
ব্লগ পাড়ায় থাকে
লিখেলিখে হয়রান
ক্লান্তিতে গায় গান
তিব্বত স্নো মাখে।
১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৫
আরোগ্য বলেছেন: দারুণ
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫৮
বাকপ্রবাস বলেছেন: আরোগ্য
১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৯
ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: ভালো হয়েছে
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন শাওন ভাই
১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০১
বাকপ্রবাস বলেছেন: খু ব ক রে ধ ন্য বা জা ন বে ন
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৪
স্বপ্নীল ফিরোজ বলেছেন: সুন্দর পোস্ট। আমার ব্লগ বাড়িতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।